মৃণালিনী ভোসলে
মৃণালিনী ভোসলে | |
---|---|
মৃণালিনী ভোসলে সেরা পূর্ণদৈর্ঘ্যের চলচ্চিত্র 'কাপুস কোণ্ড্যাচি গোশতা'-এর জন্য সহ্যাদ্রি সিনে পুরস্কার ২০১৪ গ্রহণ করছেন | |
জাতীয়তা | ভারতীয় |
পেশা | চলচ্চিত্র পরিচালক |
কর্মজীবন | বর্তমান |
দাম্পত্য সঙ্গী | রবীন্দ্র ভোসলে |
সন্তান | তানিয়া ও যুবরাজ ভোসলে |
মৃণালিনী ভোসলে একজন ভারতীয় চলচ্চিত্র নির্মাতা। তিনি নারীবাদী কৃষি বিষয়ক চলচ্চিত্র কাপুস কোণ্ড্যাচি গোশতা (শেষ না হওয়া গল্প) চলচ্চিত্রের মাধ্যমে পরিচালনায় আত্মপ্রকাশ করেন। এটি সমালোচকদের দ্বারা প্রশংসিত হয়েছে। এই চলচ্চিত্রটি সম্প্রতি অস্ট্রেলিয়ার কুইন্সল্যান্ডের ভারতীয় আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে সেরা চলচ্চিত্রের পুরস্কার জিতেছে।[১][২]
চলচ্চিত্রটি
[সম্পাদনা]দিল্লি ধর্ষণের ঘটনার পর, ছোট এবং বড় শহরে নারীর বিরুদ্ধে অপরাধের ঘটনা সামনে আসতে শুরু পেয়েছে। প্রচারমাধ্যম এটি তুলে ধরার পর নারীর প্রতি অত্যাচারের সমস্যা জাতীয় পর্যায়ে মনোযোগ আকর্ষণ করেছে। নারীদের সমস্যাকে মূলে রেখে, মৃণালিনী তাঁর চলচ্চিত্রের মাধ্যমে, গ্রামীণ নারীদের দৈনন্দিন জীবনের হয়রানিকে সুন্দরভাবে তুলে ধরেছেন।[২]
চলচ্চিত্রের তালিকা
[সম্পাদনা]মৃণালিনী মারাঠি, গুজরাটি, হিন্দি এবং ইংরেজিতে ৫০টি তথ্যচিত্র পরিচালনা ও প্রযোজনা করেছেন। তিনি তাঁর জৈবিক খেতি (জৈব চাষ) চলচ্চিত্রের জন্য ভারতের রাষ্ট্রপতির কাছ থেকে দুটি জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন, একট সেরা কৃষি চলচ্চিত্র (ভারত)-এর জন্য এবং অপরটি সেরা পরিচালনার জন্য। তাঁর কাপুস কোণ্ড্যাচি গোশতা (২০১৪) বেশ কয়েকটি আন্তর্জাতিক পুরস্কারও অর্জন করেছে:
- ব্রিসবেনে কুইন্সল্যান্ডের আন্তর্জাতিক ভারতীয় চলচ্চিত্র উৎসব ২০১৪ - সেরা পূর্ণদৈর্ঘ্যের চলচ্চিত্র
- সহ্যাদ্রি সিনে অ্যাওয়ার্ডস ২০১৪ - সেরা পূর্ণদৈর্ঘ্যের চলচ্চিত্র
- মহারাষ্ট্র রাজ্য চলচ্চিত্র পুরস্কার - শ্রেষ্ঠ অভিনেত্রী (সমিধা গুরু)[৩][৪]
তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ "Mrunalini Bhosale : Sensitivity to the fore"। starblockbuster।
- ↑ ক খ "'Kapus Kondyachi Goshta' wins global acclaim | Sakal Times"। web.archive.org। ২০১৪-০৮-১৭। ২০১৪-০৮-১৭ তারিখে আসল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ২০২৫-০২-০১।
- ↑ "'Kapus Kondyachi Goshta' wins global acclaim"। Sakal Times। ১৭ আগস্ট ২০১৪ তারিখে আসল থেকে আর্কাইভকৃত।
- ↑ "Kapus Kondyachi Goshta actress Samidha Guru bags the Maharashtra State Film Awards"। All Lights Film Magazine। ২৯ নভেম্বর ২০২১ তারিখে মূল থেকে আর্কাইভ করা।
বহিঃসংযোগ
[সম্পাদনা]- কাপুস কোণ্ড্যাচি গোশতা এর অফিসিয়াল ফেসবুক পেজ
- কাপুস কোণ্ড্যাচি গোশতা-এর অফিসিয়াল টুইটার পেজ
- কাপুস কোণ্ড্যাচি গোশতা চলচ্চিত্রের অফিসিয়াল ওয়েবসাইট
- এমআর এগ্রো ইনফরমেটিক্সের অফিসিয়াল ওয়েবসাইট