মিডল ইস্ট নিউজ এজেন্সি
| Wakalt Inbaa al Sharq al Awsat[১] وكالة أنباء الشرق الأوسط (أ.ش.أ) | |
| সংস্থার রূপরেখা | |
|---|---|
| গঠিত | ১৫ ডিসেম্বর ১৯৫৫ |
| যার এখতিয়ারভুক্ত | মিশর সরকার |
| সদর দপ্তর | কায়রো |
| মূল সংস্থা | তথ্য মন্ত্রণালয় |
| ওয়েবসাইট | mena.org.eg |
মিডল ইস্ট নিউজ এজেন্সি (মেনা) মিশরে অবস্থিত একটি সংবাদ সংস্থা। এটি মিশরীয় সরকার দ্বারা পরিচালিত হয়।
ইতিহাস ও প্রোফাইল
[সম্পাদনা]মেনা ১৯৫৫ সালের ১৫ ডিসেম্বর মিশরীয় প্রেস প্রতিষ্ঠানগুলোর মালিকানাধীন একটি যৌথ স্টক কোম্পানি হিসেবে প্রতিষ্ঠিত হয়।[২] কায়রোভিত্তিক এই সংস্থাটি ১৯৫৬ সালের ২৮ ফেব্রুয়ারি কার্যক্রম শুরু করে।[৩] ১৯৬২ সালে সংস্থাটির মালিকানা মিশর সরকারের কাছে চলে যায়।[৩] ১৯৭৮ সালে সংস্থার মালিকানা শুরা কাউন্সিলের অধীনে আসে।[৩] ১৯৮০ সালে একটি পরিচালনা পর্ষদ গঠিত হয় এবং সংস্থাটি পরিচালনা শুরু করে।[৩] পরবর্তীতে এটি তথ্য মন্ত্রণালয়ের সাথে সংযুক্ত হয়।[৩]
মোস্তফা নাজিব সংস্থাটির প্রাক্তন প্রধানদের মধ্যে অন্যতম।[৪] মাহফুজ আল আনসারিও এই পদে দায়িত্ব পালন করেন।[৫] ২০০৫ সালের জুলাই মাসে তাকে প্রতিস্থাপন করে প্রধান সম্পাদক হিসেবে আবদুল্লাহ হাসান নিযুক্ত হন।[৫] ২০১৪ সালের জুন মাসে আলা হাইদার সংস্থাটির প্রধান সম্পাদক নিযুক্ত হন।[৬]
মেনা আরব সংবাদ সংস্থা ফেডারেশনের সদস্য, যেখানে ১৮টি আরব দেশের জাতীয় সংবাদ সংস্থা অন্তর্ভুক্ত।[৭] ১৯৯০-এর দশকে সংস্থাটি প্রায় ২৫টি সংবাদ সংস্থার সাথে সহযোগিতা করত।[৩] এটি আরবি, ইংরেজি এবং ফরাসি—এই তিন ভাষায় সংবাদ পরিবেশন করে।[৮][৯]
এর ছয়টি প্রধান পরিষেবা নিম্নরূপ:[৮] (১) স্থানীয় আরবি সংবাদ: যার লক্ষ্য মিশরে বসবাসকারী গ্রাহকদের জন্য, আরব বিশ্ব, মধ্যপ্রাচ্য ও আন্তর্জাতিক পর্যায়ের রাজনৈতিক, সামাজিক, অর্থনৈতিক, সাংস্কৃতিক ও ক্রীড়া সংবাদ কভার করে। (২) প্রেস পরিষেবা: যাতে ফিচার, সংবাদ বিশ্লেষণ, ফটো পরিষেবা এবং সংস্কৃতি, শিল্প, বিজ্ঞান, ক্রীড়া ও ইতিহাসের মতো আন্তর্জাতিক খাত অন্তর্ভুক্ত। (৩) মুদ্রিত প্রকাশনা: যা গ্রাহকদের মুদ্রিত দৈনিক, সাপ্তাহিক ও দ্বিসাপ্তাহিক সম্পর্কে অবহিত করে। (৪) কায়রো প্রেস রিভিউ: একটি ইংরেজি ভাষার দৈনিক প্রকাশনা, যা মিশরীয় সংবাদপত্রে প্রকাশিত সংবাদ সরবরাহ করে। (৫) পার্টি প্রেস রিভিউ: মিশরের দলীয় সংবাদপত্রে প্রকাশিত প্রধান সংবাদের উপর একটি দ্বিসাপ্তাহিক ইংরেজি প্রকাশনা। (৬) দ্য মেন অর্থনৈতিক ম্যাগাজিন: একটি সাপ্তাহিক ইংরেজি ভাষার প্রকাশনা, যা মিশরীয় অর্থনীতিতে সংশ্লিষ্টদের জন্য প্রাসঙ্গিক প্রধান অর্থনৈতিক সংবাদ সরবরাহ করে।[৮]
২০১৪ সালের ৫ ফেব্রুয়ারি, সংস্থাটি বাওয়াবেত শরক আল আওসাত নামে একটি সংবাদ ওয়েবসাইট চালু করে।[১০]
তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ Park, Myung-Jin; Curran, James (২০০০)। De-Westernizing Media Studies। Psychology Press। পৃ. ১৮০। আইএসবিএন ৯৭৮-০-৪১৫-১৯৩৯৪-৮।
- ↑ "Historical background"। Middle East News Agency। সংগ্রহের তারিখ ৩ জানুয়ারি ২০১৪।
- 1 2 3 4 5 6 Kamalipour, Yahya R.; Mowlana, Hamid (১৯৯৪)। Mass Media in the Middle East: A Comprehensive Handbook। Westport, CT: Greenwood Press। ১২ এপ্রিল ২০১৯ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ৪ সেপ্টেম্বর ২০১৭।
- ↑ Napoli, James J. (আগস্ট ১৯৯৫)। "Cairo Communique: New Press Law Alienates Mubarak's Media Supporters"। Washington Report on Middle East Affairs। XI (2)। ১১ জানুয়ারি ২০১৪ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ৩ জানুয়ারি ২০১৪।
- 1 2 "Egypt axes media moguls"। News24। ৪ জুলাই ২০০৫। সংগ্রহের তারিখ ৬ অক্টোবর ২০১৪।
- ↑ "Press council appoints editors of state-owned newspapers"। Aswat Masriya। ২৮ জুন ২০১৪। সংগ্রহের তারিখ ১২ এপ্রিল ২০২৩।
- ↑ "About Us"। Fana News। সংগ্রহের তারিখ ১৬ এপ্রিল ২০২৩।
- 1 2 3 Allam, Rasha। "Egypt. Media Landscape"। European Journalism Centre। ২৪ আগস্ট ২০১৭ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ৩ জানুয়ারি ২০১৪।
- ↑ "Egypt - Media Landscape"। Journalism Network। ৬ অক্টোবর ২০১৪ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১৩ আগস্ট ২০১৪।
- ↑ Media Situation in Egypt: Tenth report for the period January and February 2014 (পিডিএফ)। Al Sawt Al Hurr (প্রতিবেদন)। ২০১৪। সংগ্রহের তারিখ ৬ অক্টোবর ২০১৪।