মার্শাল দ্বীপপুঞ্জে ইসলাম

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

 

মার্শাল দ্বীপপুঞ্জে ইসলাম একটি সংখ্যালঘু ধর্ম। দেশটির সমস্ত মুসলমান সংখ্যালঘু আহমদিয়া সম্প্রদায়ভুক্ত। [১] মার্শাল দ্বীপপুঞ্জের উলিগায় ২০১২ সালে প্রথম নির্মিত আহমদিয়া মসজিদটি ওশেনিয়ার মাইক্রোনেশিয়ার শহরতলির একমাত্র মসজিদ। [২] ২০০৯ এর এক প্রতিবেদনে মার্শাল দ্বীপপুঞ্জের প্রায় ১০ জন মুসলমান ছিল যদিও সাম্প্রতিকতম প্রতিবেদনে দেশটিতে প্রায় ১৫০ জন মুসলিম বিশ্বাসী থাকার ইঙ্গিত পাওয়া যায়। [৩]

ইতিহাস[সম্পাদনা]

নব্বইয়ের দশকে আহমদিয়া আন্দোলনের ফিজিয়ান মিশনারিদের এই দেশে পাঠানোর মাধ্যমে দেশটিতে ইসলাম প্রবেশ করেছিল। ২০০১ সালে, ধর্মটি দেশটি সরকারীভাবে স্বীকৃত হয়েছিল এবং ২০১২ সালে সম্প্রদায়টি মাজুরো নামক উপহ্রদপরিবেষ্টক বলয়াকার প্রবালদ্বীপের পূর্ব উপকূলে উলিগা শহরে মার্শাল দ্বীপপুঞ্জের প্রথম মসজিদটি নির্মাণ করেছিল, যার নাম বেত-উল-আহাদ মসজিদ। [৩] মার্শাল দ্বীপপুঞ্জের মাজুরোর একমাত্র মসজিদ থাকলেও সারা দেশে উপহ্রদপরিবেষ্টক বলয়াকার প্রবালদ্বীপগুলোতে আহমাদিয়া মুসলিম সম্প্রদায় রয়েছে। [৪]

আধুনিক সম্প্রদায়[সম্পাদনা]

কয়েক বছর ধরে মার্শাল দ্বীপপুঞ্জে আহমদীয়া মুসলমানদের ক্রমবর্ধমান উপস্থিতি রয়েছে। তবে, ২০১২ সালের আগ পর্যন্ত মুসলিম সম্প্রদায় মার্শাল দ্বীপপুঞ্জের একমাত্র মসজিদ নির্মাণের যে সিদ্ধান্ত নিয়েছিল, তা ধর্মীয় এবং রাজনৈতিক ব্যক্তিত্বের দৃষ্টি আকর্ষণ করা শুরু করতে পারেনি। সাধারণভাবে ইসলাম সম্পর্কে বিরোধী জনগণের মতামতের আলোকে মার্শালিজ পার্লামেন্টে বেশ কয়েকটি সরাসরি সম্প্রচার অধিবেশনগুলিতে মুসলিম সম্প্রদায়ের অতিমাত্রায় খ্রিস্টান মার্শাল দ্বীপপুঞ্জে থাকার অধিকারকে প্রশ্নবিদ্ধ করা হয়েছিল। এটি মার্শাল দ্বীপপুঞ্জের সংবিধানে ধর্মীয় স্বাধীনতার নিশ্চয়তা থাকার পরেও ঘটেছিল। [৫]

স্থানীয় যুব গোষ্ঠী, স্বাস্থ্য মন্ত্রণালয় এবং আন্তর্জাতিক দাতব্য ট্রাস্ট হিউম্যানিটি ফার্স্টের মাধ্যমে কাজ করে আহমদীয়া মুসলমানরা স্থানীয় মার্শালিজদের জীবনে সক্রিয় ভূমিকা পালন করে। [৫]

আরও দেখুন[সম্পাদনা]

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. International Religious Freedom Report 2009: Marshall Islands. United States Bureau of Democracy, Human Rights and Labor (September 14, 2007).
  2. "Mosque soon to open in Uliga"। নভেম্বর ২৮, ২০১১। আগস্ট ১৩, ২০১৩ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ মে ২, ২০১৪ 
  3. Bethany Keats (জুলাই ১১, ২০১৪)। "Ramadan in the Pacific"। সংগ্রহের তারিখ মার্চ ১০, ২০১৫  উদ্ধৃতি ত্রুটি: <ref> ট্যাগ বৈধ নয়; আলাদা বিষয়বস্তুর সঙ্গে "radioaustralia" নামটি একাধিক বার সংজ্ঞায়িত করা হয়েছে
  4. "Islam in Oceania"। সংগ্রহের তারিখ মার্চ ১০, ২০১৫ 
  5. Giff Johnson (আগস্ট ৬, ২০১৪)। "Muslim community puts down roots in Marshall Islands"। এপ্রিল ২, ২০১৫ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ মার্চ ১০, ২০১৫  উদ্ধৃতি ত্রুটি: <ref> ট্যাগ বৈধ নয়; আলাদা বিষয়বস্তুর সঙ্গে "pacificpolicy" নামটি একাধিক বার সংজ্ঞায়িত করা হয়েছে

 

বহিঃসংযোগ[সম্পাদনা]