বিষয়বস্তুতে চলুন

মুকাসসির ইবনে ঈসা

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

মুকাসসির ইবনে 'ঈসা ইবনে ফুলায়তাহ আল-হাসানি আল-আলাউয়ী ( আরবি: مكثر بن عيسى بن فليتة الحسني العلوي  ; মৃত্যু: ১২০৩-১২০৪) শরিফীয় হাওয়াশিম রাজবংশের শেষ আমির ছিলেন। তিনি ১১৭৬ থেকে ১২০৩ সালের মধ্যে কমপক্ষে তিনবার রাজত্ব করেছিলেন।

মুকাসসিরের পূর্ণ বংশ পরিচয় হলো: মুকাত্থির ইবনে ঈসা ইবনে ফুলায়তা ইবনে কাসিম ইবনে আবি হাশিম মুহাম্মাদ। তিনি মুহাম্মদের নাতি হাসান ইবনে আলীর নাসাব (পৈতৃক বংশ)ছিলেন। ২ শা'বান ৫৭০ হিজরিতে ( আনু.৫ মার্চ ১১৭৫ ) মুকাসসিরের বাবা মারা যান এবং তার ভাই দাউদ মক্কার আমির হন। এক বছরেরও কম সময় পরে, ৫৭১ হিজরির ১৫ রজব রাতে ( আনু.৫ ফেব্রুয়ারি ১১৭৬ ), মুকাসসির তার ভাইকে ক্ষমতাচ্যুত করেন এবং আমিরাত গ্রহণ করেন। ১৫ শা'বান ৫৭১ হিজরিতে ( আনু.৬ মার্চ ১১৭৫ ) সালাহউদ্দিনের ভাই তুরানশাহ সিরিয়া যাওয়ার পথে মক্কায় পৌঁছান। তিনি মুকাসসির ও দাউদকে ডেকে পাঠালেন এবং তাদের মধ্যে শান্তি স্থাপন করলেন। সেই বছরের যিলহজ্জ মাসে (১১৭৬ সালের জুন) ইরাকি আমির আল-হাজ্জ তাশতাকিন আল-মুসতানজাদী খলিফার কাছ থেকে মুকাত্সিরকে ক্ষমতাচ্যুত করার নির্দেশ নিয়ে আসেন। ১৩ জিলহজ্জ (প্রায় ৩০ জুন ১১৭৬) লড়াই শুরু হয় এবং ১৬ জিলহজ্জ (প্রায় ৩ জুলাই ১১৭৬) পর্যন্ত চলে। অবশেষে মুকাসসির আবু কুবাইস পর্বতে তার দুর্গ আত্মসমর্পণ করে মক্কা ত্যাগ করেন। তাশতাকিন মদিনার আমির কাসিম ইবনে মুহান্নাকে আমিরাতের তত্ত্বাবধানের দায়িত্ব দিয়েছিলেন। কিন্তু মাত্র তিন দিন পরে তিনি মুকাসসিরের প্রতিশোধের ভয়ে দাউদের কাছে ক্ষমতা হস্তান্তর করেছিলেন বলে জানা গেছে। পরের বছর, ৫৭২ হিজরিতে (১১৭৬–১১৭৭) মুকাসসির আবার দাউদকে সরিয়ে দিয়ে আমির হন বলে জানা যায়।

এক পর্যায়ে আমিরাত দাউদের কাছে ফিরে আসে। যেমন আল-যাহাবী বর্ণনা করেছেন যে দাউদ ৫৮৭ হিজরিতে (১১৯১-১১৯২) আমির ছিলেন। তিনি লিখেছেন যে, সেই বছর দাউদ কাবার সম্পদ লুট করে নিয়েছিলেন এবং কালো পাথরের রূপার আবরণ খুলে ফেলেছিলেন। আমির আল-হজ্জ এলে তিনি দাউদকে ক্ষমতাচ্যুত করেন এবং মুকাসসিরকে আবার আমির হিসেবে অধিষ্ঠিত করেন। দাউদ ৫৮৯ হিজরিতে (১১৯৩) মারা যান। কাতাদাহ ইবনে ইদ্রিস মক্কা জয় না করা এবং হাওয়াশিমের রাজত্বের অবসান না হওয়া পর্যন্ত মুকাসসির কোনো বাধা ছাড়াই রাজত্ব করেন। বিভিন্ন প্রতিবেদন অনুসারে, কাতাদাহর মক্কা দখলের ঘটনাটি ৫৯৭ থেকে ৫৯৯ হিজরির মধ্যে (১২০০ থেকে ১২০৩ সালের মধ্যে) ঘটেছিল। ইবন মাহফুজের মতে, ৫৯৭ হিজরিতে (১২০০–১২০১) হানজালা ইবন কাতাদা মক্কা আক্রমণ করলে মুকাসসির ওয়াদি নাখলা এলাকায় পালিয়ে যান এবং ৬০০ হিজরিতে (১২০৩–১২০৪) সেখানে মারা যান।[]

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. Ibn Fahd, ‘Izz al-Dīn ‘Abd al-‘Azīz ibn ‘Umar ibn Muḥammad (১৯৮৬)। Ghāyat al-marām bi-akhbār salṭanat al-Balad al-Ḥarām غاية المرام بأخبار سلطنة البلد الحرام (Arabic ভাষায়) (1st সংস্করণ)। Jāmi‘at Umm al-Qurá, Markaz al-Baḥth al-‘Ilmī wa-Iḥyā’ al-Turāth al-Islāmī, Kullīyat al-Sharīʻah wa-al-Dirāsāt al-Islāmīyah। পৃ. ৫৩৮–৫৪৪।{{বই উদ্ধৃতি}}: উদ্ধৃতি শৈলী রক্ষণাবেক্ষণ: অচেনা ভাষা (লিঙ্ক)