মাশিয়াত রহমান

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
মাশিয়াত তাসনিম রহমান
জন্ম (1991-08-24) ২৪ আগস্ট ১৯৯১ (বয়স ৩২)
জাতীয়তাবাংলাদেশী
পেশাঅভিনেতত্রী • মডেল • টেলিভিশন ব্যক্তিত্ব
কর্মজীবন২০১০–বর্তমান
দাম্পত্য সঙ্গীএস এম এহসানুল করিম (বি. ২০১৩)[১]
পুরস্কারলাক্স-চ্যানেল আই সুপারস্টার ২০১০ (৪র্থ)

মাশিয়াত তাসনিম রহমান (জন্ম ২৪ই আগস্ট ১৯৯১) হচ্ছেন একজন বাংলাদেশী মডেল,[২] টেলিভিশন ব্যক্তিত্ব, এবং অভিনেত্রী। তিনি লাক্স-চ্যানেল আই সুপারস্টার এর ২০১০ সংস্করণে তার অংশগ্রহণের জন্য ব্যাপকভাবে পরিচিত।[৩]

প্রারম্ভের জীবন[সম্পাদনা]

মাশিয়াতের জন্ম রংপুরে ২৪ আগস্ট, ১৯৯১-এ। তিনি তার পিতামাতা এবং একজন ভাই নিয়ে একটি ছোট পরিবারে বড় হয়ে ওঠেন। তিনি ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ, সৈয়দপুর থেকে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষায় উত্তীর্ণ হন এবং রাজউক উত্তরা মডেল কলেজ থেকে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষা দেন, ঢাকার নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় থেকে বিবিএ সম্পূর্ণ করেন।[৩] ২০১৩-এ, তিনি ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশ (ইউএলএল) এর মিডিয়া স্টাডিজ অ্যান্ড জার্নালিজম বিভাগে ভর্তি হন।[৩][৪]

কর্মজীবন[সম্পাদনা]

মাশিয়াত রহমান লাক্স-চ্যানেল আই সুপারস্টার-এর ২০১০ প্রতিযোগিতায় চতুর্থ স্থান লাভ করে স্পটলাইটে এসেছিলেন।[৫] সালাউদ্দিন লাভলুর 'তৃতীয় পুরুষ' নাটকে চঞ্চল চৌধুরীর বিপরীতে অভিনেত্রী হিসেবে তার অভিষেক ঘটে।[৪] তারপরে তিনি দুই ডজন সিরিয়াল এবং একক পর্বের নাটকগুলিতে টিভিতে হাজির হয়েছেন।

মাশিয়াত টিভি প্রোগ্রামগুলোতে হোস্টিং করেছিলেন, যার মধ্যে রয়েছে "পেপসি চেঞ্জ দ্য গেম" এবং "স্টাইল অ্যান্ড ফ্যাশন"।[৫]

তিনি কনফিডেন্স সয়াবিন তেল, প্রান লিচি ক্যান্ডি, প্রান সানি অরেঞ্জ জুস, এবং এয়ারটেলেন জন্য টিভি বিজ্ঞাপনগুলিতে অংশগ্রহণ করেছেন।[৫][৬][৭][৮]

অর্জন[সম্পাদনা]

ক্র.নং পুরস্কার ফলাফল
লাক্স চ্যানেল আই সুপারষ্টার ৪র্থ

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. নতুন মাশিয়াত [New Mashiat]। Kaler Kantho। ২০ আগস্ট ২০১৫। ৪ মার্চ ২০১৬ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৬ নভেম্বর ২০১৫ 
  2. "Shilpa Shetty coming to Dhaka for fashion show"The Daily Star। ১২ মে ২০১৬। সংগ্রহের তারিখ ৭ অক্টোবর ২০১৬ 
  3. Shazu, Shah Alam (২১ অক্টোবর ২০১১)। "Lucky Strikes"The Daily Star। ২২ ফেব্রুয়ারি ২০১৬ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৬ নভেম্বর ২০১৫ 
  4. Shazu, Shah Alam (9 November 2013)। "The return of Mashiat"The Daily Star। সংগ্রহের তারিখ 27 July 2017  এখানে তারিখের মান পরীক্ষা করুন: |তারিখ= (সাহায্য)
  5. উদ্ধৃতি ত্রুটি: <ref> ট্যাগ বৈধ নয়; ds21Oct2011 নামের সূত্রটির জন্য কোন লেখা প্রদান করা হয়নি
  6. "PRAN Lycheta Candy"Youtube.com 
  7. "PRAN Sunny Orange Juice TVC"Youtube.com 
  8. "Airtel Ajibon Meyad TVC"Youtube.com