মীর্জা মহল, নাটোর

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

মির্জা মহল (Hindi: मृधमहल or Mridha Mohol Jomidarbari) আক্ষরিক অর্থে রাজপুত্রের প্রাসাদ (ফার্সী "মীর্জা" (میرز) মানে রক্তের রাজপুত্র এবং "মহল" (محل) মানে প্রসাদ ) যা , নাটোরের জমিদারদের  দ্বারা পরিচালিত ছিল ।

এটি ১৮৮৬ সালে জহির শাহ মির্জা দ্বারা নির্মিত হয়েছিল। এটি ১৮৯৭ আসাম ভূমিকম্প এর ফলে ধ্বংসপ্রাপ্ত হয় এবং মির্জা জাফর এর পুনর্নির্মাণ করেন । এটির অবস্থান বাংলাদেশ এর (নাটোর জেলা , রাজশাহী বিভাগ) এবং পূর্বে এটি বেঙ্গল প্রেসিডেন্সি, ব্রিটিশ সাম্রাজ্য এর অন্তর্ভুক্ত ছিল । [১]

আরো দেখুন [সম্পাদনা]

তথ্যসূত্র [সম্পাদনা]

  1. Soszynski, Henry (১৯৯৬)। "Brief history of the House of Singra and Natore"। Australia: Genealogical Gleanings of the Indian Princely States। ২৭ জুলাই ২০১৪ তারিখে মূল (Website) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২২ অক্টোবর ২০১২(Sahibzada Mirza MUHAMMAD ZAHIRUDDIN SHAH Sahib) built the Mirza Mahal Palace or Mirdha Mohol Jomidarbari in Hulhulya in 1886.....(Sahibzada Mirza MUHAMMAD ZAFFARUDDIN Sahib) Rebuilt Mirza Mahal after it was devastated in the 1897 earthquake.