মান কুনতু মওলা
"মান কুনতু মওলা" | |
---|---|
সাবরি ব্রার্দাস[১] এর একক | |
এ ট্রিভিউট টু আমীর খসরু অ্যালবাম থেকে | |
মুক্তি | ১৯৭৫ |
ধরন | কাওয়ালি |
সময় | ৬:০৬6 |
লেবেল | ইএমআই পাকিস্তান |
গীতিকার | আমীর খসরু |
মান কুনতু মওলা একাট সুফিভিত্তিক কাওয়ালি কালাম (গান)। এই কালামটি লিখেছেন ভারতীয় উপমহাদেশের প্রখ্যাত সুফিবাদী লেখক ও কবি হযরত আমীর খসরু। কালামটিতে আমীর খসরু হযরত আলি ইবনে আবি তালিবেন প্রশাংসা করেছেন। কালামটি হজরত মুহাম্মদ (স.)-এর একটি প্রসিদ্ধ হাদিসের উপর ভিত্তি করে রচনা করা হয়েছে। হাদিসটি হল:
কালামের পটভূমি
[সম্পাদনা]কালামটিতে আমীর খসরু হযরত আলি ইবনে আবি তালিবের আধ্যাত্বিক ক্ষমতার প্রশাংসার গুণকীর্তণ করেছেন। কালামটিতে বলা হয়েছে[২]:
কাবা কেনইবা গর্বিতবোধ হবে না, কারণ এটি আলীর মত পবিত্র সত্ত্বাকে দেখেছে। পবিত্র সত্ত্বার (মুহাম্মাদ (দঃ) ) সবচেয়ে নিকটস্থ বন্ধু আলী। সৃষ্টির সকল গোপন রহস্যের অধিকারী তুমি। তুমিই আলী, যিনি আল্লাহর পরম এবং অন্তরঙ্গ সখা।
কালামটিতে আমীর খসরু একটি হাদিসের উল্লেখ করেছেন:আমি যার মওলা আলীও তার মওলা। আমীর খসরু নিজেকে আলী প্রতি এভাবে আত্মসর্ম্পণ করেছেন: প্রতিটি অন্তরে আলী, প্রতিটি চেহারায় আলী, আলীই আমার জীবন। আমি বিশ্বাস করি আলীই আমার মওলা। [৩] কালামটিতে হযরত আলি ইবনে আবি তালিবের জন্মের মাস রজব এবং জন্মস্থানের কথা উল্লেখ করা হয়েছে।