মিন থেইন

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
মিন থেইন ২০১৮ সালের জানুয়ারিতে ভ্লাদিমির পুতিনের কাছে তার শংসাপত্র পেশ করেন।

মিন থেইন একজন বার্মিজ কূটনীতিক, তিনি ২০১৮ থেকে ২০২২ সাল পর্যন্ত রাশিয়ায় মিয়ানমারের রাষ্ট্রদূত ছিলেন। তিনি ৯ মে ১৯৯৬ সালে জন্মগ্রহণ করেন। তার পুরো নাম মিন থেইন ওও। তিনি নভেম্বর ২০২০ তারিখে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের কাছে তার পরিচয়পত্র পেশ করেন। [১]

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. "Vladimir Putin accepted letters of credentials from foreign states' new ambassadors to Russia"The Kremlin, Moscow: Presidential Press and Information Office। ১৬ নভেম্বর ২০১৮। সংগ্রহের তারিখ ২০২০-১১-০২