মুহাম্মদ নজিব আর-রুবাই

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
(মুহাম্মদ নজিব আর রুবাই থেকে পুনর্নির্দেশিত)
মুহাম্মদ নজিব আর রুবাই
ইরাকের প্রথম রাষ্ট্রপতি
কাজের মেয়াদ
১৪ জুলাই ১৯৫৮ – ৮ ফেব্রুয়ারি ১৯৬৩
প্রধানমন্ত্রীআবদুল করিম কাসেম
পূর্বসূরীদ্বিতীয় ফয়সাল (ইরাকের সর্বশেষ রাজা)
উত্তরসূরীআবদুস সালাম আরিফ
ব্যক্তিগত বিবরণ
জন্ম১৯০৪
মৃত্যু১৯৬৫
বাগদাদ, ইরাক
জাতীয়তাইরাকি
পেশাইরাকের রাষ্ট্রপতি (১৯৫৮-৬৩)
ধর্মইসলাম

মুহাম্মদ নজিব আর রুবাই (আরবি: محمد نجيب الربيعي) (also spelled Al-Rubai) (১৯০৪-১৯৬৫) ছিলেন ইরাকের প্রথম রাষ্ট্রপতি। তিনি ১৯৫৮ সালের ১৪ জুলাই থেকে ১৯৬৩ সালের ৮ ফেব্রুয়ারি দায়িত্বপালন করেন।[১]

১৯৫৮ সালে সংঘটিত অভ্যুত্থানে তিনি ও আবদুল করিম কাসেম অন্যতম নেতা ছিলেন।[২] এই বিদ্রোহে রাজা দ্বিতীয় ফয়সাল, ইরাক ক্ষমতাচ্যুত হন। ১৯৫৯ সালের ৭ অক্টোবর বিশ বছর বয়সী সাদ্দাম হোসেন তাকে হত্যার ব্যর্থ চেষ্টা চালান।

আবদুল করিম কাসেম প্রধানমন্ত্রী হওয়ার পর অধিকাংশ ক্ষমতা তার হাতে নেন। রুবাই রাষ্ট্রপ্রধান ও সার্বভৌমত্ব কাউন্সিলের চেয়ারম্যান হন। এই কাউন্সিলে প্রত্যেক সম্প্রদায় থেকে প্রতিনিধি ছিল। রুবাই সুন্নি সম্প্রদায়ের প্রতিনিধি ছিলেন।[তথ্যসূত্র প্রয়োজন]

১৯৬৩ সালে আবদুস সালাম আরিফের নেতৃত্বে সংঘটিত অভ্যুত্থানে কাসেম ক্ষমতাচ্যুত হন। আর রুবাই রাজনীতি থেকে অবসর নেন। তিনি ১৯৬৫ সালে মৃত্যুবরণ করেন।

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. Cahoon, Ben (২০০০)। "Iraq - Chronology" (web)। worldstatesmen.org। সংগ্রহের তারিখ ২০০৮-০৫-২৫ 
  2. "Iraq PROFILE"। U.S. Department of State। ২০০৮-০৫-১৬ তারিখে মূল (web) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০০৮-০৫-২৫ 
পূর্বসূরী
দ্বিতীয় ফয়সাল (ইরাকের রাজা)
ইরাকের রাষ্ট্রপতি
১৪ জুলাই ১৯৫৮ – ৮ ফেব্রুয়ারি ১৯৬৩
উত্তরসূরী
আবদুস সালাম আরিফ