মাহেরিন চৌধুরী
মাহেরিন চৌধুরী | |
|---|---|
| জন্ম | আনু. ১৯৭৮/৭৯ |
| মৃত্যু | ২২ জুলাই ২০২৫ (বয়স ৪৬–৪৭) জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট, ঢাকা, বাংলাদেশ |
| মৃত্যুর কারণ | অতিরিক্ত দগ্ধ |
| পেশা | শিক্ষিকা |
| নিয়োগকারী | মাইলস্টোন স্কুল |
| পরিচিতির কারণ | ২০২৫ এফ-৭ বিজিআই বিমান দুর্ঘটনায় সৃষ্ট অগ্নিকাণ্ড হতে শিশুদের বাঁচাতে তাঁর প্রচেষ্টা |
| আত্মীয় | জিয়াউর রহমান (চাচা) খালেদা জিয়া (চাচি) তারেক রহমান (চাচাতো ভাই) ভাই মুজিব মুনাফ চৌধুরী এবং বোন মেহেতাজ চৌধুরী। |
| পরিবার | মজুমদার–জিয়া পরিবার |
মাহেরিন চৌধুরী (১৯৭৮/১৯৭৯ – ২১ জুলাই ২০২৫) একজন বাংলাদেশী স্কুল শিক্ষিকা ছিলেন যিনি ২০২৫ এফ-৭ বিজিআই বিমান দুর্ঘটনায় নিহত হন।[১] তিনি আগুনের শিখায় আচ্ছন্ন হয়েও কমপক্ষে ২০ জন শিশুকে আগুনের হাত থেকে বাঁচানোর জন্য সর্বাধিক পরিচিত এবং এই শিশুদের বাঁচাতে গিয়ে তার শরীরের ১০০% পুড়ে গিয়ে তিনি মৃত্যুবরণ করেন।[২]
ব্যক্তিগত ও কর্মজীবন
[সম্পাদনা]মাহেরিন মজুমদার–জিয়া পরিবারের একজন সদস্য এবং বাংলাদেশের সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ভাতিজি। তাঁর পিতামহী ও জিয়াউর রহমানের মাতা আপন বোন ছিলেন।[৩] তিনি ২০০৩ সাল থেকে মাইলস্টোন কলেজে ইংরেজি শিক্ষিকা ও বাংলা মাধ্যমের তৃতীয় থেকে পঞ্চম শ্রেণির কোঅর্ডিনেটর হিসেবে দায়িত্বরত ছিলেন।[৩][৪]
বিমান দুর্ঘটনা ও মৃত্যু
[সম্পাদনা]২১ জুলাই ২০২৫-এ স্থানীয় সময় দুপুর ১:১৮-তে যখন তিনি স্কুলে ছিলেন এবং ক্লাস চলমান ছিল, তখন বাংলাদেশ বিমান বাহিনীর একটি এফ-৭ বিজিআই যুদ্ধবিমান মাইলস্টোন কলেজের হায়দার হলের ক্যান্টিনে বিধ্বস্ত হয়। মাহেরিন একাধিকবার জ্বলন্ত শ্রেণিকক্ষে ফিরে গিয়ে শিক্ষার্থীদের উদ্ধার করেন, যদিও তাঁর কাপড় ও দেহে আগুন লেগে গিয়েছিল। তিনি কমপক্ষে ২০ জন শিশুকে ভবনটি থেকে বেড়িয়ে আসতে সাহায্য করেন।[৫] সাহায্য করবার সময় তাঁর দেহের ৮০-১০০% দগ্ধ হয়ে গিয়েছিল। তাঁকে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা করা হয়, যেখানে তিনি একই দিন সন্ধ্যা ৭:৩০-এর দিকে তাঁর আঘাত নিয়ে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন।[৬][৭][৮] চিকিৎসাধীন অবস্থায় যখন তাঁর স্বামী তাঁকে তাঁর প্রচেষ্টা সম্বন্ধে জিজ্ঞেস করেছিলেন, তখন তিনি জবাবে বলেন: "আমার বাচ্চারা আমার সামনে সব পুড়ে মারা যাচ্ছে, আমি এটা কীভাবে সহ্য করি"?[৩]
তাঁকে তাঁর জন্মস্থল নীলফামারীর জলঢাকায় তাঁর পিতামাতার কবরের পাশে সমাহিত করা হয়।[৪]
স্বীকৃতি
[সম্পাদনা]মাহেরিনের প্রচেষ্টা বৈশ্বিক স্বীকৃতি লাভ করে। মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম তাঁর প্রচেষ্টার প্রশংসা করেন এবং তাঁর "সাহসিকতা ও আত্মত্যাগ"-কে "চিরস্মরণীয়" বলে উল্লেখ করেন।[৯][১০] ২৪ জুলাই সরকার মাহেরিনকে রাষ্ট্রীয় সম্মাননা প্রদানের সিদ্ধান্ত নেয়।[১১][১২]
২০২৫ সালের ৭ আগস্ট উপদেষ্টা পরিষদের এক বৈঠকে তাঁর নামে একটি জাতীয় পুরস্কার প্রদানের সিদ্ধান্ত গ্রহণ করে।[১৩] এই পুরস্কারের নাম হবে ‘‘মাহরীন চৌধুরী অ্যাওয়ার্ড ফর আউটস্ট্যান্ডিং সার্ভিসেস’ যা শুধু শিক্ষকদের দেওয়া হবে।[১৪]
উদ্ধৃতি
[সম্পাদনা]- ↑ "২৮ জুলাই বাড়ি যেতে চেয়েছিলেন শিক্ষক মাহরীন, আজ ফিরলেন লাশ হয়ে"। প্রথম আলো। ২২ জুলাই ২০২৫। সংগ্রহের তারিখ ২৪ জুলাই ২০২৫।
- ↑ "২০ শিশুর প্রাণ বাঁচানো কে এই মাহেরীন চৌধুরী"। দেশ রূপান্তর। ২৩ জুলাই ২০২৫। সংগ্রহের তারিখ ২৪ জুলাই ২০২৫।
- 1 2 3 "সেই শিক্ষক মাহরিন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ভাতিজি"। ইত্তেফাক। ২৩ জুলাই ২০২৫।
- 1 2 "২০ শিক্ষার্থী বাঁচিয়ে সাদা কাফনে চিরবিদায়; বাবা-মায়ের পাশে শায়িত শিক্ষিকা মাহরিন"। এখন টিভি। ২২ জুলাই ২০২৫। সংগ্রহের তারিখ ২৪ জুলাই ২০২৫।
- ↑ "Teacher dies saving students from inferno in Bangladesh jet crash"। দ্য স্ট্রেটস টাইম (ইংরেজি ভাষায়)। ২৩ জুলাই ২০২৫। সংগ্রহের তারিখ ২৪ জুলাই ২০২৫।
- ↑ "Teacher Maherin fights for life in ICU after saving dozens of students"। জাগো নিউজ (ইংরেজি ভাষায়)। ২১ জুলাই ২০২৫।
- ↑ "What to know about the Bangladesh air force jet crash into a Dhaka school" (ইংরেজি ভাষায়)। অ্যাসোসিয়েটেড প্রেস। ২২ জুলাই ২০২৫।
- ↑ "মাইলস্টোনে বিমান দুর্ঘটনায় শিক্ষার্থীদের উদ্ধার করা সেই শিক্ষক ১০০% দগ্ধ হয়ে মারা গেছেন"। দ্য বিজনেস স্ট্যান্ডার্ড। ২২ জুলাই ২০২৫। সংগ্রহের তারিখ ২৪ জুলাই ২০২৫।
- ↑ "মাহরীনের বীরত্বের প্রশংসা করে যা বললেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী"। দৈনিক জনকণ্ঠ। ২৩ জুলাই ২০২৫। সংগ্রহের তারিখ ২৪ জুলাই ২০২৫।
- ↑ "মাহরিন চৌধুরীর অসীম সাহসিকতা চিরকাল স্মরণীয় হয়ে থাকবে: আনোয়ার ইব্রাহিম"। সময় টিভি। ২৩ জুলাই ২০২৫।
- ↑ "মাইলস্টোন: শিশুদের বাঁচাতে প্রাণ দেওয়া দুই শিক্ষক পাবেন রাষ্ট্রীয় সম্মান"। বিডি নিউজ। ২৪ জুলাই ২০২৫। সংগ্রহের তারিখ ২৪ জুলাই ২০২৫।
- ↑ "মাইলস্টোনের নিহত দুই শিক্ষক পাবেন রাষ্ট্রীয় সম্মাননা"। বাংলাদেশ প্রতিদিন। ২৪ জুলাই ২০২৫। সংগ্রহের তারিখ ২৪ জুলাই ২০২৫।
- ↑ "মাইলস্টোনের শিক্ষিকা মাহরীন চৌধুরীর নামে চালু হচ্ছে জাতীয় পুরস্কার"। www.ajkerpatrika.com। ১২ আগস্ট ২০২৫। সংগ্রহের তারিখ ৭ আগস্ট ২০২৫।
- ↑ "শিক্ষিকা মাহেরীন চৌধুরীর নামে চালু হবে জাতীয় পুরস্কার"। ঢাকা ট্রিবিউন। সংগ্রহের তারিখ ৭ আগস্ট ২০২৫।