বিষয়বস্তুতে চলুন

মাসাকি ফুজিতা

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

মাসাকি ফুজিতা (藤田 正明, Fujita Masaaki, ৩ জানুয়ারি ১৯২২ – ২৭ মে ১৯৯৬) একজন জাপানি রাজনীতিবিদ ছিলেন। ফুজিতার জন্ম এবং বেড়ে ওঠা হিরোশিমা শহরে। তিনি ১৯৪৪ সালে ওয়াসেদা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক হন।[] তার 30 বছরের রাজনৈতিক কর্মজীবনে, তিনি ওকিনাওয়া ডেভেলপমেন্ট এজেন্সির মহাপরিচালক (১৯৭৬-১৯৭৭) এবং হাউস অফ কাউন্সিলর (১৯৮৬-১৯৮৮) এর মতো গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছেন।.[] তিনি ১৯৯২ সালে গ্র্যান্ড কর্ডন অফ দ্য অর্ডার অফ দ্য রাইজিং সান পেয়েছিলেন।[]

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. "Masaaki Fujita - Kotobank"। ৭ সেপ্টেম্বর ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৯ আগস্ট ২০২৪