মালুরাস মেলানোসেফালাস
মালুরাস মেলানোসেফালাস | |
---|---|
Male | |
Female at Samsonvale, SE Queensland | |
বৈজ্ঞানিক শ্রেণীবিন্যাস | |
জগৎ: | প্রাণী জগৎ |
পর্ব: | কর্ডাটা |
শ্রেণী: | পক্ষী |
বর্গ: | Passeriformes |
পরিবার: | Maluridae |
গণ: | Malurus |
প্রজাতি: | M. melanocephalus |
দ্বিপদী নাম | |
Malurus melanocephalus (Latham, 1801) | |
Subspecies | |
| |
Red-backed fairywren range M. m. melanocephalus; M. m. cruentatus; broad hybrid zone
|
লাল পিঠের ফেইরিরেন, দ্বিপদ নাম মালুরাস মেলানোসেফালাস হচ্ছে মালুরিডি পরিবারের প্যাসারিন জাতের পাখি। এরা অস্ট্রেলিয়ার এন্ডেমিক পাখি। এদের পিঠের উপর লাল রঙের পালকের ব্যান্ড থাকে।
শ্রেণীবিন্যাস
[সম্পাদনা]১৮০১ সালে জন ল্যাথাম এদেরকে বর্ণনা করেন ব্লাক হেডেড ফ্লাইক্যাচার (মুসসিক্যাপা মেলানোসেফালা) নামে। গ্রীক মেলানো অর্থ কালো এবং কেফালো অর্থ মাথা। মালুরিডি পরিবারের ১২ টি প্রজাতির মধ্যে এরা একটি। এরা অস্ট্রেলিয়ান সাদা ডানার ফেইরিওয়েনের নিকটাত্মীয়।
বর্ণনা
[সম্পাদনা]মালারুস গণের এরা সব থেকে ক্ষুদ্রাতিকৃতির সদস্য। লাল ডানার ফেইরিরেনের দৈর্ঘ্য ১১.৫ সেমি (৪.৫ ইঞ্চি) এবং ওজন ৫-১০ গ্রাম, গড়ে ৮ গ্রাম। কালো লেজের দৈর্ঘ্য ৬ সেমি (২.৪ ইঞ্চি)। চঞ্চুর দৈর্ঘ্য ৮.৬ মিমি (০.৩৪ ইঞ্চি), তুলনামূলকভাবে লম্বা।
বাসস্থান
[সম্পাদনা]লাল পিঠের ফেইরিরেন অস্ট্রেলিয়ার এন্ডেমিক পাখি। এদেরকে নদী ও উপকূলের পাশে, পশ্চিম অস্ট্রেলিয়ার উত্তরের কেপ কিরাউড্রেন হয়ে কিম্বার্লি, আর্নহেম ল্যান্ড এবং আলফ কাউন্ট্রি ও কেপ ইয়র্কে পাওয়া যায়। এরা সত্যিকারের পরিযায়ী পাখি নয় তবে প্রজনন শেষে এরা এলাকা ছেড়ে অন্যত্র চলে যায়।
তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ "Malurus melanocephalus"। বিপদগ্রস্ত প্রজাতির আইইউসিএন লাল তালিকা। সংস্করণ 2013.2। প্রকৃতি সংরক্ষণের জন্য আন্তর্জাতিক ইউনিয়ন। ২০১২। সংগ্রহের তারিখ ২৬ নভেম্বর ২০১৩।
বহিঃসংযোগ
[সম্পাদনা]- Red-backed fairywren videos on the Internet Bird Collection