মির্জা মসরুর আহমদ
মির্জা মসরুর আহমদ | |
---|---|
مرزا مسرور احمد | |
উপাধি | আহমদীয়া সম্প্রদায়ের আমীরুল মুমিনীন |
ব্যক্তিগত তথ্য | |
জন্ম | |
ধর্ম | ইসলাম |
দাম্পত্য সঙ্গী | সাহেবজাদী আমাতুল সাবুহ বেগম (বি. ১৯৭৭) |
সন্তান |
|
পিতামাতা |
|
আখ্যা | আহমদীয়া |
স্বাক্ষর | |
মুসলিম নেতা | |
পদে নিযুক্তি | ২২ এপ্রিল, ২০০৩ |
পূর্বসূরী | মির্যা তাহির আহমদ |
পদ | খলিফা |
মির্জা মসরুর আহমদ ( উর্দু: مرزا مسرور احمد ; জন্ম ১৫ সেপ্টেম্বর, ১৯৫০ খ্রি.) হল আহমদিয়া সম্প্রদায়ের বর্তমান ও পঞ্চম আমির। তার উপাধি হল মসীহের ৫ম খলিফা ( আরবি: خليفة المسيح الخامس: খলিফাতুল মাসিহ আল-খামিস )। তিনি তার পূর্বসূরি মির্জা তাহির আহমদের মৃত্যুর ৩ দিন পর ২০০৩ সালের ২২ এপ্রিল নির্বাচিত হয়।
চতুর্থ খলিফার মৃত্যুর পর সম্প্রদায়ের ইতিহাসে প্রথম বারের মত ভারতীয় উপমহাদেশের বাইরে তারা লন্ডন শহরে সভার আহ্বান করে, যার পরেই মির্জা মসরুর আহমদ আহমদিয়া সম্প্রদায়ের ৫ম খলিফা নির্বাচিত হন। সিংহাসন আরোহণের শুরুতে পাকিস্তানী জনতা ও সরকারের চাপের প্রতিক্রিয়ায় নিজেকে পাকিস্তান থেকে নির্বাসনে বাধ্য হন।[১] নির্বাচিত হওয়ার পর তিনি সম্প্রদায়ের সদস্যদের সাথে দেখা করতে এবং তাদের বার্ষিক সমাবেশে ভাষণ দেওয়ার জন্য গোটা বিশ্বজুড়ে ব্যাপকভাবে ভ্রমণ করেছেন। তিনি যেসব দেশে সফর করেছেন, তা কোন আহমদিয়া খলিফার প্রথম সফর ছিল।
তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ Moon, Farzana (২০১৫)। No Islam but Islam। পৃষ্ঠা 163। আইএসবিএন 9781443874045। ১১ জুলাই ২০২১ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০ সেপ্টেম্বর ২০১৫।