মুগীরা ইবনে নাওফাল

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

মুগীরা ইবনে নাওফাল ইবনে আল হারিস (৫৫৫-৬৭৫) মুহাম্মাদ এর একজন সাহাবা ছিলেন। যিনি মুহাম্মাদ এর নাতনী উমামা বিনতে আবিল আসকে বিবাহ করেছিলেন।[১] এই ঘরে ইয়াহইয়া নামে একটি সন্তান জন্মগ্রহণ করে। এই জন্য মুগীরা, আবু ইয়াহইয়া নামেও পরিচিত ছিলেন।

বংশ পরিচয়[সম্পাদনা]

মুগীরা ইবনে নাওফালের পিতার নাম নাওফাল ইবনে আল হারিস এবং মাতার নাম যাওজে দাদার নাম আল হারিস ইবনে আবদুল মুত্তালিব[২]

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. LLC, Revolvy। ""Al-Mughira ibn Nawfal ibn al-Harith" on Revolvy.com"www.revolvy.com (ইংরেজি ভাষায়)। ২০১৯-১১-২৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০১৯-১১-২৮ 
  2. "Mugheera bin Naufal bin al-Haarith"geni_family_tree। সংগ্রহের তারিখ ২০১৯-১১-২৮