বিষয়বস্তুতে চলুন

মুহাম্মদ ইকবাল চৌধুরী

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

মুহাম্মদ ইকবাল চৌধুরী (উর্দুঃ محمد اقبال چودھری‎ জন্মঃ ১৯৫৯ সালের ১১ই সেপ্টেম্বর) জৈব রসায়ন ক্ষেত্রে একজন পাকিস্তানি বিজ্ঞানী। তিনি রসায়নে প্রাকৃতিক উৎপাদ সম্পর্কিত বিভিন্ন ক্ষেত্রে তার গবেষণার জন্য পরিচিত। তিনি ৮০০ টিরও বেশি গবেষণা প্রকাশ করেছেন,[] যার মধ্যে ৩২ টি বই,[] এবং ২৪ টি পেটেন্ট রয়েছে। তিনি তামঘা-ই-ইমতিয়াজ, সিতারা-ই-ইমতিয়াজ এবং হিলাল-ই-ইমতিয়াজ পুরস্কার পেয়েছেন। ২০১৫ সালে তিনি পাকিস্তানের দ্বিতীয় সবচেয়ে কার্যক্ষম বিজ্ঞানী হিসেবে স্বীকৃতি পেয়েছেন।[] তার গবেষণার ভিত্তিতে ৭৩ জন শিক্ষার্থীকে প্রাকৃতিক উৎপাদ ও জৈব রসায়নের বিভিন্ন ক্ষেত্রে পিএইচডি ডিগ্রী প্রদান করা হয়েছে।[]

শিক্ষা ও পেশা

[সম্পাদনা]

তিনি ১৯৮৭ সালে জৈব রসায়নে এইচ.ই.জে. ইনস্টিটিউট থেকে পিএইচডি এবং ১৯৮৩ সালে পাকিস্তানের করাচি বিশ্ববিদ্যালয় থেকে এমএসসি ডিগ্রি লাভ করেন। তিনি রসায়ন, প্রাণরসায়ন এবং উদ্ভিদবিদ্যায় করাচি বিশ্ববিদ্যালয় থেকে বিএসসি ডিগ্রী অর্জন করেন। তারপর করাচি বিশ্ববিদ্যালয় থেকে জৈব রসায়নে "পাকিস্তানের কিছু ওষধি উদ্ভিদের উপর বিচ্ছিন্নতা এবং কাঠামোগত গবেষণা; বক্সাস প্যাপিলোসা, ক্যাথারানথাস রোসাস এবং সিসাম্পেলোস পারিরা" এই বিষয়ের উপর পিএইচডি ডিগ্রি লাভ করেন।[]

পরিদর্শক অনুষদ

[সম্পাদনা]

ইকবাল চৌধুরী এই বিশ্ববিদ্যালয়গুলোতে ভিজিটিং প্রফেসর হিসেবে কাজ করেছেনঃ

১. মালয়েশিয়া পাহাং বিশ্ববিদ্যালয়[]

২. রোড আইল্যান্ড বিশ্ববিদ্যালয়[]

৩. ইউনিভার্সিটি টেকনোলজি মারা[]

৪. ন্যাশনাল ইউনিভার্সিটি অফ মালয়েশিয়া[]

৫. বাদশাহ আব্দুল আজিজ বিশ্ববিদ্যালয়[]

৬. কিং সৌদ বিশ্ববিদ্যালয়

স্থায়ী অনুষদ

[সম্পাদনা]

চৌধুরী নিম্নুক্ত প্রতিষ্ঠানগুলোতে কাজ করেছেনঃ[১০]

১. এইচ.ই.জে রিসার্চ ইনস্টিটিউট অফ কেমিস্ট্রি এবং ডঃ পাঞ্জওয়ানি সেন্টার ফর মলিকুলার মেডিসিন অ্যান্ড ড্রাগ রিসার্চের অধ্যাপক

২. করাচি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক এমেরিটাস

৩. ইন্টারন্যাশনাল সেন্টার ফর কেমিক্যাল এন্ড বায়োলজিক্যাল সায়েন্সেস এর ডিরেক্টর

সম্মাননা

[সম্পাদনা]

জৈব রসায়ন ক্ষেত্রে চৌধুরীর অবদান তাকে জাতীয় ও আন্তর্জাতিক বিভিন্ন দেশের বেসামরিক পুরস্কার প্রাপক করে তোলে যা নিম্নে দেওয়া হলঃ

১. তামঘা-ই-ইমতিয়াজ (১৯৯৯)।

২. সিতারা-ই-ইমতিয়াজ (২০০১)।

৩. ২০০৪ সালে এইচইসির বিশিষ্ট জাতীয় অধ্যাপক।

৪. হিলাল-ই-ইমতিয়াজ (২০০৭)

৫. ২০১০ সালে রসায়নে কমস্টেক পুরস্কার

৬. ১৯৯৪ সালে টিওয়াস পুরস্কার

৭. ২০০৬ সালে খোয়ারিজমি আন্তর্জাতিক পুরস্কার।

৮. ২০০৬ সালে অর্থনৈতিক সহযোগিতা সংস্থা পুরস্কার।

ফেলোশিপ

[সম্পাদনা]

১. ফুলব্রাইট প্রোগ্রামের ফেলো

২. ইসলামিক ওয়ার্ল্ড একাডেমী অফ সায়েন্সেস-এর ফেলো

প্রকাশনা

[সম্পাদনা]

মুহাম্মদ ইকবাল চৌধুরীর শীর্ষ তেরোটি প্রকাশনার নিম্নরূপঃ

১. নিউ কোলিনেস্টারেজ-ইনহিবিটিং স্টেরয়েডাল অ্যালকালয়েডস ফ্রম সার্কোকক্কা সালিনা।

২. নিউ α-গ্লুকোসিডেজ ইনহিবিটর ফ্রম এ মঙ্গোলিয়ান মেডিসিনাল প্ল্যান্ট ফিরোলা মঙ্গোলিকা

৩. এন্টিব্যাকটেরিয়াল স্টেরয়েডাল অ্যালকালয়েডস ফ্রম সার্কোকোক্কা সালিনা

৪. জোয়ানথামিনোন, এ নিউ ট্রাইটারপেনইডাল অ্যালকালয়েড ফ্রম মেরিন জোয়ান্থিড

৫. ফাইভ নিউ স্টেরিওডাল অ্যালকালয়েডসঃ ফ্রম বাক্সাস প্যাপিলসা, সাম রিলেশনশিপস বিটউইন স্ট্রাকচারস অ্যান্ড স্পেসিফিক রোটেশন্স

৬. সোল্ভিং প্রবলেমস উইথ নিউক্লিয়ার ম্যাগনেটিক রেজোন্যান্স স্পেকট্রোস্কোপি

৭. ম্যাক্রোক্সিন - এ নোভেল অক্সিনডোল অ্যালকালয়েড ফ্রম আলস্টনিয়া ম্যাক্রোফিলা

৮. নিউ কোলিনেস্টারেজ-ইনহিবিটিং বিসবেনজলিসোকুইনোলাইন অ্যালকালয়েডস ফ্রম কক্কালাস পেন্ডুলাস

৯. বক্সাপাপিলিনিন – এ নোভেল অ্যালকালয়েড ফ্রম দ্যা লিভস অফ বাক্সাস প্যাপিলসা

১০. অ্যালকালয়েডস ফ্রম রাযিয়া স্ট্রিকটা

১১. ফিনাইল পলিপ্রোপানয়েডস ফ্রম লিন্ডেলোফিয়া স্টাইলোসা

১২. স্ট্রাকচার ইলুসিডেশন অ্যান্ড এন্টিব্যাকটেরিয়াল এক্টিভিটি অফ নিউ ফাংগাল মেটাবোলাইটস অফ স্ক্লারেয়ল

১৩. হাইড্রোক্সিলেশন অফ দ্যা সেস্টারটারপিন লিউকোসেপ্ট্রাইন বাই দ্যা ফাংগাস রাইজোফাস স্টোলোনিফার

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. "Clarivate Analytics - Web Of Science"web.archive.org। ২০১৬-১১-১৮। Archived from the original on ২০১৬-১১-১৮। সংগ্রহের তারিখ ২০২০-১০-২৯ 
  2. "Wayback Machine" (পিডিএফ)web.archive.org। ২০১৬-০৮-০৬। Archived from the original on ২০১৬-০৮-০৬। সংগ্রহের তারিখ ২০২০-১০-২৯ 
  3. "PCST declares KU professor most productive scientist of Pakistan"web.archive.org। ২০১৬-০৫-০৮। Archived from the original on ২০১৬-০৫-০৮। সংগ্রহের তারিখ ২০২০-১০-২৯ 
  4. "IAS » Prof. Muhammad Iqbal Choudhary"www.iasworld.org। ২০২০-০৯-২৯ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০২০-১০-২৯ 
  5. (পিডিএফ) https://www.ump.edu.my/files/annual-report/ump-annual-report-2012.pdf  |শিরোনাম= অনুপস্থিত বা খালি (সাহায্য)[স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]
  6. "Renowned Pakistani scientist to visit URI Sept. 20-24" (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০২০-১০-২৯ 
  7. (পিডিএফ) https://hea.uitm.edu.my/.../DATA%20WEB%202012-LUAR%20NEGARA.pdf  |শিরোনাম= অনুপস্থিত বা খালি (সাহায্য)[স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]
  8. (পিডিএফ) https://ewarga4.ukm.my/ewarga/pdf/062011/13-42.pdf  |শিরোনাম= অনুপস্থিত বা খালি (সাহায্য)
  9. Page, Main। "Prof Zahed receives prominent scholar"www.kau.edu.sa (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০২০-১০-২৯ 
  10. Safder, Waqas (২০১২-১১-২৮)। "ICCBS-KU, DATS Education Trust of Mauritius ink MoU"The News Tribe (ইংরেজি ভাষায়)। ২০২১-১১-১৯ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০২০-১০-২৯