বিষয়বস্তুতে চলুন

মাহেরিন চৌধুরী

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
মাহেরিন চৌধুরী
জন্মআনু. ১৯৭৮/৭৯
মৃত্যু২২ জুলাই ২০২৫(2025-07-22) (বয়স ৪৬–৪৭)
মৃত্যুর কারণঅতিরিক্ত দগ্ধ
পেশাশিক্ষিকা
নিয়োগকারীমাইলস্টোন স্কুল
পরিচিতির কারণ২০২৫ এফ-৭ বিজিআই বিমান দুর্ঘটনায় সৃষ্ট অগ্নিকাণ্ড হতে শিশুদের বাঁচাতে তাঁর প্রচেষ্টা
আত্মীয়জিয়াউর রহমান (চাচা)
খালেদা জিয়া (চাচি)
তারেক রহমান (চাচাতো ভাই) ভাই মুজিব মুনাফ চৌধুরী এবং বোন মেহেতাজ চৌধুরী।
পরিবারমজুমদার–জিয়া পরিবার

মাহেরিন চৌধুরী (১৯৭৮/১৯৭৯ – ২১ জুলাই ২০২৫) একজন বাংলাদেশী স্কুল শিক্ষিকা ছিলেন যিনি ২০২৫ এফ-৭ বিজিআই বিমান দুর্ঘটনায় নিহত হন।[] তিনি আগুনের শিখায় আচ্ছন্ন হয়েও কমপক্ষে ২০ জন শিশুকে আগুনের হাত থেকে বাঁচানোর জন্য সর্বাধিক পরিচিত এবং এই শিশুদের বাঁচাতে গিয়ে তার শরীরের ১০০% পুড়ে গিয়ে তিনি মৃত্যুবরণ করেন।[]

ব্যক্তিগত ও কর্মজীবন

[সম্পাদনা]

মাহেরিন মজুমদার–জিয়া পরিবারের একজন সদস্য এবং বাংলাদেশের সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ভাতিজি। তাঁর পিতামহী ও জিয়াউর রহমানের মাতা আপন বোন ছিলেন।[] তিনি ২০০৩ সাল থেকে মাইলস্টোন কলেজে ইংরেজি শিক্ষিকা ও বাংলা মাধ্যমের তৃতীয় থেকে পঞ্চম শ্রেণির কোঅর্ডিনেটর হিসেবে দায়িত্বরত ছিলেন।[][]

বিমান দুর্ঘটনা ও মৃত্যু

[সম্পাদনা]

২১ জুলাই ২০২৫-এ স্থানীয় সময় দুপুর ১:১৮-তে যখন তিনি স্কুলে ছিলেন এবং ক্লাস চলমান ছিল, তখন বাংলাদেশ বিমান বাহিনীর একটি এফ-৭ বিজিআই যুদ্ধবিমান মাইলস্টোন কলেজের হায়দার হলের ক্যান্টিনে বিধ্বস্ত হয়। মাহেরিন একাধিকবার জ্বলন্ত শ্রেণিকক্ষে ফিরে গিয়ে শিক্ষার্থীদের উদ্ধার করেন, যদিও তাঁর কাপড় ও দেহে আগুন লেগে গিয়েছিল। তিনি কমপক্ষে ২০ জন শিশুকে ভবনটি থেকে বেড়িয়ে আসতে সাহায্য করেন।[] সাহায্য করবার সময় তাঁর দেহের ৮০-১০০% দগ্ধ হয়ে গিয়েছিল। তাঁকে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা করা হয়, যেখানে তিনি একই দিন সন্ধ্যা ৭:৩০-এর দিকে তাঁর আঘাত নিয়ে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন।[][][] চিকিৎসাধীন অবস্থায় যখন তাঁর স্বামী তাঁকে তাঁর প্রচেষ্টা সম্বন্ধে জিজ্ঞেস করেছিলেন, তখন তিনি জবাবে বলেন: "আমার বাচ্চারা আমার সামনে সব পুড়ে মারা যাচ্ছে, আমি এটা কীভাবে সহ্য করি"?[]

তাঁকে তাঁর জন্মস্থল নীলফামারীর জলঢাকায় তাঁর পিতামাতার কবরের পাশে সমাহিত করা হয়।[]

স্বীকৃতি

[সম্পাদনা]

মাহেরিনের প্রচেষ্টা বৈশ্বিক স্বীকৃতি লাভ করে। মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম তাঁর প্রচেষ্টার প্রশংসা করেন এবং তাঁর "সাহসিকতা ও আত্মত্যাগ"-কে "চিরস্মরণীয়" বলে উল্লেখ করেন।[][১০] ২৪ জুলাই সরকার মাহেরিনকে রাষ্ট্রীয় সম্মাননা প্রদানের সিদ্ধান্ত নেয়।[১১][১২]

২০২৫ সালের ৭ আগস্ট উপদেষ্টা পরিষদের এক বৈঠকে তাঁর নামে একটি জাতীয় পুরস্কার প্রদানের সিদ্ধান্ত গ্রহণ করে।[১৩] এই পুরস্কারের নাম হবে ‘‘মাহরীন চৌধুরী অ্যাওয়ার্ড ফর আউটস্ট্যান্ডিং সার্ভিসেস’ যা শুধু শিক্ষকদের দেওয়া হবে।[১৪]

উদ্ধৃতি

[সম্পাদনা]
  1. "২৮ জুলাই বাড়ি যেতে চেয়েছিলেন শিক্ষক মাহরীন, আজ ফিরলেন লাশ হয়ে"প্রথম আলো। ২২ জুলাই ২০২৫। সংগ্রহের তারিখ ২৪ জুলাই ২০২৫
  2. "২০ শিশুর প্রাণ বাঁচানো কে এই মাহেরীন চৌধুরী"দেশ রূপান্তর। ২৩ জুলাই ২০২৫। সংগ্রহের তারিখ ২৪ জুলাই ২০২৫
  3. 1 2 3 "সেই শিক্ষক মাহরিন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ভাতিজি"ইত্তেফাক। ২৩ জুলাই ২০২৫।
  4. 1 2 "২০ শিক্ষার্থী বাঁচিয়ে সাদা কাফনে চিরবিদায়; বাবা-মায়ের পাশে শায়িত শিক্ষিকা মাহরিন"এখন টিভি। ২২ জুলাই ২০২৫। সংগ্রহের তারিখ ২৪ জুলাই ২০২৫
  5. "Teacher dies saving students from inferno in Bangladesh jet crash"দ্য স্ট্রেটস টাইম (ইংরেজি ভাষায়)। ২৩ জুলাই ২০২৫। সংগ্রহের তারিখ ২৪ জুলাই ২০২৫
  6. "Teacher Maherin fights for life in ICU after saving dozens of students"জাগো নিউজ (ইংরেজি ভাষায়)। ২১ জুলাই ২০২৫।
  7. "What to know about the Bangladesh air force jet crash into a Dhaka school" (ইংরেজি ভাষায়)। অ্যাসোসিয়েটেড প্রেস। ২২ জুলাই ২০২৫।
  8. "মাইলস্টোনে বিমান দুর্ঘটনায় শিক্ষার্থীদের উদ্ধার করা সেই শিক্ষক ১০০% দগ্ধ হয়ে মারা গেছেন"দ্য বিজনেস স্ট্যান্ডার্ড। ২২ জুলাই ২০২৫। সংগ্রহের তারিখ ২৪ জুলাই ২০২৫
  9. "মাহরীনের বীরত্বের প্রশংসা করে যা বললেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী"দৈনিক জনকণ্ঠ। ২৩ জুলাই ২০২৫। সংগ্রহের তারিখ ২৪ জুলাই ২০২৫
  10. "মাহরিন চৌধুরীর অসীম সাহসিকতা চিরকাল স্মরণীয় হয়ে থাকবে: আনোয়ার ইব্রাহিম"সময় টিভি। ২৩ জুলাই ২০২৫।
  11. "মাইলস্টোন: শিশুদের বাঁচাতে প্রাণ দেওয়া দুই শিক্ষক পাবেন রাষ্ট্রীয় সম্মান"বিডি নিউজ। ২৪ জুলাই ২০২৫। সংগ্রহের তারিখ ২৪ জুলাই ২০২৫
  12. "মাইলস্টোনের নিহত দুই শিক্ষক পাবেন রাষ্ট্রীয় সম্মাননা"বাংলাদেশ প্রতিদিন। ২৪ জুলাই ২০২৫। সংগ্রহের তারিখ ২৪ জুলাই ২০২৫
  13. "মাইলস্টোনের শিক্ষিকা মাহরীন চৌধুরীর নামে চালু হচ্ছে জাতীয় পুরস্কার"www.ajkerpatrika.com। ১২ আগস্ট ২০২৫। সংগ্রহের তারিখ ৭ আগস্ট ২০২৫
  14. "শিক্ষিকা মাহেরীন চৌধুরীর নামে চালু হবে জাতীয় পুরস্কার"ঢাকা ট্রিবিউন। সংগ্রহের তারিখ ৭ আগস্ট ২০২৫