মুকিম আহমেদ

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
মুকিম আহমেদ
জন্ম (1954-09-01) ১ সেপ্টেম্বর ১৯৫৪ (বয়স ৬৯)
জাতীয়তাব্রিটিশ
শিক্ষাউৎপাদন প্রকৌশলী
পেশাউদ্যোক্তা
উল্লেখযোগ্য কর্ম
ক্যাফে নাজ রেস্টুরেন্ট (Café Naz restaurants)

মুকিম আহমেদ (জন্মঃ ১লা সেপ্টেম্বর ১৯৫৪) হচ্ছেন একজন বাংলাদেশি বংশোদ্ভুত ব্রিটিশ উদ্যোক্তা।[১] তাকে ব্রিক লেনের প্রথম ক্রোড়পতি মনে করা হয়।[২][৩]

জীবনী[সম্পাদনা]

আহমেদ ১৯৭০ সালের প্রথম দিকে ১৯ বছর বয়সে ইস্ট-লন্ডনে প্রকৌশল বিষয়ে পড়াশুনা করার জন্য যান। অধ্যয়ন শেষে বাংলাদেশে ফিরে এসে তাদের পারিবারিক ব্যবসায়ে যোগ দেয়া তার উদ্দেশ্য ছিল।[৪]

সাউথ-ওয়েস্ট লন্ডনের একটি ব্যাকারি এবং প্রস্তুত-খাবারের ফ্যাক্টরিতে ২ মিলিয়ন পাউন্ড বিনিয়োগ করে তার সম্পদের সাথে আহমেদ একটি খাদ্য-প্রস্তুতকারী প্রতিষ্ঠান এবং রেস্টুরেন্টের সদর দফতর খুলছেন। ইস্ট-লন্ডনের ব্রিক লেন এলাকায় তার কাজের মাধ্যমে পরিবর্তন আনার জন্য তিনি সুপরিচিত। পরবর্তীতে তিনি তার বাবাকে ব্রিটেন এবং নেদারল্যান্ডস থেকে বাংলাদেশে পণ্য রপ্তানির কাজে সাহায্য করতেন। তিনি সম্পত্তি-মালিকানা ব্যবসায় চলে আসেন এবং ২৬ বছর বয়সে ক্রোড়পতি হয়ে যান। তার ৩০ মিলিয়ন পাউন্ডের সম্পতি রয়েছে, যেখানে তার ক্যাফে নাজ(Café Naz) রেস্টুরেন্টসমূহ বছরে ৩.৫ মিলিয়ন পাউন্ড উপার্জন করে। তার অন্য একটি আগ্রহ হচ্ছে ভ্রমণ সংস্থা অন্তর্ভুক্ত করা।[৪]

আহমেদ ইউনিভার্সিটি অব লন্ডনের একজন সভ্যও।[৪]

আরো দেখুন[সম্পাদনা]

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. "Muquim Ahmed"Sunday Times। এপ্রিল ৬, ২০০৯। জুলাই ১৩, ২০২০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ জুলাই ১১, ২০২০ 
  2. "Aggressive curry touts are killing Brick Lane, claims restaurant boss"London Evening Standard। অক্টোবর ৪, ২০১২। 
  3. "MUQUIM AHMED Hard - Slog Millionaire!"Currylife Magazine (ইংরেজি ভাষায়)। ২০২১-০৪-২১। ২০২২-০৬-৩০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০২২-০৭-১৫ 
  4. "Focus: Immigrant Britain"The Sunday Times। ১৯ ফেব্রুয়ারি ২০০৬। ১২ জুন ২০১১ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৬ এপ্রিল ২০০৯ 

বহিঃসংযোগ[সম্পাদনা]