মার্শাল দ্বীপপুঞ্জ ফুটবল অ্যাসোসিয়েশন

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
মার্শাল দ্বীপপুঞ্জ ফুটবল অ্যাসোসিয়েশন
প্রতিষ্ঠিত১৯৭২; ৫২ বছর আগে (1972)
সদর দপ্তরমার্শাল দ্বীপপুঞ্জ
ফিফা অধিভুক্তিনেই

মার্শাল দ্বীপপুঞ্জ ফুটবল অ্যাসোসিয়েশন (ইংরেজি: Marshall Islands Soccer Association; এছাড়াও সংক্ষেপে এমআইএসএ নামে পরিচিত) হচ্ছে মার্শাল দ্বীপপুঞ্জের ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা।[১] এই সংস্থাটি ১৯৭২ সালে প্রতিষ্ঠিত হয়েছে। এটি এখন পর্যন্ত ফুটবলের সর্বোচ্চ সংস্থা ফিফার সদস্যপদ লাভ করেনি। এই সংস্থার সদর দপ্তর মার্শাল দ্বীপপুঞ্জে অবস্থিত।

এই সংস্থাটি মার্শাল দ্বীপপুঞ্জের আঞ্চলিক লীগের মতো প্রতিযোগিতার সকল কার্যক্রম পরিচালনা করে।

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. ".: football for the Peoples :. - Marshall Islands"footforpeoples.ucoz.org। সংগ্রহের তারিখ ২০২০-০৭-২০