মিল্লাত কলেজ

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে


Millat College
স্থাপিত১৯৫৭ (1957)
অধিভুক্তিLalit Narayan Mithila University
ধর্মীয় অধিভুক্তি
Islam
উপাচার্যS.K. Singh
অবস্থান, ,
ওয়েবসাইটhttp://millatcollege.ac.in/

মিল্লাত কলেজটি ভারতের দ্ব্বারভাঙ্গার লেহেরিয়াসরাইতে অবস্থিত ললিত নারায়ণ মিথিলা বিশ্ববিদ্যালয়ের সাথে যুক্ত। কলেজটি স্নাতক এবং স্নাতকোত্তর বিষয়ে ভর্তি করানো হয় ।

মিল্লাত কলেজ ১৯৫৭ সালে প্রতিষ্ঠিত হয় এবং এটি "দ্য মুসলিম আঞ্জুমান-ই-তালেম, দ্বারভাঙ্গা" দ্বারা পরিচালিত করে। এটি ভারতের স্বাধীনতার পরে বিহারের প্রথম মুসলিম-সংখ্যালঘু কলেজ ছিল। প্রথমে এটি লাফেরিয়াসরাই শফী মুসলিম উচ্চ বিদ্যালয়ের ক্যাম্পাসে শুরু হয়েছিল এবং পরে এটি ১৯৬২ সালে এটি নিজস্ব ভবনে স্থানান্তরিত হয়। ডাঃ এস এ হাফিজ সালফি প্রতিষ্ঠাতা সেক্রেটারি ছিলেন এবং এই কলেজের প্রতিষ্ঠাতা সভাপতি ছিলেন জনাব মলভী আবদুয়াল ওয়াদুদ, এবং অধ্যাপক ড। আবদুস সালাম এই কলেজের প্রথম অধ্যক্ষ ছিলেন। [তথ্যসূত্র প্রয়োজন]

এটি ১৯৬৬ সালের ১ এপ্রিল থেকে ললিত নারায়ণ মিথিলা বিশ্ববিদ্যালয়ের একটি শাখাতে রূপান্তরিত হয়। এই কলেজটি শিক্ষাগতভাবে এবং মিথিলাঞ্চলের শিক্ষাগতভাবে পিছিয়ে পড়া অঞ্চলের লোকদের মধ্যে উচ্চশিক্ষা প্রচার ও উৎসাহ দেওয়া এবং উন্নীত করাই এদের প্রধান কাজ।

তথ্যসূত্র[সম্পাদনা]