মুজিবুর রহমান (কমোডর)
মুজিবুর রহমান | |
|---|---|
| মৃত্যু | ২৭ জুলাই ২০২১ ওকভিল, অন্টারিও, কানাডা |
| আনুগত্য | |
| সেবা/ | |
| কার্যকাল | ১৯৫৭ - ১৯৮৭ |
| পদমর্যাদা | |
| নেতৃত্বসমূহ |
|
| অন্য কাজ | বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি |
মুজিবুর রহমান ছিলেন একজন বাংলাদেশ নৌবাহিনীর কমডোর, কূটনীতিক এবং বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রাক্তন সভাপতি।[১][২]
কর্মজীবন
[সম্পাদনা]মুজিবুর রহমান ব্রিটিশ নৌবাহিনীতে প্রশিক্ষণ গ্রহণ করেন এবং পাকিস্তান নৌবাহিনীতে সাবমেরিন ইউনিটে কর্মরত ছিলেন।[৩] বাংলাদেশের স্বাধীনতার পর তিনি বাংলাদেশ নৌবাহিনীতে যোগ দেন।[৩] তিনি শিপিং অধিদপ্তরের মহাপরিচালক হিসেবে দায়িত্ব পালন করেন।[৩] তিনি বাংলাদেশ শিপিং কর্পোরেশনের চেয়ারম্যান ছিলেন।[৩]
মুজিবুর রহমান মেরিলিবোন ক্রিকেট ক্লাব-এর সদস্য ছিলেন।[৩] ১৯৭৯ সালে তিনি বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের ম্যানেজার ছিলেন।[৪] তিনি ২৮ সেপ্টেম্বর ১৯৮১ থেকে ৩০ জানুয়ারি ১৯৮৩ পর্যন্ত বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি ছিলেন।[১][৩] ১৯৮৬ সালে তিনি লিবিয়ায় বাংলাদেশের রাষ্ট্রদূত থেকে ব্রাজিলে বাংলাদেশের রাষ্ট্রদূত হিসেবে নিযুক্ত হন।[৩][৫]
মৃত্যু
[সম্পাদনা]২০২১ সালের ২৭ জুলাই কানাডার ওকভিল-এর ওয়েস্ট ওক ভিলেজ লং-টার্ম কেয়ার হোমে মুজিবুর রহমান মারা যান।[৩][৬]
তথ্যসূত্র
[সম্পাদনা]- 1 2 "সাবেক বিসিবি সভাপতি মুজিবুর রহমান মারা গেছেন"। The Business Standard (ইংরেজি ভাষায়)। ২৮ জুলাই ২০২১। সংগ্রহের তারিখ ১১ জানুয়ারি ২০২৪।
- ↑ "বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রাক্তন সভাপতিরা"। www.tigercricket.com.bd। সংগ্রহের তারিখ ১১ জানুয়ারি ২০২৪।
- 1 2 3 4 5 6 7 8 "মুজিবুর রহমান | শোক সংবাদ | স্মৃতির ভাগাভাগি"। www.arbormemorial.ca। সংগ্রহের তারিখ ১১ জানুয়ারি ২০২৪।
- ↑ ডেইলি সান (জুলাই ২০২১)। "সাবেক বিসিবি সভাপতি কমডোর মুজিব আর নেই"। ডেইলি সান (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ১১ জানুয়ারি ২০২৪।
- ↑ নিকট প্রাচ্য/দক্ষিণ এশিয়া প্রতিবেদন (ইংরেজি ভাষায়)। ফরেন ব্রডকাস্ট ইনফরমেশন সার্ভিস। ১৯৮৬।
- ↑ "সাবেক বিসিবি সভাপতি মুজিবুর রহমান মারা গেছেন"। দ্য ডেইলি স্টার (ইংরেজি ভাষায়)। ২৮ জুলাই ২০২১। সংগ্রহের তারিখ ১১ জানুয়ারি ২০২৪।
| বাংলাদেশী কূটনীতিবিদ বিষয়ক এই নিবন্ধটি অসম্পূর্ণ। আপনি চাইলে এটিকে সম্প্রসারিত করে উইকিপিডিয়াকে সাহায্য করতে পারেন। |