মীর (পদবি)

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
(মীর (পদবী) থেকে পুনর্নির্দেশিত)

মীর বা মির (মীর مير) একটি রাজকীয় পদবি বা রাজদত্ত পদবি যা পাক-ভারত উপমহাদেশের অনেক অঞ্চলে বা রাজ্যে ব্যবহৃত হয়ে থাকে। ইসলামিক প্রভাবের বিভিন্ন দেশ বা রাজ্যে এই পদবি ব্যবহৃত হয়ে থাকে। হায়দারাবাদের নিজামদের পদবি ছিল মীর। মীর শব্দটিকে ফার্সি শব্দ "পীর" এর আরবি পরিভাষা হিসেবে অনুমান করা হয়ে থাকে। অনেকেই মীর শব্দটি আরবি "আমির" শব্দ থেকে উদ্ভূত হয়েছে বলে মনে করেন। মুঘল সাম্রাজ্যে বিভিন্ন সামরিক শাখার প্রধানদেরকে মীর পদবি দেওয়া হতো।

মুঘল সাম্রাজ্যে মীর-ই মুন্সী, মীর-ই আতশ, মীর-ই মহল্লা, মীর-ই মঞ্জিল, মীর-ই শিকার, মীর-ই সামান, মীর বকশি প্রভৃতি পদে যারা চাকুরি করতেন তারা মূলত রাজকীয় সনদের মাধ্যমে পাওয়া রাজকীয় পদবি হিসেবে নামের পূর্বে "মীর" পদবি ব্যবহার করতেন।অনেক ক্ষেত্রে, ব্রিটিশ সরকার তাদের অনুগত মুসলমান জমিদার, নবাবদের রাজকীয় পদবি হিসেবে "মীর" পদবি দিয়েছেন। অনেক হিন্দুও এই পদবি পেয়েছেন কিন্তু তাদের নামের পূর্বে এই পদবি ব্যবহৃত হতে সচরাচর দেখা যায় না।

পদবি[সম্পাদনা]

মুসলমান শাসিত বিভিন্ন রাজ্যে কিছু শাসকের নামের পূর্বে "মীর" পদবি ব্যবহৃত হতো। পাকিস্তানে খায়িরপুরের মীর, হানজার মীর, মীরপুর এস্টেটের মীর, খারানের মীর, নাগারের মীর, জানদালা এস্টেটের মীর এবং তানাওয়ালের মীর- এই রাজ্যসমুহের মধ্যে শুধুমাত্র খায়িরপুরের মীর (১৭ গান) এবং হানজার মীর (১৫ গান) গান স্যালুট পর্যায়ে পৌছাতে পেরেছিলেন।

সম্মানসূচক পদবি হিসেবেও অনেক সময় মীর পদবী ব্যবহার হতে দেখা যায়।

বাংলাদেশের ফরিদপুর পদমদি নবাব এস্টেটের নবাবদের বংশপদবি হিসেবে সৈয়দ এবং রাজকীয় পদবী হিসেবে "মীর" পদবি ব্যবহার করা হতো।[১] ভারতের হায়দারাবাদের নিজামদের রাজকীয় পদবি হিসেবে "মীর" পদবি ব্যবহৃত হতো।[২]>। এছাড়া মুর্শিদাবাদের নবাব সৈয়দ মীর জাফর আলী খান[৩] এর ক্ষেত্রে রাজকীয় পদবি হিসেবে "মীর" পদবি ব্যবহার হতে দেখা যায়। মীর জাফরের পরবর্তী বংশধরগণ "মীর" পদবি ব্যবহারের পরিবর্তে "মীর জাদা" বা সংক্ষেপে "মির্জা" পদবি ব্যবহার করতো নামের শেষে। বাংলাদেশ, ভারত এবং পাকিস্তানের বিভিন্ন রাজ্যে "মীর" রাজকীয় পদবি হিসেবেই রাজকীয় সনদের মাধ্যমে প্রদান করা হয়েছিল মুঘল আমলে, পরবর্তীতে ইংরেজি শাসনামলে। তবে আরব বংশোদ্ভুত মীর পদবীদারীরা কুরাইশ বংশের উমাইয়া গোত্রের আমীর মুয়াবিয়ার বংশধর বলে জনশ্রুতি আছে। অনেকক্ষেত্রে দেখা যায়,উমাইয়া গোত্রের লোকেরা পদবী হিসাবে কুরাইশী ব্যবহার করেন।

যৌগিক পদবি[সম্পাদনা]

মুঘল আমলে, ভারতীয় উপমহাদেশে উর্দু ভাষায় কিছু যৌগিক পদবি ব্যবহৃত হতে দেখা যায়। যেমন:

  • সাহেবজাদা/ সাহিবজাদা মীর, ভারতের বিভিন্ন করদ রাজ্যসমূহে ব্যবহৃত হতে দেখা যায়।
  • মীর তুজক (Mīr-tuzak) বাtǒzak: Marshal, in the sense of an officer who maintains order in a march or procession; master of the ceremonies
  • Mīr-dah or Mīr-daha: Commander or superintendent of ten: decurion; a Tithingman
  • Mīr-sāmān: Head steward
  • Mīr-shikār: Master of the hunt, chief huntsman; also Grand Falconer; hence bird-catcher, and (metaphorically) a pimp
  • মীর-ই-আতশ (Mīr-ě-ātash) বা মীর-আতশ (Mīr-ātish): Chief of the fireworks; also Commandant of artillery, Master of the ordnance
  • মীর-ই-মজলিশ (Mīr-ě-majlis), বা সংক্ষেপে মীর মজলিশ (Mīr-majlis): Master of the ceremonies or president, chairman of a majlis (assembly)
  • মীর-মহল্লা (Mīr-mahalla): Headman of a mahal(la), i.e. quarter (of a town)
  • মীর-ই-মঞ্জিল (Mīr-ě-manzil), বা সংক্ষেপে মীর-মঞ্জিল (Mīr-manzil): Overseer of the halting-places; Quartermaster-general
  • মীর-ই-মুন্সি বা সংক্ষেপে মীর মুন্সি (Mīr-munshī): Chief secretary; Head (native) clerk of a (colonial) office.

নেপালের হিন্দু রাজ্যে মীর মুনশি এবং মীর উমরাও পদবি ব্যবহার হতে দেখা যায়।

  • Mir Munshi, from the Arabic Amir-i-Munshi, 'commander of the secretaries', is the Chief Secretary of the Foreign Office.
  • Mir Umrao, from the Arabic Amir ul-Umara, 'commander of commanders': a senior military officer ranking below a Sardar and charged with the command of a fort and surrounding territories, the training and equipment of soldiers and the supply of material.

বেলুচিস্তানের বেলুচ রাজ্যে মীর চাকার রিন্দ পদবি ব্যবহার হতে দেখা যায়।

In the Baloch kingdom of Balochistan:

অটোম্যান সাম্রাজ্যে আরবি আমির-উল উমারা পদবির সমার্থক হিসেবে "মির-ই মিরন" পদবি ব্যবহার হতে দেখা যায়।[৪]

আরও দেখুন[সম্পাদনা]

  • পাকিস্তানের কিছু শহর রয়েছে যা মীর পদবি সংবলিত যেমন, কাশ্মীর এর মিরপুর এবং সিন্দের মিরপুরখা
  • দক্ষিণ এশিয়ার কিছু গোত্রে মীর পদবির প্রকৃত অর্থ ব্যতিরেকেই ব্যবহৃত হতে দেখা যায় যেমন মীর মুর্তজা ভুট্টো, যদিও তিনি কোন গোত্রের প্রধান নন। খান পদবি যেমন প্রকৃত অর্থ হারিয়ে সাধারণভাবে নামের শেষ অংশ হিসেবে ব্যবহৃত হচ্ছে, অনুরুপভাবে মীর পদবি ব্যবহারের ক্ষেত্রেও এই প্রবণতা লক্ষণীয়।
  • পাকিস্তানের পাঞ্জাব রাজ্যে কাশ্মীরি লোকজনের মধ্যে একটি বিখ্যাত পরিবারের পারিবারিক নাম হলো "মীর".
  • আমীর (পরবর্তীতে আমীর নবাব) of Bahawalpur

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. "PADAMDI"members.iinet.net.au। ২০১৮-০৯-১৩ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০১৯-০৬-২৮ 
  2. "hyder2"www.royalark.net। সংগ্রহের তারিখ ২০১৯-০৬-২৮ 
  3. "MURSHID8"www.royalark.net। সংগ্রহের তারিখ ২০১৯-০৬-২৮ 
  4. Zetterstéen (1986), p. 446

বহিঃসংযোগ[সম্পাদনা]