মুহাম্মদ সালাহ আল নিল

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
মুহাম্মদ সালাহ আল নিল
ব্যক্তিগত তথ্য
পূর্ণ নাম মুহাম্মদ সালাহ আল নিল
জন্ম (1991-04-20) ২০ এপ্রিল ১৯৯১ (বয়স ৩৩)
জন্ম স্থান কাতার
উচ্চতা ১.৭৪ মিটার (৫ ফুট + ইঞ্চি)
মাঠে অবস্থান আক্রমণভাগের খেলোয়াড়
ক্লাবের তথ্য
বর্তমান দল
আল সাইলিয়াহ
জার্সি নম্বর ১৯
জ্যেষ্ঠ পর্যায়*
বছর দল ম্যাচ (গোল)
২০১১–২০১৭ আল রাইয়ান ২৩ (৩)
২০১৪আল সাইলিয়াহ (ধার) (১)
২০১৪–২০১৫আল সাইলিয়াহ (ধার) ১৮ (৪)
২০১৭আল শাহানিয়াহ (ধার) (০)
২০১৭–২০২০ আল মারখিয়াহ ১৮ (৮)
২০১৮–২০২০আল আরাবি (ধার) ৩১ (১১)
২০২০– আল আরাবি ১৭ (৩)
২০২১–আল সাইলিয়াহ (ধার) ২০ (২)
জাতীয় দল
২০১০ কাতার অনূর্ধ্ব-২৩ (০)
২০১৩– কাতার (০)
* কেবল ঘরোয়া লিগে ক্লাবের হয়ে ম্যাচ ও গোলসংখ্যা গণনা করা হয়েছে এবং ১৭:১০, ২৪ মার্চ ২০২২ (ইউটিসি) তারিখ অনুযায়ী সকল তথ্য সঠিক।
‡ জাতীয় দলের হয়ে ম্যাচ ও গোলসংখ্যা ১৭:১০, ২৪ মার্চ ২০২২ (ইউটিসি) তারিখ অনুযায়ী সঠিক।

মুহাম্মদ সালাহ আল নিল (আরবি: محمد صلاح النيل, ইংরেজি: Mohamed Salah Elneel; জন্ম: ২০ এপ্রিল ১৯৯১; মুহাম্মদ সালাহ আল নিল নামে সুপরিচিত) হলেন একজন কাতারি পেশাদার ফুটবল খেলোয়াড়। তিনি বর্তমানে কাতারের পেশাদার ফুটবল লিগের শীর্ষ স্তর কাতার স্টার্স লিগের ক্লাব আল সাইলিয়াহ এবং কাতার জাতীয় দলের হয়ে আক্রমণভাগের খেলোয়াড় হিসেবে খেলেন।[১][২] তিনি মূলত বাম পার্শ্বীয় আক্রমণভাগের খেলোয়াড় হিসেবে খেললেও মাঝেমধ্যে ডান পার্শ্বীয় আক্রমণভাগের খেলোয়াড় এবং আক্রমণাত্মক মধ্যমাঠের খেলোয়াড়[ হিসেবে খেলেন।

২০১০ সালে, সালাহ কাতার অনূর্ধ্ব-২৩ দলের হয়ে কাতারের বয়সভিত্তিক পর্যায়ে অভিষেক করেছিলেন।[৩] প্রায় ৩ বছর যাবত কাতারের বয়সভিত্তিক দলের হয়ে খেলার পর, তিনি ২০১৩ সালে কাতারের হয়ে আন্তর্জাতিক পর্যায়ে অভিষেক করেছেন; কাতারের জার্সি গায়ে তিনি এপর্যন্ত ২ ম্যাচে অংশগ্রহণ করেছেন।

প্রারম্ভিক জীবন[সম্পাদনা]

মুহাম্মদ সালাহ আল নিল ১৯৯১ সালের ২০শে এপ্রিল তারিখে কাতারে জন্মগ্রহণ করেছেন এবং সেখানেই তার শৈশব অতিবাহিত করেছেন।

আন্তর্জাতিক ফুটবল[সম্পাদনা]

সালাহ কাতার অনূর্ধ্ব-২৩ দলের হয়ে খেলার মাধ্যমে কাতারের প্রতিনিধিত্ব করেছেন। কাতারের বয়সভিত্তিক দলের হয়ে তিনি প্রায় ৩ বছরে ৩ ম্যাচে অংশগ্রহণ করেছেন।

২০১৩ সালের ২১শে ডিসেম্বর তারিখে, ২২ বছর, ৮ মাস ও ১ দিন বয়সে, ডান পায়ে ফুটবল খেলায় পারদর্শী সালাহ বাহরাইনের বিরুদ্ধে অনুষ্ঠিত প্রীতি ম্যাচে অংশগ্রহণ করার মাধ্যমে আন্তর্জাতিক ফুটবলে কাতারের হয়ে অভিষেক করেছেন।[৪] উক্ত ম্যাচের ৪৬তম মিনিটে মধ্যমাঠের খেলোয়াড় আলি আসাদুল্লাহের বদলি খেলোয়াড় হিসেবে তিনি মাঠে প্রবেশ করেছিলেন;[৫] ম্যাচটি ১–১ গোলে ড্র করেছিল।[৬] কাতারের হয়ে অভিষেকের বছরে সালাহ সর্বমোট ১ ম্যাচে অংশগ্রহণ করেছেন।

পরিসংখ্যান[সম্পাদনা]

আন্তর্জাতিক[সম্পাদনা]

২৪ মার্চ ২০২২ পর্যন্ত হালনাগাদকৃত।
দল সাল ম্যাচ গোল
কাতার ২০১৩
২০১৯
সর্বমোট

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. "Al Sailiya"QSL। ২৩ মার্চ ২০২২। সংগ্রহের তারিখ ২৪ মার্চ ২০২২ 
  2. "الفريق الأول"نادي السيلية الرياضي – نادي السيلية الرياضي (আরবি ভাষায়)। ২০ ডিসেম্বর ২০২০। ৮ আগস্ট ২০২১ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৪ মার্চ ২০২২ 
  3. "Qatar U23 vs. Singapore U23 - 7 November 2010"Soccerway। ৭ নভেম্বর ২০১০। সংগ্রহের তারিখ ২৪ মার্চ ২০২২ 
  4. "Qatar vs. Bahrain - 21 December 2013"Soccerway। ২১ ডিসেম্বর ২০১৩। সংগ্রহের তারিখ ২৪ মার্চ ২০২২ 
  5. "Qatar - Bahrain 1:1 (Friendlies 2013, December)"worldfootball.net। সংগ্রহের তারিখ ২৪ মার্চ ২০২২ 
  6. Strack-Zimmermann, Benjamin (২১ ডিসেম্বর ২০১৩)। "Qatar vs. Bahrain"National Football Teams। সংগ্রহের তারিখ ২৪ মার্চ ২০২২ 

বহিঃসংযোগ[সম্পাদনা]