মাহজাবিন খালেদ
মাহজাবিন খালেদ | |
---|---|
![]() | |
জাতীয় সংসদ সদস্য | |
কাজের মেয়াদ ২০ মার্চ ২০১৪ – ২০ মার্চ ২০১৯ | |
নির্বাচনী এলাকা | সংরক্ষিত নারী আসন-১৮ |
ব্যক্তিগত বিবরণ | |
জন্ম | ঢাকা, পূর্ব পাকিস্তান | ১৬ ডিসেম্বর ১৯৬৬
জাতীয়তা | বাংলাদেশী |
রাজনৈতিক দল | বাংলাদেশ আওয়ামী লীগ |
পিতামাতা | খালেদ মোশাররফ |
পেশা | রাজনীতি |
মাহজাবিন খালেদ (জন্ম: ১৬ ডিসেম্বর ১৯৬৬) হলেন বাংলাদেশের একজন রাজনীতিবিদ ও সাবেক সংরক্ষিত নারী আসন-১৮ থেকে নির্বাচিত জাতীয় সংসদ সদস্য।[১]
জন্ম ও পারিবারিক পরিচিতি
[সম্পাদনা]মাহজাবিন খালেদ ১৬ ডিসেম্বর ১৯৬৬ ঢাকায় জন্মগ্রহণ করেন। তার বাবা ব্রিগেডিয়ার জেনারেল খালেদ মোশাররফ ছিলেন মুক্তিবাহিনীর ২ নম্বর সেক্টরের সেক্টর কমান্ডার এবং 'কে ফোর্স'-এর সর্বাধিনায়ক। পরবর্তীতে বাংলাদেশ সেনাবাহিনীর চিফ অব জেনারেল স্টাফ (সিজিএস)। তার কাকা রাশেদ মোশাররফ সাবেক সংসদ সদস্য ও প্রতিমন্ত্রী ছিলেন।
শিক্ষাজীবন
[সম্পাদনা]মাহজাবিন খালেদ হলিক্রস স্কুল ও কলেজ থেকে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পাস করেন। তিনি লরেটো কলেজ, দার্জিলিংয়ে পড়ালেখা করেন। পরবর্তীতে বিএ (অনার্স) করেন।
রাজনৈতিক জীবন
[সম্পাদনা]বাংলাদেশ আওয়ামী লীগের সদস্য হিসেবে মাহজাবিন খালেদ এখন একজন সংসদ সদস্য। তিনি বিদেশ বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটির সদস্য। বাংলাদেশের মুক্তিযুদ্ধ ও যুদ্ধাপরাধের প্রসঙ্গে বৈশ্বিক সচেতনতা বাড়াতেও কাজ করছেন মাহজাবিন। জাতিসংঘের সাধারণ পষিদের অধিবেশনে বাংলাদেশি ডেলিগেটদের অংশ হিসেবে চাইল্ড রাইটস ককাস ও জলবায়ু সংসদে ভূমিকা রেখেছেন।
আরও দেখুন
[সম্পাদনা]তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ "১০ম জাতীয় সংসদ সদস্য তালিকা (বাংলা)"। www.parliament.gov.bd। বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার। ২০১৯-০১-২৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২ ফেব্রুয়ারি ২০১৮।
বহিঃসংযোগ
[সম্পাদনা]
- মাননীয় সংসদ সদস্য মাহজাবিন খালেদ ওয়েব্যাক মেশিনে আর্কাইভকৃত ২০২৩-১০-০৯ তারিখে - বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয় কর্তৃক প্রকাশিত সংক্ষিপ্ত জীবনী