বিষয়বস্তুতে চলুন

মেইতেই লোককাহিনী

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
খাম্বা থৈবি মহাকাব্যিক কাহিনীগুলির একটি দৃশ্য, যা প্রাচীন মৈরং, প্রাচীন মণিপুরের একটি দক্ষিণী প্রদেশের কাহিনী।

মেইতেই লোককাহিনী হলো ভারতের মণিপুর মেইতেই জনগণের লোককাহিনী এবং পৌরাণিক কাহিনী।

এমন লোককথা প্রচলিতভাবে প্রজন্ম থেকে প্রজন্মে হস্তান্তরিত হয়।[] বর্তমানে, মণিপুরের সরকার মৈতেই জনগণের লোককথা সংরক্ষণ করার পরিকল্পনা করছে, যা সরকারি প্রতিষ্ঠানে প্রাথমিক শিক্ষা মাধ্যমে বাস্তবায়িত হবে।[]

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. কাইসার, থৌনাওজাম; Sanasam, রীনা (২৮ জুন ২০১৮)। "মণিপুরের প্রাচীন মৈতৈদের মৌখিক ফোক সাহিত্য: এর সাংস্কৃতিক গুরুত্বের বিশ্লেষণ"স্পেস অ্যান্ড কালচার, ইন্ডিয়া (১): ২৯–৩৭। ডিওআই:১০.২০৮৯৬/সাচি.v৬i১.৩০৭অবাধে প্রবেশযোগ্য |doi= এর মান পরীক্ষা করুন (সাহায্য) – spaceandculture.in-এর মাধ্যমে। 
  2. Singh, নগম্বাম ইন্দ্রকান্ত (১৭ মে ২০১৮)। "ফোকলোর থেকে পাঠ মানিপুরের স্কুলগুলির জন্য"The Telegraph। ভারত। সংগ্রহের তারিখ ৮ মে ২০২১