মিস বাংলাদেশ
অবয়ব
গঠিত | ১৯৯৪ |
---|---|
ধরন | সৌন্দর্য প্রতিযোগিতা |
সদরদপ্তর | ঢাকা, বাংলাদেশ |
দাপ্তরিক ভাষা | বাংলা |
মিস বাংলাদেশ (মিস ওয়ার্ল্ড বাংলাদেশ নামেও পরিচিত) বাংলাদেশের একটি স্থানীয় সৌন্দর্য প্রতিযোগিতা। এই প্রতিযোগিতার বিজয়ীগণ পরবর্তীতে মিস ওয়ার্ল্ড প্রতিযোগিতায় নিজ জাতির প্রতিনিধিত্ব করার উপযোগী হিসেবে তৈরি হয়।
ইতিহাস
[সম্পাদনা]১৯৯৪ সাল থেকে এই বাৎসরিক আয়োজন শুরু হলেও ২০০৭ সালের পর থেকে স্থগিত রয়েছে। পরবর্তীতে অন্তর শোবিজ এবং ডায়মন্ড ওয়ার্লড-এর সৌজন্যে ২০১৭ সাল থেকে আবার শুরু হয় মিস বাংলাদেশ (নতুন নাম মিস ওয়ার্ল্ড বাংলাদেশ)।
মিস বাংলাদেশ
[সম্পাদনা]বছর | মিস বাংলাদেশ | অঞ্চল | টীকা |
---|---|---|---|
১৯৯৪ | আনিকা তাহের | ঢাকা | |
১৯৯৫ | ইয়াসমিন বিলকিস সাথী | ঢাকা | |
১৯৯৬ | রেহনুমা দিলরুবা চিত্রা | ঢাকা | |
১৯৯৮ | তানিয়া রহমান তন্বী | রাজশাহী | |
১৯৯৯ | শায়লা সিমি | ঢাকা | |
২০০০ | সোনিয়া গাজী | ঢাকা | |
২০০১ | তাবাস্সুম ফেরদৌস শাওন | ঢাকা | |
২০০৭ | জান্নাতুল ফেরদৌস পিয়া | খুলনা |
মিস ওয়ার্ল্ড বাংলাদেশ
[সম্পাদনা]- ২০১৭ - জেসিয়া ইসলাম
- ২০১৮ - জান্নাতুল ফেরদৌস ঐশী[১]
বিচারক
[সম্পাদনা]২০১৮ সালের বিচারকগণঃ ১. শুভ্র দেব (সংগীতশিল্পী) ২. তারিন আহমেদ(অভিনেত্রী) ৩. শাবনাজ সাদিয়া ইমি(মডেল) ৪. ব্যারিস্টার ফারাবী (আইনজীবী) ৫.খালেদ হোসাইন সুজন(মডেল)