মূল রং
পরিভ্রমণে ঝাঁপ দিন
অনুসন্ধানে ঝাঁপ দিন
মূল রং (মৌলিক) Red(লাল),Green(সবুজ),Blue(আকাশী নীল) (Sky Blue) in short term RGBকে মূল রং বলা হয়। সহজে মনে রাখতে "আসল" আ=আসমানী, স=সবুজ, ল=লাল এভাবে শিখুন। তবে "নীলাস" পড়লেও সমস্যা নেই, নী = আকাশী নীল , লা =লাল , স=সবুজ এভাবে মনে রাখতে হবে। যাবতীয় লক্ষ লক্ষ রং সবই এই তিন রং হতে তৈরি হয় বা করা সম্ভব। দর্শনযোগ্য সব ( টিভি, ডিজিটাল ক্যামেরা, মোবাইল ফোন,এলসিডি স্ক্রিন,এল ই ডি টিভি )মাধ্যমই ই তার রং দেখানোর ক্ষেত্র এই RGB সম্পর্কিত তত্ত্ব অনুসরণ করে যাচ্ছে এবং যাবে, ব্যতিক্রম শুধু ছাপাখানার বর্ণীয় ফর্মূলা (ছাপাখানায় মূল রং CMYK)।
এই নিবন্ধটি অসম্পূর্ণ। আপনি চাইলে এটিকে সম্প্রসারিত করে উইকিপিডিয়াকে সাহায্য করতে পারেন। |