মিশরের একবিংশ রাজবংশ

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
মিশরের একবিংশ রাজবংশ
খ্রিস্টপূর্ব ১০৬৯ অব্দ–খ্রিস্টপূর্ব ৯৪৫ অব্দ
ফ্যারাও প্রথম প্‌সুসেন্‌নেসের সোনার অন্ত্যেষ্টি-মুখোশ
ফ্যারাও প্রথম প্‌সুসেন্‌নেসের সোনার অন্ত্যেষ্টি-মুখোশ
রাজধানীতানিস
প্রচলিত ভাষামিশরীয় ভাষা
ধর্ম
প্রাচীন মিশরীয় ধর্ম
সরকারপূর্ণ রাজতন্ত্র
ঐতিহাসিক যুগলৌহযুগ
• প্রতিষ্ঠা
খ্রিস্টপূর্ব ১০৬৯ অব্দ
• বিলুপ্ত
খ্রিস্টপূর্ব ৯৪৫ অব্দ
পূর্বসূরী
উত্তরসূরী
মিশরের বিংশ রাজবংশ
মিশরের দ্বাবিংশ রাজবংশ

মিশরের একবিংশ রাজবংশ (সংক্ষেপে রাজবংশ ২১, বিকল্পে ২১শ রাজবংশ) বলতে সাধারণভাবে প্রাচীন মিশরের তৃতীয় অন্তর্বর্তী যুগপর্যায়ের প্রথম রাজবংশটিকে বোঝায়। এই রাজবংশের শাসনকাল ছিল খ্রিস্টপূর্ব ১০৬৯ অব্দ থেকে খ্রিস্টপূর্ব ৯৪৫ অব্দ।

ইতিহাস[সম্পাদনা]

তৃতীয় রামেসিসের রাজত্বকালের পর মিশরে রাজশক্তির এক দীর্ঘ ও মন্থর পতন ঘটে। একবিংশ রাজবংশের ফ্যারাওগণ তানিস থেকে রাজ্য শাসন করতেন। কিন্তু তাঁরা প্রধানত সক্রিয় ছিলেন তাঁদের নিয়ন্ত্রণাধীন নিম্ন মিশর অঞ্চলে। রাজনৈতিক রাজধানী তানিসে হওয়ায় এই রাজবংশটিকে "তানিসীয়" রাজবংশও বলা হয়। অন্যদিকে থিবসে আমুনের মহাপুরোহিতগণ ছিলেন মধ্য ও উচ্চ মিশর অঞ্চলের অলিখিত অথচ প্রকৃত শাসক। পরবর্তীকালের মিশরীয় পুরোহিত সেবেন্নিটোসের মানেথো মিশরীয় রাজ-ইতিহাস সম্পর্কে তাঁর সংক্ষিপ্ত বিবরণীতে লেখেন যে, "মিশরের একবিংশ রাজবংশ ১৩০ বছর স্থায়ী হয়েছিল।"[১]

একবিংশ রাজবংশের ফ্যারাওগণ[সম্পাদনা]

ফ্যারাও ছবি সিংহাসন নাম / প্রিনোমেন রাজত্বকাল সমাধি পত্নী(গণ) মন্তব্য
স্মেনদেস / প্রথম নেসবানেব্দজেদ হেদজ্‌খেপের্‌রে সেতেপেনরে খ্রিস্টপূর্ব ১০৭৭-১০৫১ অব্দ অজ্ঞাত তেনতামুন একবিংশ রাজবংশের প্রতিষ্ঠাতা। নিজের রাজত্বকালে শুধুমাত্র নিম্ন মিশরের নিয়ন্ত্রণকর্তা ছিলেন।
আমেনেমনিসু নেফেরকারে হেকাওয়াসেত খ্রিস্টপূর্ব ১০৫১ – ১০৪৭ অব্দ অজ্ঞাত
প্রথম প্‌সুসেন্‌নেস / প্রথম হোর-পাসেবাখায়েন্‌নিউত আখেপের্‌রে সেতেপেনামুন খ্রিস্টপূর্ব ১০৪৭ – ১০০১ অব্দ এনআরটি ৩, তানিস মুতনেদজেমেত
উইয়ায়
রাজত্বকালের সঠিক দৈর্ঘ্য অজ্ঞাত। হয় ৪১ নয় ৪৬ বছর।
আমেনেমোপে উসেরমাতরে সেতেপেনামুন খ্রিস্টপূর্ব ১০০১ – ৯৯২ অব্দ তানিস
প্রবীণ ওসোরকোন আখেপের্‌রে সেতেপেনরে খ্রিস্টপূর্ব ৯৯২ – ৯৮৬ অব্দ অজ্ঞাত
সিয়ামুন নেতজেরখেপের্‌রে সেতেমেনামুন খ্রিস্টপূর্ব ৯৮৬ – ৯৬৭ অব্দ অজ্ঞাত
দ্বিতীয় প্‌সুসেন্‌নেস / দ্বিতীয় হোর-পাসেবাখায়েন্‌নিউত তিতখেপেরুরে সেতেপেনরে খ্রিস্টপূর্ব ৯৬৭ – ৯৪৩ অব্দ অজ্ঞাত

পাদটীকা[সম্পাদনা]

টেমপ্লেট:মিশরীয় রাজবংশগুলির তালিকা

  1. Kenneth A. Kitchen, The Third Intermediate Period in Egypt (1100–650 BC), 3rd edition, 1986, Warminster: Aris & Phillips Ltd, p.531

আরও পড়ুন[সম্পাদনা]

  • Jaroslav Černý, Studies in the Chronology of the Twenty-First Dynasty, JEA 32 (1946), 24-30

আরও দেখুন[সম্পাদনা]

বহিঃসংযোগ[সম্পাদনা]