মীরা দত্তগুপ্ত
মীরা দত্তগুপ্ত | |
---|---|
জন্ম | ৫ অক্টোবর ১৯০৬ |
মৃত্যু | ১৮ জানুয়ারি ১৯৮৩ |
নাগরিকত্ব | ব্রিটিশ ভারত (১৯৪৭ সাল পর্যন্ত) পাকিস্তান (১৯৬৪ সাল পর্যন্ত) ভারত বাংলাদেশ |
শিক্ষা | অঙ্কশাস্ত্রে এম এ |
পেশা | রাজনীতিবিদ, শিক্ষকতা |
পরিচিতির কারণ | ব্রিটিশ বিরোধী স্বাধীনতা আন্দোলনের অগ্নিকন্যা |
আন্দোলন | ব্রিটিশ বিরোধী স্বাধীনতা আন্দোলন |
পিতা-মাতা |
|
মীরা দত্তগুপ্ত (৫ অক্টোবর ১৯০৬ - ১৮ জানুয়ারি ১৯৮৩) ছিলেন ভারতীয় উপমহাদেশের ব্রিটিশ বিরোধী স্বাধীনতা আন্দোলনের একজন ব্যক্তিত্ব ও অগ্নিকন্যা।
জন্ম ও পরিবার
[সম্পাদনা]মীরা দত্তগুপ্ত ১৯০৬ সালে ঢাকায় শহরে জন্মগ্রহণ করেন। কিন্তু পিতৃভূমি ছিল বিক্রমপুরের জৈনসার গ্রামে। তার পিতার নাম শরৎকুমার দত্তগুপ্ত। পিতার আদর্শে প্রভাবিত হয়ে রাজনীতিতে যোগ দেন। তার পিতামাতার মনোভাব ছিল স্বদেশী[১] ।
শিক্ষাজীবন
[সম্পাদনা]মীরা দত্তগুপ্ত বেথুন কলেজের কৃতী ছাত্রী। ১৯৩১ সালে তিনি অঙ্কশাস্ত্রে এম এ পরীক্ষায় প্রথম শ্রেণীতে দ্বিতীয় হয়। এরপরে বিদ্যাসাগর কলেজে শিক্ষকতার কাজ শুরু করেন।[২]
রাজনৈতিক জীবন
[সম্পাদনা]পাঠ্যাবস্থায় তিনি বি.ভি. নামক বিপ্লবী দলে যোগদান করেন। বেণু পত্রিকার মহিলা বিভাগের দায়িত্বে ছিলেন। কিছুদিন 'দক্ষিণ কলকাতা ছাত্রীসংঘের'-র সম্পাদিকার দায়িত্ব পালন করেন। নারী আন্দোলন গড়ে তোলার জন্য কাজ করেন। ১৯৩৩ সালে তার গতিবিধি পুলিশের নজরে আসে। ১৯৩৭ থেকে ১৯৫২ সালে তিনি দুবার বিধান সভার সদস্য নির্বাচিত হন। ১৯৪২ সালে আন্দোলনের সময় তিনি অর্থ সংগ্রহ করে বিপ্লবীদের হাতে তুলে দেন। ১৯৪৬ সালে জেল থেকে বেরিয়ে 'ফরওয়ার্ড ব্লক' তৈরি করেন[১]।
মৃত্যু
[সম্পাদনা]মীরা দত্তগুপ্ত ১৯৮৩ সালের ১৭ জানুয়ারি মৃত্যুবরণ করেন।
তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ ক খ কমলা দাশগুপ্ত (জানুয়ারি ২০১৫)। স্বাধীনতা সংগ্রামে বাংলার নারী, অগ্নিযুগ গ্রন্থমালা ৯। কলকাতা: র্যাডিক্যাল ইম্প্রেশন। পৃষ্ঠা ২২৭-২৮। আইএসবিএন 978-81-85459-82-0।
- ↑ বসু, অঞ্জলি (নভেম্বর ২০১৩)। বসু, অঞ্জলি; সেনগুপ্ত, সুবোধচন্দ্র, সম্পাদকগণ। সংসদ বাঙালি চরিতাভিধান। ১ (পঞ্চম সংস্করণ, দ্বিতীয় মুদ্রণ সংস্করণ)। কলকাতা: সাহিত্য সংসদ। পৃষ্ঠা ৫৭৩। আইএসবিএন 978-8179551356।
- ১৯০৬-এ জন্ম
- ১৯৮৩-এ মৃত্যু
- বাংলাদেশী বিপ্লবী
- ভারতীয় বিপ্লবী
- পূর্ব বাংলা থেকে ভারতীয় স্বাধীনতা কর্মী
- ভারতীয় স্বাধীনতার বিপ্লবী আন্দোলন
- রাজনীতিতে ভারতীয় নারী
- রাজনীতিতে বাংলাদেশী নারী
- ঢাকার ব্যক্তি
- বিদ্যাসাগর কলেজের প্রাক্তন শিক্ষক
- বেথুন কলেজের প্রাক্তন শিক্ষার্থী
- ভারতীয় স্বাধীনতা আন্দোলন কর্মী
- ভারতীয় স্বাধীনতা কর্মী
- নারী বিপ্লবী