বিষয়বস্তুতে চলুন

মাসুজিরো নিশিদা

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
মাসুজিরো নিশিদা
ব্যক্তিগত তথ্য
পূর্ণ নাম মাসুজিরো নিশিদা
জন্ম স্থান জাপান সাম্রাজ্য
মাঠে অবস্থান গোলরক্ষক
যুব পর্যায়
মেইসেই কমার্শিয়াল
জ্যেষ্ঠ পর্যায়*
বছর দল ম্যাচ (গোল)
ওসাকা
পরিচালিত দল
১৯২৩ জাপান
* কেবল ঘরোয়া লিগে ক্লাবের হয়ে ম্যাচ ও গোলসংখ্যা গণনা করা হয়েছে

মাসুজিরো নিশিদা (জাপানি: 西田 満寿次郎, ইংরেজি: Masujiro Nishida) একজন জাপানি সাবেক পেশাদার ফুটবল খেলোয়াড় এবং ম্যানেজার ছিলেন।[] মাসুজিরো তার খেলোয়াড়ি জীবনের অধিকাংশ সময় ওসাকার হয়ে গোলরক্ষক হিসেবে খেলেছিলেন।

জাপানি ফুটবল ক্লাব মেইসেই কমার্শিয়ালের যুব পর্যায়ের হয়ে খেলার মাধ্যমে মাসুজিরো ফুটবল জগতে প্রবেশ করেছিলেন এবং এই দলের হয়ে খেলার মাধ্যমে তিনি ফুটবল খেলায় বিকশিত হয়েছিলেন। অতঃপর ওসাকার হয়ে খেলার মাধ্যমে তিনি তার জ্যেষ্ঠ পর্যায়ের খেলোয়াড়ি জীবন শুরু করেছিলেন এবং এই ক্লাবের হয়েই তিনি অবসর গ্রহণ করেছিলেন। খেলোয়াড়ি জীবনের ইতি টানার পর ১৯২৩ সালে, মাসুজিরো জাপান জাতীয় দলের ম্যানেজারের দায়িত্ব পালন করার মাধ্যমে ম্যানেজার হিসেবে ফুটবল জগতে অভিষেক করেছিলেন।[] জাপান জাতীয় দলের হয়ে মাত্র এক বছর ম্যানেজারের দায়িত্ব পালন করেছিলেন।

তথ্যসূত্র

[সম্পাদনা]

বহিঃসংযোগ

[সম্পাদনা]