মার্টিন ব্র্যাথওয়েট

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
মার্টিন ব্র্যাথওয়েট
ব্যক্তিগত তথ্য
পূর্ণ নাম মার্টিন ক্রিস্টেনসেন ব্র্যাথওয়েট
জন্ম (1991-06-05) ৫ জুন ১৯৯১ (বয়স ৩২)
জন্ম স্থান এসবার্গ, ডেনমার্ক
উচ্চতা ১.৭৭ মিটার (৫ ফুট + ইঞ্চি)[১]
মাঠে অবস্থান আক্রমণভাগের খেলোয়াড়
ক্লাবের তথ্য
বর্তমান দল
এস্পানিওল
জার্সি নম্বর ১৭
যুব পর্যায়
এসজিআই
এসবার্গ
২০০৭ মিতয়ুলান্ট
২০০৭–২০০৯ এসবার্গ
জ্যেষ্ঠ পর্যায়*
বছর দল ম্যাচ (গোল)
২০০৯–২০১৩ এসবার্গ ৮৯ (১৭)
২০১৩–২০১৭ তুলুজ ১৩৬ (৩৫)
২০১৭–২০১৯ মিডল্‌স্‌ব্রো ৩৬ (৮)
২০১৮ → বোর্দো (ধারে) ১৪ (৪)
২০১৯লেগানেস (ধারে) ১৯ (৪)
২০১৯–২০২০ লেগানেস ২৪ (৬)
২০২০–২০২২ বার্সেলোনা ৪৪ (৫)
২০২২– এস্পানিওল (১)
জাতীয় দল
২০০৮ ডেনমার্ক অনূর্ধ্ব-১৭ (০)
২০০৯–২০১০ ডেনমার্ক অনূর্ধ্ব-১৯ ১১ (২)
২০১২–২০১৩ ডেনমার্ক অনূর্ধ্ব-২১ (০)
২০১৩– ডেনমার্ক ৬০ (১০)
* কেবল ঘরোয়া লিগে ক্লাবের হয়ে ম্যাচ ও গোলসংখ্যা গণনা করা হয়েছে এবং ৪ সেপ্টেম্বর ২০২২ তারিখ অনুযায়ী সকল তথ্য সঠিক।
‡ জাতীয় দলের হয়ে ম্যাচ ও গোলসংখ্যা ১৩ জুন ২০২২ তারিখ অনুযায়ী সঠিক।

মার্টিন ক্রিস্টেনসেন ব্র্যাথওয়েট (জন্ম:৫ জুন ১৯৯১) একজন ডেনীয় পেশাদার ফুটবলার, যিনি স্পেনীয় ক্লাব এস্পানিওল এবং ডেনমার্ক জাতীয় দল এর হয়ে একজন স্ট্রাইকার হিসেবে খেলেন।

ব্র্যাথওয়েটের ফুটবল খেলায় হাতেখড়ি হয় স্থানীয় ক্লাব এসজিআই তে। পরবর্তীতে তিনি এসবার্গ এর যুব প্রকল্পে যোগ দেন। ২০০৯ সালে এসবার্গের হয়ে তার পেশাদার ফুটবলার জীবন শুরু করেন। ২০১৩ সালে তিনি ফরাসি ক্লাব তুলুজ এ যোগ দেন। ২০১৭ সালে তিনি ইংল্যান্ডের প্রিমিয়ারশিপের দল মিডল্‌স্‌ব্রোতে যগদান করেন। পরবর্তীতে তিনি ২০১৮ সালে ফরাসি ক্লাব বোর্দো ও ২০১৯ সালে স্পেনীয় ক্লাব লেগানেস এ ধারে কাটান। ২০১৯ সালের জুনে তিনি পাকাপাকিভাবে লেগানেসসে যোগ দেন। ২০২০ সালে আরেক স্পেনীয় ক্লাব বার্সেলোনা তাকে ক্রয় করে নেয়। ২০২২ সালে ব্র্যাথওয়েট বার্সেলোনা ছেড়ে এস্পানিওল ক্লাবে যোগদান করেন।

ব্র্যাথওয়েট ডেনমার্ক অনূর্ধ্ব-১৭, অনূর্ধ্ব-১৯ এবং অনূর্ধ্ব-২১ দলে খেলেছেন। ২০১৩ সালে তার ডেনমার্ক জাতীয় দলে অভিষেক হয়।

পরিসংখ্যান[সম্পাদনা]

ক্লাব[সম্পাদনা]

৪ সেপ্টেম্বর ২০২২ পর্যন্ত হালনাগাদকৃত।[২]
ক্লাব মৌসুম লিগ কাপ লিগ কাপ ইউরোপ অন্যান্য মোট
উপস্থিতি গোল উপস্থিতি গোল উপস্থিতি গোল উপস্থিতি গোল উপস্থিতি গোল উপস্থিতি গোল
এসবার্গ ২০০৯–১০ ১০ ১০
২০১০–১১ ১৬ ১৮
২০১১–১২ ২৬ ২৭
২০১২–১৩ ৩৩ ৩৮ ১১
২০১৩–১৪
মোট ৮৯ ১৭ ৯৭ ১৯
তুলুজ ২০১৩–১৪ ৩২ ৩৬
২০১৪–১৫ ৩৪ ৩৬
২০১৫–১৬ ৩৬ ১১ ৪০ ১৩
২০১৬–১৭ ৩৪ ৩৬ ১২
মোট ১৩৬ ৩৫ ১৪৯ ৪০
মিডল্‌স্‌ব্রো ২০১৭–১৮ ১৯ ২১
২০১৮–১৯ ১৭ 0 ১৯
মোট ৩৬ ৪০
বোর্দো (ধারে) ২০১৭–১৮ ১৪ ১৪
লেগানেস (ধারে) ২০১৮–১৯ ১৯ ২১
লেগানেস ২০১৯–২০ ২৪ ২৭
মোট ৪৩ ১০ ৪৮ ১৩
বার্সেলোনা ২০১৯–২০ ১১ ১১
২০২০–২১ ২৯ ৪২
২০২১–২২
মোট ৪৪ ৫৮ ১০
এস্পানিওল ২০২২–২৩
মোট
সর্বমোট ৩৬৩ ৮০ ২৭ ১১ ৪০৭ ৯৬

আন্তর্জাতিক[সম্পাদনা]

১৩ জুন ২০২২ পর্যন্ত হালনাগাদকৃত।
দল সাল উপস্থিতি গোল
ডেনমার্ক ২০১৩
২০১৪
২০১৫
২০১৬
২০১৭
২০১৮ ১২
২০১৯ ১০
২০২০
২০২১ ১০
২০২২
মোট ৬০ ১০

অর্জন[সম্পাদনা]

এসবার্গ
  • ড্যানিশ কাপ: ২০১২–১৩
  • ড্যানিশ প্রথম বিভাগ: ২০১১–১২
বার্সেলোনা

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. "Martin Braithwaite"worldfootball.net (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০২০-০২-২০ 
  2. "MARTIN BRAITHWAITE L'EQUIPE Profile"L'Equipe। সংগ্রহের তারিখ ২৬ ফেব্রুয়ারি ২০১৬ 

বহিঃসংযোগ[সম্পাদনা]