বিষয়বস্তুতে চলুন

মার্কিন মনোচিকিৎসক সমিতি

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
আমেরিকান সাইকিয়াট্রিক অ্যাসোসিয়েশন
গঠিত১৮৪৪
সদরদপ্তর১০০০ উইল্‌সন বুলেভার্ড, সুইট ১৮২৫
আর্লিংটন, ভার্জিনিয়া, যুক্তরাষ্ট্র
সদস্যপদ
৩৬,০০০ জন সদস্য[]
মে ২০১৪-২০১৫ প্রেসিডেন্ট
পল সামারগ্র্যাড, এম.ডি.
ওয়েবসাইটwww.psychiatry.org

মার্কিন মনোচিকিৎসক সমিতি বা আমেরিকান সাইকিয়াট্রিক অ্যাসোসিয়েশন (এপিএ) হল যুক্তরাষ্ট্রের মনোচিকিৎসক ও শিক্ষানবিশ মনোচিকিৎসকদের প্রধান পেশাদার সংস্থা, আর বিশ্বের বৃহত্তম মনোচিকিৎসক সংস্থা।[] এর ৩৬,০০০ জন সদস্যের[] অধিকাংশই যুক্তরাষ্ট্রের নাগরিক, তবে আন্তর্জাতিক সদস্যও আছেন। সংস্থাটি বিভিন্ন জার্নাল ও পুস্তিকা প্রকাশ করে, এবং ডায়াগ্‌নস্টিক অ্যান্ড স্ট্যাটিস্টিকাল ম্যানুয়াল অব মেন্টাল ডিসঅর্ডার্স (ডিএসএম)-ও এরই প্রকাশনা। ডিএসএম বিভিন্ন প্রকার মানসিক অসুস্থতা চিহ্নিতকরণের কাজে সারা পৃথিবীতে ব্যবহারের জন্য বিভিন্ন মানসিক অবস্থার নির্দেশক তৈরি করে।

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. "American Psychiatric Association"। ২০১২। সংগ্রহের তারিখ ৫ মার্চ ২০১২Representing 36,000 physician leaders in mental health.