বিষয়বস্তুতে চলুন

মীরা দত্তগুপ্ত

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
মীরা দত্তগুপ্ত
জন্ম৫ অক্টোবর ১৯০৬
মৃত্যু১৮ জানুয়ারি ১৯৮৩
নাগরিকত্বব্রিটিশ ভারত (১৯৪৭ সাল পর্যন্ত)
পাকিস্তান (১৯৬৪ সাল পর্যন্ত)
ভারত
বাংলাদেশ
শিক্ষাঅঙ্কশাস্ত্রে এম এ
পেশারাজনীতিবিদ, শিক্ষকতা
পরিচিতির কারণব্রিটিশ বিরোধী স্বাধীনতা আন্দোলনের অগ্নিকন্যা
আন্দোলনব্রিটিশ বিরোধী স্বাধীনতা আন্দোলন
পিতা-মাতা
  • শরৎকুমার দত্তগুপ্ত (পিতা)

মীরা দত্তগুপ্ত (৫ অক্টোবর ১৯০৬ - ১৮ জানুয়ারি ১৯৮৩) ছিলেন ভারতীয় উপমহাদেশের ব্রিটিশ বিরোধী স্বাধীনতা আন্দোলনের একজন ব্যক্তিত্ব ও অগ্নিকন্যা।

জন্ম ও পরিবার

[সম্পাদনা]

মীরা দত্তগুপ্ত ১৯০৬ সালে ঢাকায় শহরে জন্মগ্রহণ করেন। কিন্তু পিতৃভূমি ছিল বিক্রমপুরের জৈনসার গ্রামে। তার পিতার নাম শরৎকুমার দত্তগুপ্ত। পিতার আদর্শে প্রভাবিত হয়ে রাজনীতিতে যোগ দেন। তার পিতামাতার মনোভাব ছিল স্বদেশী[]

শিক্ষাজীবন

[সম্পাদনা]

মীরা দত্তগুপ্ত বেথুন কলেজের কৃতী ছাত্রী। ১৯৩১ সালে তিনি অঙ্কশাস্ত্রে এম এ পরীক্ষায় প্রথম শ্রেণীতে দ্বিতীয় হয়। এরপরে বিদ্যাসাগর কলেজে শিক্ষকতার কাজ শুরু করেন।[]

রাজনৈতিক জীবন

[সম্পাদনা]

পাঠ্যাবস্থায় তিনি বি.ভি. নামক বিপ্লবী দলে যোগদান করেন। বেণু পত্রিকার মহিলা বিভাগের দায়িত্বে ছিলেন। কিছুদিন 'দক্ষিণ কলকাতা ছাত্রীসংঘের'-র সম্পাদিকার দায়িত্ব পালন করেন। নারী আন্দোলন গড়ে তোলার জন্য কাজ করেন। ১৯৩৩ সালে তার গতিবিধি পুলিশের নজরে আসে। ১৯৩৭ থেকে ১৯৫২ সালে তিনি দুবার বিধান সভার সদস্য নির্বাচিত হন। ১৯৪২ সালে আন্দোলনের সময় তিনি অর্থ সংগ্রহ করে বিপ্লবীদের হাতে তুলে দেন। ১৯৪৬ সালে জেল থেকে বেরিয়ে 'ফরওয়ার্ড ব্লক' তৈরি করেন[]

মৃত্যু

[সম্পাদনা]

মীরা দত্তগুপ্ত ১৯৮৩ সালের ১৭ জানুয়ারি মৃত্যুবরণ করেন।

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. কমলা দাশগুপ্ত (জানুয়ারি ২০১৫)। স্বাধীনতা সংগ্রামে বাংলার নারী, অগ্নিযুগ গ্রন্থমালা ৯কলকাতা: র‍্যাডিক্যাল ইম্প্রেশন। পৃষ্ঠা ২২৭-২৮। আইএসবিএন 978-81-85459-82-0 
  2. বসু, অঞ্জলি (নভেম্বর ২০১৩)। বসু, অঞ্জলি; সেনগুপ্ত, সুবোধচন্দ্র, সম্পাদকগণ। সংসদ বাঙালি চরিতাভিধান (পঞ্চম সংস্করণ, দ্বিতীয় মুদ্রণ সংস্করণ)। কলকাতা: সাহিত্য সংসদ। পৃষ্ঠা ৫৭৩। আইএসবিএন 978-8179551356