মিউটিনি অন দ্য বাউন্টি (১৯৬২-এর চলচ্চিত্র)
মিউটিনি অন দ্য বাউন্টি | |
---|---|
![]() চলচ্চিত্রের পোস্টার | |
Mutiny on the Bounty | |
পরিচালক | লুইস মাইলস্টোন |
প্রযোজক | অ্যারন রোসেনবার্গ |
রচয়িতা | চার্লস লিডারার |
উৎস | চার্লস নরডফ ও জেমস নরম্যান হল কর্তৃক মিউটিনি অন দ্য বাউন্টি |
শ্রেষ্ঠাংশে | |
সুরকার | ব্রনিস্লাভ কাপের |
চিত্রগ্রাহক | রবার্ট এল. সার্টিজ |
সম্পাদক | জন ম্যাকসুইনি জুনিয়র |
পরিবেশক | মেট্রো-গোল্ডউইন-মেয়ার |
মুক্তি |
|
দৈর্ঘ্য | ১৭৮ মিনিট |
দেশ | মার্কিন যুক্তরাষ্ট্র |
ভাষা | ইংরেজি |
নির্মাণব্যয় | $১৯ মিলিয়ন |
আয় | $১৩,৬৮০,০০০[১] |
মিউটিনি অন দ্য বাউন্টি হল লুইস মাইলস্টোন পরিচালিত ১৯৬২ সালের মার্কিন মহাকাব্যিক ঐতিহাসিক নাট্য চলচ্চিত্র। চার্লস নরডফ ও জেমস নরম্যান হলের একই নামের উপন্যাস অবলম্বনে নির্মিত এই ছবিতে শ্রেষ্ঠাংশে অভিনয় করেন মার্লোন ব্র্যান্ডো, ট্রেভর হাওয়ার্ড ও রিচার্ড হ্যারিস। এটি এই উপন্যাস অবলম্বনে নির্মিত দ্বিতীয় মার্কিন চলচ্চিত্র, প্রথমটি ছিল মিউটিনি অন দ্য বাউন্টি (১৯৩৫)। ক্যারল রিডের পরিবর্তে লুইস মাইলস্টোনকে এই চলচ্চিত্র পরিচালনার দায়িত্ব দেওয়া হয়। এটি মাইলস্টোনের পরিচালিত সর্বশেষ চলচ্চিত্র।
চলচ্চিত্রটি ৩৫তম একাডেমি পুরস্কার আয়োজনে শ্রেষ্ঠ চলচ্চিত্রসহ সাতটি বিভাগে মনোনয়ন লাভ করে, কিন্তু কোন পুরস্কার জয় করে নি।[২]
কুশীলব[সম্পাদনা]
- মার্লোন ব্র্যান্ডো - লেফটেন্যান্ট ফ্লেচার ক্রিশ্চিয়ান
- ট্রেভর হাওয়ার্ড - ক্যাপ্টেন উইলিয়াম ব্লাই
- রিচার্ড হ্যারিস - সিম্যান জন মিলস
- হিউ গ্রিফিথ - সিম্যান আলেকজান্ডার স্মিথ
- রিচার্ড হেইডন - হর্টিকালচারিস্ট উইলিয়াম ব্রাউন
- টারিটা টেরিপাইয়া - যুবরাজ্ঞী মাইমিতি
- মাতাহিয়ারি তামা - হিতিহিতি
- পার্সি হারবার্ট - সিম্যান ম্যাথিউ কুইন্টাল
- ডানকান ল্যামন্ট - সিম্যান এডওয়ার্ড বার্কেট
- চিপস রাফার্টি - সিম্যান মাইকেল বাইর্ন
- নোয়েল পারসেল - হেমসম্যান উইলিয়াম ম্যাকয়
- অ্যাশলি কাওয়ান - স্যামুয়েল ম্যাক
- এডি বাইর্ন - জন ফ্রেয়ার
- ফ্রাঙ্ক সিলভেরা - মিনারিল
সঙ্গীত[সম্পাদনা]
চলচ্চিত্রের সঙ্গীত পরিচালনা করেছেন ব্রনিস্লাভ কাপের।
পুরস্কার ও স্বীকৃতি[সম্পাদনা]
- মনোনীত: শ্রেষ্ঠ চলচ্চিত্র - অ্যারন রোসেনবার্গ (প্রযোজক)
- মনোনীত: শ্রেষ্ঠ মৌলিক সুর - ব্রনিস্লাভ কাপের
- মনোনীত: শ্রেষ্ঠ মৌলিক গান - ব্রনিস্লাভ কাপের (সঙ্গীত) ও পল ফ্রান্সিস ওয়েবস্টার (গীত) - "লাভ সং (ফলো মি)"
- মনোনীত: শ্রেষ্ঠ নির্মাণ পরিকল্পনা, সেট নির্মাণ - জর্জ ডব্লিউ. ডেভিস, হেনরি গ্রেস, হিউ হান্ট ও জোসেফ ম্যাকমিলান
- মনোনীত: শ্রেষ্ঠ চিত্রগ্রহণ, রঙিন - রবার্ট সার্টিজ
- মনোনীত: শ্রেষ্ঠ চিত্রসম্পাদনা - জন ম্যাকসুইনি জুনিয়র
- মনোনীত: শ্রেষ্ঠ বিশেষ ইফেক্টস - এ. আর্নল্ড গিলেস্পি (দৃশ্য) ও মিলো বি. লরি (শব্দ)
- আমেরিকান ফিল্ম ইনস্টিটিউটের স্বীকৃতি
- ২০০৫: এএফআইয়ের ১০০ বছর... চলচ্চিত্রের সুর #১৭[৩]
তথ্যসূত্র[সম্পাদনা]
- ↑ "Mutiny on The Bounty (1962) - Financial Information"। দ্য নাম্বারস। ন্যাশ ইনফরমেশন সার্ভিসেস, এলএলসি। সংগ্রহের তারিখ ১১ আগস্ট ২০১৮।
- ↑ "The 35th Academy Awards | 1963"। অস্কার (ইংরেজি ভাষায়)। একাডেমি অব মোশন পিকচার আর্টস অ্যান্ড সায়েন্সেস। সংগ্রহের তারিখ ১১ আগস্ট ২০১৮।
- ↑ "AFI's 100 Years of Film Scores" (পিডিএফ)। এএফআই। আমেরিকান ফিল্ম ইনস্টিটিউট। ৬ নভেম্বর ২০১৩ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১১ আগস্ট ২০১৮।
বহিঃসংযোগ[সম্পাদনা]

উইকিমিডিয়া কমন্সে মিউটিনি অন দ্য বাউন্টি (১৯৬২-এর চলচ্চিত্র) সংক্রান্ত মিডিয়া রয়েছে।
- অলমুভিতে মিউটিনি অন দ্য বাউন্টি (ইংরেজি)
- আমেরিকান ফিল্ম ইন্সটিটিউট ক্যাটালগে মিউটিনি অন দ্য বাউন্টি
- ইন্টারনেট মুভি ডেটাবেজে মিউটিনি অন দ্য বাউন্টি (ইংরেজি)
- টিসিএম চলচ্চিত্র ডেটাবেজে মিউটিনি অন দ্য বাউন্টি
- বক্স অফিস মোজোতে মিউটিনি অন দ্য বাউন্টি (ইংরেজি)
- রটেন টম্যাটোসে মিউটিনি অন দ্য বাউন্টি (ইংরেজি)
বিষয়শ্রেণীসমূহ:
- ইংরেজি ভাষার চলচ্চিত্র
- ১৯৬২-এর চলচ্চিত্র
- ১৯৬০-এর দশকের ঐতিহাসিক চলচ্চিত্র
- ১৯৬০-এর দশকের নাট্য চলচ্চিত্র
- মার্কিন উপন্যাস অবলম্বনে চলচ্চিত্র
- মার্কিন চলচ্চিত্র
- মার্কিন ঐতিহাসিক চলচ্চিত্র
- মার্কিন নাট্য চলচ্চিত্র
- মার্কিন মহাকাব্যিক চলচ্চিত্র
- মার্কিন পুনর্নির্মিত চলচ্চিত্র
- মেট্রো-গোল্ডউইন-মেয়ারের চলচ্চিত্র
- লুইস মাইলস্টোন পরিচালিত চলচ্চিত্র
- সমুদ্রে ভ্রমণ চলচ্চিত্র
- সমুদ্র রোমাঞ্চকর চলচ্চিত্র
- জাহাজের পটভূমিতে চলচ্চিত্র
- মার্কিন চলচ্চিত্রের পুনর্নির্মাণ
- দ্রোহ সম্পর্কে চলচ্চিত্র
- ১৯৬০-এর দশকের ইংরেজি ভাষার চলচ্চিত্র
- ১৯৬০-এর দশকের মার্কিন চলচ্চিত্র