মির্জা আব্দুল হালিম
মির্জা আব্দুল হালিম | |
|---|---|
| নৌপরিবহন প্রতিমন্ত্রী | |
| কাজের মেয়াদ ২৪ নভেম্বর ১৯৭৯ – ২৪ নভেম্বর ১৯৮১ | |
| পাবনা-১২ আসনের সংসদ সদস্য | |
| কাজের মেয়াদ ২ এপ্রিল ১৯৭৯ – ২৪ মার্চ ১৯৮২ | |
| ব্যক্তিগত বিবরণ | |
| জন্ম | আনু. ১৯২৮ পাবনা |
| মৃত্যু | ৯ জুলাই ২০২১ |
| রাজনৈতিক দল | বাংলাদেশ জাতীয়তাবাদী দল |
| সম্পর্ক | মির্জা আব্দুল আউয়াল মির্জা আব্দুল জলিল:ভাগ্নে:মন্জুর কাদের। |
| সন্তান | দুই ছেলে, এক মেয়ে |
মির্জা আব্দুল হালিম (আনু. ১৯২৮–৯ জুলাই ২০২১) বাংলাদেশের পাবনা জেলার রাজনীতিবিদ যিনি তৎকালীন পাবনা-১২ আসনের সংসদ সদস্য ও নৌপরিবহন প্রতিমন্ত্রী ছিলেন।[১][২]
জন্ম ও প্রাথমিক জীবন
[সম্পাদনা]মির্জা আব্দুল হালিম আনু. ১৯২৮ সালে পাবনা জেলার বেড়া উপজেলার কৈটোলা ইউনিয়নের জয়নগর গ্রামে জন্মগ্রহণ করেন। তার ভাই মির্জা আব্দুল আউয়াল দ্বিতীয় জাতীয় সংসদ নির্বাচনে তৎকালীন পাবনা-৮ আসন থেকে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রার্থী হিসেবে নির্বাচিত সংসদ সদস্য ছিলেন। বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের সাবেক সচিব ও প্রাইভেটাইজেশন কমিশনের চেয়ারম্যান মির্জা আব্দুল জলিলও তার ভাই।তার ভাগ্নে মনজুর কাদের মন্ত্রী ছিলেন।
তিনি ফুটবল খেলোয়াড় হিসেবে ভিক্টোরিয়া ক্লাবের হয়ে খেলতেন।
রাজনৈতিক জীবন
[সম্পাদনা]মির্জা আব্দুল হালিম ১৯৭৯ সালের দ্বিতীয় জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রার্থী হিসেবে তৎকালীন পাবনা-১২ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন।[১] জিয়াউর রহমানের মন্ত্রিসভায় তিনি নৌপরিবহন প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি পাবনা জেলার প্রথম মন্ত্রী।[২][৩][৪]
মৃত্যু
[সম্পাদনা]মির্জা আব্দুল হালিম ৯ জুলাই ২০২১ তারিখে মৃত্যুবরণ করেন।[৫]
তথ্যসূত্র
[সম্পাদনা]- 1 2 "২য় জাতীয় সংসদে নির্বাচিত মাননীয় সংসদ-সদস্যদের নামের তালিকা" (পিডিএফ)। জাতীয় সংসদ। বাংলাদেশ সরকার। ৪ সেপ্টেম্বর ২০১৮ তারিখে মূল থেকে (পিডিএফ) আর্কাইভকৃত।
- 1 2 বেড়া, পাবনা, প্রতিনিধি (৭ জানুয়ারি ২০১৯)। "ভাগ্যের শিকা এবারও ছিড়ল না বেড়াবাসীর"। দৈনিক প্রথম আলো। ২৪ সেপ্টেম্বর ২০২০ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ২৪ সেপ্টেম্বর ২০২০।
- ↑ খালেদা হাবিব। বাংলাদেশঃ নির্বাচন, জাতীয় সংসদ ও মন্ত্রিসভা ১৯৭০-৯১।
- ↑ মাহফুজ উল্লাহ। প্রেসিডেন্ট জিয়া: রাজনৈতিক জীবনী।
- ↑ "সাবেক মন্ত্রী মির্জা হালিম আর নেই"। দৈনিক যুগান্তর। ৯ জুলাই ২০২১। সংগ্রহের তারিখ ৯ জুলাই ২০২১।