মুক্ত বাংলা (পবিপ্রবি)
| মুক্ত বাংলা | |
|---|---|
| জয় বাংলা (৩০ মার্চ, ২০১১ – ২৫ মার্চ, ২০২৫) | |
প্রশাসন ভবনের সামনে 'মুক্ত বাংলা' | |
| শিল্পী | হামিদুজ্জামান খান |
| বছর | ৩০ মার্চ, ২০১১ |
| মাধ্যম | মরিচাবিহীন ইস্পাত |
| উপজীব্য | বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ |
| অবস্থান | দুমকি উপজেলা |
| ২২°২৭′৫১″ উত্তর ৯০°২২′৫৬″ পূর্ব / ২২.৪৬৪০৬৯° উত্তর ৯০.৩৮২৩৩৮১° পূর্ব | |
| মালিক | পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় |
মুক্ত বাংলা বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের স্মারক ভাস্কর্য। হামিদুজ্জামান খানের নকশার নির্মিত ভাস্কর্যটি মরিচাবিহীন ইস্পাত দিয়ে বানানো প্রতীকী মুক্তিযোদ্ধার মুর্তি।[১] পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের 'বিজয়-২৪' সড়কের পাশে প্রশাসনিক ভবনের প্রধান চত্বরে স্থাপিত।[২][৩] ২০১১ সালের ৩০ মার্চ এটির আনুষ্ঠানিক উন্মোচন করা হয়।[১] এটির প্রাথমিক নাম জয় বাংলা স্লোগান থেকে গৃহীত।[৪] ২০২৫ সালের ২৫ মার্চ, নাম পরিবর্তন করে 'জয় বাংলা' থেকে 'মুক্ত বাংলা' করা হয়।[৩]
নির্মাণ
[সম্পাদনা]পটুয়াখালী জেলায় মুক্তিযুদ্ধের গুরুত্বপূর্ণ কোনো স্মারক স্থাপনা না থাকায় ২০১১ সালে বিশ্ববিদ্যালয়ে ভাস্কর্য নির্মাণের উদ্যোগ নেওয়া হয়।[১] ২০১১ সালে ভাস্কর্যটি নির্মাণে ৮ লাখ টাকা ব্যয় হয়। বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন ৬ লাখ ও জনতা ব্যাংক ২ লাখ টাকা অর্থায়ন করে।[৫] মূল মুর্তিটি মরিচাবিহীন ইস্পাত দিয়ে তৈরি করা হয়েছে।[১] লাল সিরামিক ইট দিয়ে এর প্রাথমিক দুইধাপ বেস্টনী দেওয়া হয়েছে। মুর্তির বেদি আচ্ছাদনে কালো গ্রানাইট ব্যবহার হয়েছে।[১]
বর্ণনা
[সম্পাদনা]জয় বাংলা ২২ ফুট উচ্চতার ভাস্কর্য যার পাদদেশ দুই ধাপে ইট দিয়ে ঘেরা।[৪] ৪০ ফুট দৈর্ঘ্য ও ৩০ ফুট প্রস্থ বিশিষ্ট প্রাথমিক ধাপ ১৫ ইঞ্চি সিরামিক ইট বেস্টিত। তার উপর একই ইট বেস্টিত ২২ ফুট দৈর্ঘ্য ও ১৬ ফুট প্রস্থ দ্বিতীয় ধাপের অবস্থান। এধাপের উপর বেদিতে একজন প্রতীকী মুক্তিযোদ্ধার বিপ্লবী মুর্তি স্থাপিত।[১] তার কাঁধে পিঠে ঝুলন্ত রাইফেল, গামছা দিয়ে পেচানো উন্নত শীর, দুই হাতে উচিয়ে ধরেছেন বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের সময় ব্যবহৃত জাতীয় পতাকা।[৪]
তথ্যসূত্র
[সম্পাদনা]- 1 2 3 4 5 6 হোসেন, মো. নাঈম (১ ডিসেম্বর ২০১৮)। "পবিপ্রবিতে বিজয়ের অনুপ্রেরণা 'জয় বাংলা'"। এনটিভি অনলাইন। সংগ্রহের তারিখ ২০ সেপ্টেম্বর ২০২৪।
- ↑ "পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস"। দুমকি উপজেলা আনুষ্ঠানিক তথ্য বাতায়ন। ১৫ জুন ২০২২ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ২০ সেপ্টেম্বর ২০২৪।
- 1 2 "পবিপ্রবি'র 'জয়বাংলা' চত্ত্বর এখন 'মুক্ত বাংলা'"। একুশে বার্তা। ২৫ মার্চ ২০২৫। সংগ্রহের তারিখ ৭ জুলাই ২০২৫।
- 1 2 3 হোসেন, মোঃ রেদোয়ান (২ ফেব্রুয়ারি ২০২০)। "জয় বাংলা ॥ ক্যাম্পাস ভাস্কর্য"। দৈনিক জনকণ্ঠ। সংগ্রহের তারিখ ২০ সেপ্টেম্বর ২০২৪।
- ↑ প্রিন্স, মুজাহিদ (৩১ মার্চ ২০১১)। "মুক্তিযুদ্ধের স্মৃতি ভাস্কর্য 'জয় বাংলা'"। বাংলানিউজটোয়েন্টিফোর.কম। ২০ সেপ্টেম্বর ২০২৪ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ২০ সেপ্টেম্বর ২০২৪।