মির্জাপুর গাউছিয়া বাকেরিয়া মহিলা দাখিল মাদ্রাসা
মির্জাপুর গাউছিয়া বাকেরিয়া মহিলা দাখিল মাদ্রাসা | |
---|---|
অবস্থান | |
তথ্য | |
ধরন | দাখিল মাদ্রাসা |
প্রতিষ্ঠাকাল | ১৯৯১ |
অধ্যক্ষ | মাহমুদ হুসাইন |
শিক্ষার্থী সংখ্যা | ৩০০+ |
মির্জাপুর গাউছিয়া বাকেরিয়া মহিলা দাখিল মাদ্রাসা বাংলাদেশের চট্টগ্রাম জেলার একটি শিক্ষা প্রতিষ্ঠান।
অবস্থান[সম্পাদনা]
প্রতিষ্ঠানটি চট্টগ্রাম জেলার হাটহাজারী উপজেলার মির্জাপুর ইউনিয়নে অবস্থিত।[১]
ইতিহাস[সম্পাদনা]
১৯৯১ সালে স্থানীয় জনসাধারণের সার্বিক সহযোগিতায় মাদ্রাসাটি প্রতিষ্ঠিত হয়। ২০০২ সালে দাখিল পর্যায়ে পাঠদানের অনুমতি লাভ করে এবং ২০০৭ সালে এমপিও ভুক্ত হয়।[১]
ব্যবস্থাপনা[সম্পাদনা]
বর্তমানে মাদ্রাসা বোর্ড কর্তৃক অনুমোদিত ২ জন মহিলা সদস্য সহ মোট ১৩ সদস্য বিশিষ্ট একটি নিয়মিত কমিটির মাধ্যমে মাদ্রাসার যাবতীয় কার্যক্রম সূচারুরূপে পরিচালিত হচ্ছে।[১]
শিক্ষকবৃন্দ[সম্পাদনা]
মাদ্রাসার অধ্যক্ষ জনাব মাহমুদ হুসাইন। এছাড়া আরো ১২ জন অভিজ্ঞ শিক্ষকমণ্ডলী এ বিদ্যালয়ে কর্মরত আছেন।[১]
অবকাঠামো[সম্পাদনা]
মাদ্রাসার মূল ভবনটি একটি দ্বিতল ভবন। মাদ্রাসার সামনে একটি খেলার মাঠ রয়েছে।[১]
শিক্ষা কার্যক্রম[সম্পাদনা]
এটি একটি মহিলা মাদ্রাসা। এ প্রতিষ্ঠানে দাখিল (মাধ্যমিক) পর্যায় পর্যন্ত শিক্ষালাভের সুযোগ রয়েছে। বর্তমানে ৩ শতাধিক শিক্ষার্থী অধ্যয়নরত আছে।[১]
ফলাফল ও কৃতিত্ব[সম্পাদনা]
বিগত বছরের পাশের হার ৯০%।[১]