মার ইলিয়াস শরণার্থী শিবির

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

মার ইলিয়াস (আরবি: مار الياس) ছিল লেবাননের বৈরুতের দক্ষিণ-পশ্চিম অংশে অবস্থিত একটি ফিলিস্তিনি শরণার্থী শিবির। শিবিরটি ১৯৫২ সালে মার ইলিয়াস (নবী এলিয়াস) গ্রিক অর্থোডক্স কনভেন্ট দ্বারা গঠিত হয়[১] এবং এটিতে মূলত খ্রিস্টান ফিলিস্তিনিরা থাকত। এলাকার শরণার্থী শিবিরের বাকি প্রায় সবগুলোতেই মুসলিম ফিলিস্তিনিরা বাস করত।

২০০২ সালে শিবিরে ১৪০৬ নিবন্ধিত শরণার্থী ছিল।

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. "Mar Elias Refugee Camp"Lebanon Camp Profiles। United Nations Relief and Works Agency for Palestine Refugees। সংগ্রহের তারিখ ২২ মার্চ ২০১২