বিষয়বস্তুতে চলুন

মুশেত

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
মুশেত
ফরাসি পোস্টার
ফরাসি: Mouchette
পরিচালকরোবের ব্রেসোঁ
প্রযোজকআনাতল দোমঁ
রচয়িতারোবের ব্রেসোঁ
উৎসজর্জ বেরনঁস কর্তৃক 
মুশেত
শ্রেষ্ঠাংশে
  • নাদিন নর্তিয়ে
  • জঁ-ক্লোদ গিলবের
সুরকারজঁ উয়েনে
চিত্রগ্রাহকগিসলাঁ ক্লকে
সম্পাদকরেমঁ লামি
পরিবেশকইউজিসি / সিএফডিসি
মুক্তি
  • ২৬ অক্টোবর ১৯৬৭ (1967-10-26)
স্থিতিকাল৮১ মিনিট
দেশফ্রান্স
ভাষাফরাসি

মুশেত (ফরাসি: Mouchette) হল রোবের ব্রেসোঁ পরিচালিত ১৯৬৭ সালের ফরাসি বিয়োগান্ত চলচ্চিত্র। এতে শ্রেষ্ঠাংশে অভিনয় করেন নাদিন নর্তিয়ে ও জঁ-ক্লোদ গিলবের। এটি জর্জ বেরনঁসের একই নামের উপন্যাস অবলম্বনে নির্মিত।[] ব্রেসোঁ এই উপন্যাস বাছাই প্রসঙ্গে বলেন, "আমি এতে কোন মনস্তত্ত্ব বা বিশ্লেষণ পাইনি। বইটির উপকরণ ব্যবহারযোগ্য মনে হয়েছে। এটি ছাঁকা যায়।"[]

চলচ্চিত্রটি ১৯৬৭ সালের কান চলচ্চিত্র উৎসবে প্রদর্শিত হয় এবং সেখানে ওসিআইসি (ইন্টারন্যাশনাল ক্যাথলিক অর্গানাইজেশন ফর সিনেমা অ্যান্ড অডিওভিজ্যুয়াল) পুরস্কার লাভ করে।[] সাইট অ্যান্ড সাউন্ড ম্যাগাজিনের জরিপে সমালোচকদের ভোটে ১৯৭২ সালে এটি শীর্ষ ২০ এ ছিল এবং ২০১২ সালের জরিপে পরিচালকদের ভোটে ১০৭তম ও সমালোচকদের ভোটে ১১৭তম স্থান লাভ করে।

অভিনয়শিল্পীদল

[সম্পাদনা]
  • নাদিন নর্তিয়ে - মুশেত
  • জঁ-ক্লোদ গিলবের - আর্সেন
  • মারি কার্দিনাল - মা
  • পোল এবার - বাবা
  • জঁ ভিমেনে - মাতিও
  • মারি সুসিনি - মাতিওর স্ত্রী
  • সুজান উগেনাঁ
  • মারিন ত্রিচে - লুইসা
  • রেমঁ শাব্রাঁ - মুদি দোকানদার

নির্মাণ

[সম্পাদনা]

ব্রেসোঁ তার চলচ্চিত্রে অপেশাদার অভিনয়শিল্পীদের নিয়ে কাজ করতেন এবং তিনি পূর্বে কখনও কাজ করেননি এমন অভিনয়শিল্পীদের বাছাই করতেন। এই চলচ্চিত্রে একমাত্র ব্যতিক্রম ছিলেন জঁ-ক্লোদ গিলবের, যিনি এর পূর্বে ব্রেসোঁর পরিচালিত ও আজার বালতাজার চলচ্চিত্রে অভিনয় করেন।[] এই চলচ্চিত্রে নির্মাণকালে নাদিন নর্তিয়ে'র বয়স ছিল ১৮ বছর ও তিনি প্যারিসে একটি ব্যাংকে কেরানি হিসেবে কাজ করতেন এবং তার প্রকৃত নাম নর্তিয়ে নয়।

সমাদর

[সম্পাদনা]

চলচ্চিত্রটি ১৯৬৭ সালের কান চলচ্চিত্র উৎসব থেকে ওসিআইসি (ইন্টারন্যাশনাল ক্যাথলিক অর্গানাইজেশন ফর সিনেমা অ্যান্ড অডিওভিজ্যুয়াল) পুরস্কার এবং ভেনিস চলচ্চিত্র উৎসব থেকে পাসিনেত্তি পুরস্কার লাভ করে।[]

পর্যালোচনা সংগ্রাহক ওয়েবসাইট রটেন টম্যাটোসে ২৭ জন সমালোচকের পর্যালোচনার ভিত্তিতে চলচ্চিত্রটির রেটিং ৮৯%। ওয়েবসাইটটির সমালোচকদের মতামতে বলা হয়, "শুধু দেখার অভিজ্ঞতাই নয়, রোবের ব্রেসোঁর অসামান্য দক্ষতার প্রদর্শনের জন্য উল্লেখযোগ্য মুশেত ভয়ংকর সৌন্দর্যের সাথে গম্ভীর বর্ণনাকে জোরালো করে তুলে।[] দ্য নিউ ইয়র্ক টাইমস-এর এ. এইচ. ওয়াইলার লিখেন, "কৃষক পরিবারের এক কিশোরীর প্রেমহীন বিয়োগান্তে ফরাসি পরিচালক-লেখক বঞ্চিত ও প্রত্যাখ্যাতদের প্রতি তার সত্যিকারের শৈল্পিক নিষ্ঠা থেকে উদ্ভূত রহস্যগুলোকে আরও বৃদ্ধি করেন।"[]

মুশেত-কে অনেক সমালোচক ব্রেসোঁর ভালো চলচ্চিত্রের একটি বলে গণ্য করেন।[] সুয়েডীয় পরিচালক ইংমার বারিমান চলচ্চিত্রটির প্রশংসা করেন। রুশ চলচ্চিত্র নির্মাতা আন্দ্রেই তার্কভ্‌স্কি তার সর্বকালের প্রিয় দশটি চলচ্চিত্রের একটি হিসেবে তালিকাভুক্ত করেন। সাইট অ্যান্ড সাউন্ড ম্যাগাজিনের জরিপে সমালোচকদের ভোটে ১৯৭২ সালে এটি শীর্ষ ২০ এ ছিল এবং ২০১২ সালের জরিপে পরিচালকদের ভোটে ১০৭তম ও সমালোচকদের ভোটে ১১৭তম স্থান লাভ করে।[]

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. 1 2 সাদুল, জর্জ (১৯৭২)। Dictionary of films। বার্কলি: ইউনিভার্সিটি অব ক্যালিফোর্নিয়া প্রেস। পৃ. ২২৮। আইএসবিএন ৯৭৮০৫২০০২১৫২৫
  2. "Festival de Cannes: Mouchette"festival-cannes.com। সংগ্রহের তারিখ ৭ জুলাই ২০২৫
  3. কানিন, জোসেফ (২০০৪)। Robert Bresson: A Spiritual Style in Film। ব্লুমসবেরি একাডেমিক। পৃ. ১১৮। আইএসবিএন ৯৭৮০৮২৬৪১৬০৫৬
  4. "Mouchette (1967) awards & festivals on MUBI"মুবি.কম। সংগ্রহের তারিখ ৯ জুলাই ২০২৫
  5. Mouchette (1967) (ইংরেজি ভাষায়), সংগ্রহের তারিখ ৯ জুলাই ২০২৫
  6. ওয়াইলার, এ. এইচ. (২১ সেপ্টেম্বর ১৯৬৮)। "'Mouchette,' Story of the Loveless Tragedy of a Peasant Girl"দ্য টাইমস অব ইন্ডিয়া। সংগ্রহের তারিখ ৯ জুলাই ২০২৫
  7. "Robert Bresson's Acclaimed Films"। দে শুট পিকচার্স, ডোন্ট দে। ১৪ সেপ্টেম্বর ২০১৯ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ৯ জুলাই ২০২৫
  8. "Votes for Mouchette (1966)"ব্রিটিশ ফিল্ম ইনস্টিটিউট। ১৫ সেপ্টেম্বর ২০১৬ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ৯ জুলাই ২০২৫

বহিঃসংযোগ

[সম্পাদনা]