মান্দোপপ

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
মান্দোপপ
প্রথাগত চীনা 華語流行音樂
সরলীকৃত চীনা 华语流行音乐

মান্দোপপ বা মান্দাপপ (ইংরেজি: Mandopop বা Mandapop) বলতে ম্যান্ডারিন ভাষার জনপ্রিয় সঙ্গীতকে বোঝায়। ১৯৩০-এর দশকের সাংহাই-এর জ্যাজ-প্রভাবিত জনপ্রিয় সঙ্গীত থেকে এই ধারাটির উৎপত্তি হয়েছে যা শিদাইকু নামে পরিচিত। পরবর্তীতে জাপানের এনকা, হংকংয়ের ক্যান্টোপপ, তাইওয়ানের হোক্কিয়েন পপ দ্বারা এটি প্রভাবিত হয়েছে। নামের পপ শব্দাংশটি ইংরেজি ভাষার পপুলার শব্দ থেকে এসেছে। তাই সাধারণভাবে এটি ম্যান্ডারিন ভাষার জনপ্রিয় সমস্ত সঙ্গীতকে নির্দেশ করে। ১৯৮০ এর দশকে ক্যান্টোপপ (ক্যান্টোনিজ ভাষার জনপ্রিয় সঙ্গীত নির্দেশে ব্যবহৃত) শব্দটি জনপ্রিয় হওয়ার পর ম্যান্ডারিন ভাষার জনপ্রিয় সঙ্গীত নির্দেশের জন্য মান্দোপপ শব্দটি সৃষ্ট হয়।

এটির উৎপত্তি চীনের সাংহাই অঞ্চলে হলেও হংকং, তাইপে ও বেইজিং এ এটি বিকাশ লাভ করেছে। মান্দোপপ চীনের মূল অংশ ছাড়াও হংকং, মাকাও, তাইওয়ান, দক্ষিণ কোরিয়া, জাপান, মালয়েশিয়া, সিঙ্গাপুর, ভিয়েতনামে জনপ্রিয়।

ইতিহাস[সম্পাদনা]

চীনে রেকর্ডিং ইন্ডাস্ট্রির শুরু[সম্পাদনা]

চীনা সঙ্গীত অঙ্গন যাত্রা শুরু করে গ্রামোফোন আবিষ্কারের পর থেকে। ১৯০৩ খ্রিস্টাব্দের মার্চে চীনের সাংহাইতে সর্বপ্রাচীন গ্রামোফোন রেকর্ড ধারণ করা হয়। ১৯০৪ খ্রিস্টাব্দে লাবাসাঁত নামের একজন ফরাসি ব্যক্তি 'পাথে রেকর্ডস' নামের একটি রেকর্ড কোম্পানি প্রতিষ্ঠা করেন। এটি তৎকালীন চীনের প্রধান রেকর্ডিং কোম্পানি।[১] এটি প্রথমদিকে শুধু 'পেকিং অপেরা সঙ্গীত' রেকর্ড করতো কিন্তু পরে ম্যান্ডারিন ভাষার অন্যান্য জনপ্রিয় সঙ্গীত ধারণ করা শুরু করে। এরপর অনেক বিদেশী এবং চীনের নিজস্ব রেকর্ডিং কোম্পানি গড়ে ওঠে। বিংশ শতাব্দীর শুরুর দিকে চীনে বিভিন্ন উপভাষা প্রচলিত ছিলো। সাংহাই অঞ্চলের মানুষ সাংহাইনীয় উপভাষায় কথা বললেও ১৯২০ দশকের পর থেকে পপ সঙ্গীত সাধারণত ম্যান্ডারিন ভাষায় ধারণ করা হতো। কারণ ম্যান্ডারিনকে তখন আধুনিক শিক্ষিত সমাজের ভাষা মনে করা হতো।[২] ১৯১২ খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত চীনা প্রজাতন্ত্র যখন শিক্ষাক্ষেত্রে ম্যান্ডারিন ভাষা শিক্ষা চালু করে তখন ভাষাগত একীভূতকরণ আরও বেগবান হয়।[৩] '৩০ এর দশকে নানজিং সরকার চলচ্চিত্রে উপভাষার ব্যবহার নিষিদ্ধ করার কারণে সবাক চলচ্চিত্রে শুধু ম্যান্ডারিন ভাষার ব্যবহার শুরু হয়।[৪] ফলশ্রুতিতে চলচ্চিত্রের জনপ্রিয় সব গান ম্যান্ডারিন ভাষায় ধারণ করা হত।

জো শুয়ান, প্রাক-সাংহাই সময়কার সর্বাপেক্ষা উল্লেখযোগ্য কন্ঠশিল্পী।

১৯২০ এর দশক: সাংহাইতে শিদাকুর উদ্ভব[সম্পাদনা]

১৯২০ এর দশকে ম্যান্ডারিন ভাষার জনপ্রিয় সঙ্গীত শিদাকু (時代曲 - সময়ের সঙ্গীত বা জনপ্রিয় সঙ্গীত) নামে পরিচিত ছিলো। এটি পরবর্তীকালীন চীনা পপ সঙ্গীতের উৎসস্বরূপ।[৫][৬] লি জিনহুইকে চীনা জনপ্রিয় সঙ্গীতের জনক বিবেচনা করা হয়। তিনি '২০ এর দশকে এ ধারার প্রবর্তন করেন।[৭] আমেরিকান জ্যাজ সঙ্গীতশিল্পী বাক ক্লেটনও তার সাথে কাজ করেছেন। ১৯২৭ খ্রিস্টাব্দের দিকে লি জনপ্রিয় গান "The Drizzle" ("毛毛雨") রচনা করেন, যা তার কন্যা লি মিংহুই রেকর্ড করেন। অনেকেই এটিকে প্রথম চীনা পপ গান বিবেচনা করেন।[৮][৯][১০] জ্যাজ এবং চীনা লোকসঙ্গীতের সংমিশ্রণে তৈরি এই গানে প্রথমদিককার শিদাকু সঙ্গীতের ধারা খুঁজে পাওয়া যায়।[১১][১২] পরবর্তী দশকগুলিতে পশ্চিমা বিভিন্ন জনপ্রিয় সঙ্গীতধারা চীনের সঙ্গীতে প্রভাব বিস্তার করে। ফলে পশ্চিমা ও চীনা এই দুইয়ের সংমিশ্রণে শিদাকু নামের এ ধারা গড়ে ওঠে।

১৯৩০-১৯৪০: মহান সাত কন্ঠশিল্পীর যুগ[সম্পাদনা]

১৯৩১ খ্রিস্টাব্দে চীনের প্রথম সবাক চলচ্চিত্র নির্মিত হয়।[১৩]চীনা চলচ্চিত্রশিল্প এই নবধারার সুবিধা ব্যবহার করে। ফলে চলচ্চিত্রশিল্পে কণ্ঠশিল্পীদের পদচারণা শুরু হয়। ১৯৩০ এর দশকের এমন জনপ্রিয় কন্ঠ ও চলচ্চিত্রশিল্পী হলেন জো শুয়ান, গোং চিশিয়া এবং পাই হোং। পরবর্তীতে ইয়াও লী, পাই গুয়াং, লি শিয়াংলান ও উ ইংইন জনপ্রিয়তা অর্জন করেন। এই সাতজন একত্রে সেই যুগের মহান সাত কন্ঠশিল্পী নামে পরিচিত। এছাড়া এ যুগের আরও কিছু বিখ্যাত শিল্পী হলেন লি লিহুয়া, জাং লু।

১৯৫০-১৯৬০: হংকং যুগ[সম্পাদনা]

১৯৪৯ খ্রিস্টাব্দে চীনের কমিউনিস্ট পার্টি কর্তৃক গণপ্রজাতন্ত্রী চীন প্রতিষ্ঠিত হয়। ১৯৫২ খ্রিস্টাব্দে পিআরসি সরকার জনপ্রিয় সঙ্গীতকে হলুদ সঙ্গীত(এক ধরনের পর্নোগ্রাফি) আখ্যা দেয়। [১৪] কমিউনিস্ট শাসনব্যবস্থায় জনপ্রিয় সঙ্গীত দমিত হয়ে বিপ্লবী সঙ্গীত প্রসার লাভ করে। 'চীনা রেকর্ড কর্পোরেশন' হয়ে ওঠে চীনের একমাত্র রেকর্ডিং কোম্পানি যা বহুদিন যাবৎ শুধু মিনইউয়ে(জাতীয় সঙ্গীত) ও বিপ্লবী সঙ্গীতই সঙ্গীত রেকর্ড করে।[১৫]

১৯৫২ খ্রিস্টাব্দে পাথে রেকর্ডস তাদের কার্যক্রম সাংহাই থেকে হংকং এ স্থানান্তরিত করে এবং ১৯৬০ দশকের মধ্যভাগ পর্যন্ত সাংহাই ধাচের সঙ্গীত হংকংয়েও জনপ্রিয়তা ধরে রাখে। যদিও নতুন এ ধারা শিদাকু থেকে উদ্ভুত, সাংহাইয়ের গীতিকাররা হংকংয়ে স্থানান্তরিত হননি। নতুন এ ধারায় ফিলিপিনো শিল্পীদের আধিক্য থাকায় ম্যান্ডারিন পপ সঙ্গীত এর মূল সাংহাই ধারা থেকে দূরে সরে যায়। তাছাড়া ভালো গীতিকারের অপ্রতুলতা থাকায় এ সময়কার গানের একটি উল্লেখযোগ্য অংশ ইংরেজি ও ইন্দোনেশীয় ভাষার বিভিন্ন গান থেকে রুপান্তরিত।

১৯৭০-১৯৮০: তাইওয়ানীয় মান্দোপপের জাগরণ[সম্পাদনা]

১৯৭০ দশকে তাইপে শহর মান্দোপপের কেন্দ্রবিন্দু হয়ে ওঠে।[১৬] তাইওয়ানের সফল চলচ্চিত্র শিল্প এক্ষেত্রে বড় ভূমিকা পালন করেছিলো। তাছাড়া হংকং ভিত্তিক শিল্পীরা যেমন তেরেসা তেংও এক্ষেত্রে ভূমিকা রেখেছে।

চীনে দেং শিয়াফিং ক্ষমতায় আসার পর তেরেসা তেং চীনে আসেন। ফলে হংকং ও তাইওয়ানের পরিবর্তিত ধারা চীনে প্রবেশের সুযোগ পায়।[১৭][১৮]

আধুনিককালে মূল চীনে প্রচলিত বিভিন্ন সঙ্গীত প্রতিযোগিতা যেমন Super Boy, Super Girl, The voice of China, Chinese Idol, The X Factor: Zhongguo Zui Qiang Yin ইত্যাদি চীনে মান্দোপপের জনপ্রিয়তার অন্যতম কারণ। তাইওয়ানে প্রচলিত এমন কিছু প্রতিযোগিতা হচ্ছে One Million Star, Super Idol[১৯] ১৯৭৮ খ্রিস্টাব্দে চীনের সঙ্গীতাঙ্গন রাজনৈতিক নিষেধাজ্ঞা থেকে মুক্ত হওয়ার পর গুয়াংজো, সাংহাই, বেইজিংএ স্থানীয় শিল্পীদের মাধ্যমে বিভিন্ন আঞ্চলিক রেকর্ডিং কোম্পানি স্থাপিত হয়।[২০]

১৯৯০ এর দশক[সম্পাদনা]

চীনের অসংখ্য শিল্পী হংকং ও তাইওয়ানে গান রেকর্ডিং শুরু করে।[২১][২২]

এ সময়ে হংকংয়ের অসংখ্য ক্যান্টোপপ শিল্পী মান্দোপপে জনপ্রিয়তা অর্জন করে। এ সময়ের অন্যতম বেস্ট-সেলিং অ্যালবাম হচ্ছে ১৯৯৩ খ্রিস্টাব্দে প্রকাশিত জ্যাকি চিয়াংয়ের The Goodbye Kiss যা তাইওয়ানে ১ মিলিয়নের উপরে এবং পুরো এশিয়ায় ৪ মিলিয়নের উপর বিক্রি হয়।[২৩][২৪]

২০০০-২০১০: মূল চীনে মান্দোপপের প্রসার[সম্পাদনা]

২০০০ এর দশকে তাইওয়ানে পপ আইডল সংখ্যা বৃদ্ধি পায়। মূল চীনেও শিল্পী, ব্যান্ড ও আইডল সংখ্যা বৃদ্ধি পায়। চীনের ক্রমবর্ধমান চলচ্চিত্র ও টেলিভিশন নাটক শিল্পের কারণেও মান্দোপপের জনপ্রিয়তা বাড়তে থাকে।

সম্প্রতি তাইওয়ানে বয়ব্যান্ড ও গার্লব্যান্ডের সংখ্যা বৃদ্ধি পেয়েছে যেমন, S.H.E, Fahrenheit। চীনে জনপ্রিয় এমন কিছু ব্যান্ড হচ্ছে Top Combine, TFBOYS, Nine Percent, NEX7, UNINE, R1SE, INTO1, THE9, Rocket Girls এবং Oner

পুরষ্কারসমুহ[সম্পাদনা]

  • বেইজিং পপুলার মিউজিক অ্যাওয়ার্ডস (চীন)
  • গোল্ডেন মেলোডি অ্যাওয়ার্ডস[২৫]
  • সিসিটিভি-এমটিভি মিউজিক অ্যাওয়ার্ডস (চীন)
  • চাইনিজ মিউজিক অ্যাওয়ার্ডস (চীন)
  • চাইনিজ টপ টেন মিউজিক অ্যাওয়ার্ডস[২৬]
  • ফোর স্টেশনস জয়েন্ট মিউজিক অ্যাওয়ার্ডস (হংকং)
  • এইচআইটিও রেডিও মিউজিক অ্যাওয়ার্ডস (তাইওয়ান)
  • জেড সলিড গোল্ড টেন মিউজিক অ্যাওয়ার্ডস (হংকং)
  • এম মিউজিক অ্যাওয়ার্ডস (চীন)
  • মেট্রো রেডিও ম্যান্ডারিন মিউজিক অ্যাওয়ার্ডস (হংকং)
  • আরটিএইচকে টপ টেন গোল্ড সংস অ্যাওয়ার্ডস (হংকং)
  • সিঙ্গাপুর হিট অ্যাওয়ার্ডস (সিঙ্গাপুর)
  • টপ চাইনিজ মিউজিক অ্যাওয়ার্ডস (চীন)
  • আলটিমেট সং চার্ট অ্যাওয়ার্ডস (হংকং)
  • ভি চার্ট অ্যাওয়ার্ডস (চীন)
  • গ্লোবাল মিউজিক অ্যাওয়ার্ড[২৭][২৮]

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. Jones. Andrew F. (২০০১)। Yellow Music - CL: Media Culture and Colonial Modernity in the Chinese Jazz Age। Duke University Press। পৃষ্ঠা 53–54। আইএসবিএন 0-8223-2694-9 
  2. Andrew F. Jones (১৯ জুন ২০০১)। Yellow Music: Media Culture and Colonial Modernity in the Chinese Jazz Age। Duke University Press। পৃষ্ঠা 75আইএসবিএন 0-8223-2694-9 
  3. Glen Peterson (১৯৯৮)। The Power of Words: Literacy and Revolution in South China, 1949-95। University of British Columbia Press। পৃষ্ঠা 103–104। আইএসবিএন 978-0774806121 
  4. Yingjin Zhang, সম্পাদক (১৯৯৯)। Cinema and Urban Culture in Shanghai, 1922-1943। Stanford University Press। পৃষ্ঠা 183। আইএসবিএন 978-0804735728 
  5. Frederick Lau (২০০৭)। Music in China। Oxford University Press। পৃষ্ঠা 106। আইএসবিএন 978-0195301243 
  6. Shoesmith, Brian. Rossiter, Ned. [2004] (2004). Refashioning Pop Music in Asia: Cosmopolitan flows, political tempos and aesthetic Industries. Routeledge Publishing. আইএসবিএন ০-৭০০৭-১৪০১-৪
  7. Kakisensi web. "Kakiseni article ওয়েব্যাক মেশিনে আর্কাইভকৃত ১০ জুন ২০০৭ তারিখে." An introduction to shidaiqu. Retrieved on 26 April 2007.
  8. May Bo Ching (২০০৯)। Helen F. SIU ও Agnes S. KU, সম্পাদক। Hong Kong Mobile: Making a Global Population। Hong Kong University Press। পৃষ্ঠা 60। আইএসবিএন 978-9622099180 
  9. ""SHANGHAI IN THE 1930S"- Legendary Women"। ১১ জুলাই ২০১৩। ৬ ফেব্রুয়ারি ২০১৫ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৬ ফেব্রুয়ারি ২০১৫ 
  10. "FROM SHANGHAI WITH LOVE"Naxos। ৮ জুলাই ২০১৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৯ নভেম্বর ২০২১ 
  11. "From Shanghai with love"। ৩১ ডিসেম্বর ২০০১। 
  12. "阿金"鲁迅散文精选 (Selected Writings of Lu Xun)鲁迅। জানুয়ারি ২০১৩। পৃষ্ঠা 215। আইএসবিএন 9787539183763但我却也叨光听到了男嗓子的上低音(barytone)的歌声,觉得很自然,比绞死猫儿似的《毛毛雨》要好得天差地远。 translation: "But I was blessed with a performance of male baritone voice, and it sounded very natural; compared to the strangling cat sound of "The Drizzle", the difference is like heaven and earth. 
  13. Gary G. Xu (২০১২)। "Chapter 24 - Chinese Cinema and Technology"। Yingjin Zhang। A Companion to Chinese Cinema। Wiley-Blackwell। আইএসবিএন 978-1444330298 
  14. Broughton, Simon; Ellingham, Mark; Trillo, Richard (২০০০)। World Music: The Rough Guide। Rough Guides Publishing Company। পৃষ্ঠা 49। আইএসবিএন 1-85828-636-0 
  15. Broughton, Simon; Ellingham, Mark; Trillo, Richard (২০০০)। World Music: The Rough Guide। Rough Guides Publishing Company। পৃষ্ঠা 34। আইএসবিএন 1-85828-636-0 
  16. Marc L. Moskowitz (২০০৯)। Cries of Joy, Songs of Sorrow: Chinese Pop Music and Its Cultural Connotations। University of Hawaii Press। পৃষ্ঠা 6। আইএসবিএন 978-0824834227 
  17. China.org.cn. "China.org.cn." Chinese pop music since the 1980s p2. Retrieved on 5 January 2009.
  18. Baranovitch, Nimrod (২০০৩)। China's new voices: popular music, ethnicity, gender, and politics, 1978–1997বিনামূল্যে নিবন্ধন প্রয়োজন। University of California Press। পৃষ্ঠা 11–13। আইএসবিএন 9780520936539 
  19. Huang, Andrew C.C. (১৮ ডিসেম্বর ২০০৯)। "MUSIC: Standing on the shoulders of idols"Taipei Times। পৃষ্ঠা 15। সংগ্রহের তারিখ ১৬ জুলাই ২০১১ 
  20. Richard Gunde (২০০১)। Culture and Customs of China। Greenwood। পৃষ্ঠা 101। আইএসবিএন 978-0313361180 
  21. Faye Wong is All Woman Taipei Times, 26 November 2004. Retrieved 4 December 2006.
  22. "Dai Si Cong: Faye's Success Continues to be Unparallelled" ওয়েব্যাক মেশিনে আর্কাইভকৃত ৭ ডিসেম্বর ২০০৮ তারিখে (চীনা ভাষায়), Xinhua News, 12 June 2006. Retrieved 28 March 2007.
  23. 金曲20年張學友魅力依舊 《吻別》成歌迷最愛
  24. "华语歌坛百名歌手销量统计(2006年版)"GG800.com। ৫ জুলাই ২০০৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১ মে ২০০৯ 
  25. China (Taiwan), Ministry of Foreign Affairs, Republic of (২০১৪-১০-০১)। "Fine-tuned Melody"Taiwan Today (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০২১-১২-০৫ 
  26. "Chinese Top Ten Music Awards"Google Arts & Culture (ইংরেজি ভাষায়)। ২০২১-১২-০৫ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০২১-১২-০৫ 
  27. "Global Music Awards - Music Competition"www.globalmusicawards.com। সংগ্রহের তারিখ ২০২১-১২-০৫ 
  28. "Mandopop stars Kenji Wu, Zhang Jie win big at 15th GCMA"TODAYonline। সংগ্রহের তারিখ ২০২১-১২-০৫