মাস্টার তাজ-উদ্দিন আনসারী

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

মাস্টার তাজ-উদ্দিন আনসারী দক্ষিণ এশিয়ার ইতিহাসের এক ব্যক্তিত্ব এবং অল ইন্ডিয়া মজলিস-এ-আহরার-উল-ইসলামের নেতা ছিলেন। ১৯৪৭ সালে পাকিস্তানের স্বাধীনতার পর তিনি রাজনীতি ছেড়ে এবং পাকিস্তানের মজলিস-এ-আহরার-ই-ইসলামের প্রধান সৈয়দ আতা উল্লাহ শাহ বুখারীর খতম-এ-নুবুওয়াত আন্দোলনে যোগ দেন। ১৯৫৩ সালে তেহরিক-ই-খতমে নবুওয়াত আন্দোলনে তাঁর ভূমিকা ছিল। [১] ১৯৫৮ সালে, আহরার আবার সংগঠিত হয়। তখন তিনি নিখিল পাকিস্তান মজলিস-এ-আহরার-ই-ইসলামের সভাপতি নির্বাচিত হয়েছিলেন।

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. REPORT of THE COURT OF INQUIRY constituted under PUNJAB ACT II OF 1954 to enquire into the PUNJAB DISTURBANCES OF 1953