মুবারক আল-নাবী

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

মুবারক আল-নাবী (পুরোনাম: মুবারক সুলতান ফারাজ আল-নাবী ) (জন্ম: ৩০ ডিসেম্বর ১৯৭৭) হলেন একজন কাতারি ক্রীড়াবিদ, যিনি ৪০০ মিটার হার্ডেলের জন্য বিখ্যাত। তিনি অলিম্পিকে লং জাম্পার আবদুর রহমান আল-নাবীর ভাই। নাবী ২০০০ সালে সিডনি অলিম্পিকে তার দেশ কাতারের হয়ে প্রতিনিধিত্ব করেন। এছাড়াও তিনি ১৯৯৭ ও ২০০৩ সালে বিশ্ব চ্যাম্পিয়নসশিপ ইন অ্যাথলেটিক্স এ দেশের হয়ে অংশ নেন। নাবী আইএএএফ বিশ্বকাপে দুইবার রৌপ্য পদক জিতেন। আঞ্চলিক পর্যায়ে, তিনি এশিয়ান অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নসশিপ ৪০০ মিটার হার্ডেলে তিনবার স্বর্ণপদক লাভ করেন। এছাড়াও তিনবার এশিয়ান গেমসে অংশগ্রহণ করেন এবং ২০০২ সালে রানার্স আপ হন। মুবারাক নাবী গাল্ফ কো-অপারেশন কাউন্সিল অ্যাথলেটিক্স চ্যাম্পিনয়নশিপ ও আরব অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নসশিপে অংশ নিয়ে পদক লাভ করেন। কাতারের হয়ে তার ব্যক্তিগত সর্বোচ্চ রেকর্ড হলো, ৪৮.১৭ সেকেন্ডস।[১]

আন্তর্জাতিক প্রতিযোগিতা[সম্পাদনা]

মুবারক নাবী ১৯৯৪ সালে এশীয় জুনিয়র চ্যাম্পিয়নসশিপে ৪০০ মিটার হার্ডেলে এবং ১৯৯৫ সালে এশীয় চ্যাম্পিয়নসশিপ উভয়েই প্রথম স্থান অর্জন করেন। এছাড়াও তিনি বিশ্ব জুনিয়র চ্যাম্পিয়নসশিপ, বিশ্ব চ্যাম্পিয়নসশিপ, এশীয় চ্যাম্পিয়নসশিপসহ বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণ করে প্রথম স্থান লাভ করেন। সর্বশেষ তিনি ২০১০ সালে এশিয়ান গেমসে অষ্টম হন।[১]

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. Mubarak Sultan Al-Nubi Faraj ওয়েব্যাক মেশিনে আর্কাইভকৃত ১৮ এপ্রিল ২০২০ তারিখে. Sports Reference. Retrieved on 2013-11-02.

বহিঃসংযোগ[সম্পাদনা]