বিষয়বস্তুতে চলুন

মানিকগঞ্জ সরকারি মহিলা কলেজ

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
মানিকগঞ্জ সরকারি মহিলা কলেজ
ধরনসরকারি কলেজ
স্থাপিত১৯৭২
অধ্যক্ষপ্রফেসর ড. মো: মাহবুবুর রহমান
ঠিকানা
শহিদ রফিক সড়ক
, ,
১৮০০
,
শিক্ষাঙ্গনশহর
সংক্ষিপ্ত নামমা.স.ম.ক
অধিভুক্তিজাতীয় বিশ্ববিদ্যালয়
ওয়েবসাইটmanikgonjmohilacollege.edu.bd
মানচিত্র

মানিকগঞ্জ সরকারি মহিলা কলেজ মানিকগঞ্জ সদর উপজেলা,মানিকগঞ্জ, ঢাকার একটি সরকারি মালিকানাধীন উচ্চ মাধ্যমিক প্রতিষ্ঠান [][] এই কলেজটি প্রতিষ্ঠিত হয়েছিল ১৯৭২ সালে। []

ওয়েবসাইটঃ https://manikgonjmohilacollege.edu.bd/

ফেসবুক পেইজঃ https://www.facebook.com/govt.mohilacollegemanikganj/

ফেসবুক গ্রুপঃ https://www.facebook.com/groups/1088012661256745

ইউটিউব চ্যানেলঃ https://www.youtube.com/@manikganjmohilacollege

ইতিহাস

[সম্পাদনা]

১৯৭২ সালে কলেজটির যাত্রা শুরু করে ডিগ্রী ও ১৯৯২ সালে এইচএসসি পর্যায় শুরু হয় । এবং ২০১১ সালে কলেজ শুরু অনার্স পর্যায়ের শিক্ষা প্রদান । এই কলেজি সরকারি করণ করা হয় ১৯৮৫ সালে । []

ক্যাম্পাস

[সম্পাদনা]

মানিকগঞ্জ সরকারি মহিলা কলেজ ৫.৩৮ একর জমির উপর দাঁড়িয়েছে। এই কলেজের ৩টি ক্যাম্পাস রয়েছে। ১ম ক্যাম্পাস যা ”মূল ভবন” ২য় ক্যাম্পাস “বিজ্ঞান ভবন” নামে পরিচিত। ৩য় ক্যাম্পাসটি ভবন শুন্য দেয়ালে ঘেরা নিচু জমি হিসেবে রয়েছে।

লাইব্রেরি

[সম্পাদনা]

মানিকগঞ্জ সরকারি মহিলা কলেজের লাইব্রেরিতে প্রায় ৭,০০০ বই রয়েছে। []

শিক্ষক মন্ডলী

[সম্পাদনা]

মানিকগঞ্জ সরকারি মহিলা কলেজ এর অধ্যক্ষ প্রফেসর ড. মো: মাহবুবুর রহমান এবং উপাধ্যক্ষ প্রফেসর রঞ্জিত কুমার সরকার।

বিভিন্ন বিভাগের শিক্ষকগণের নাম:

বাংলাঃ

জনাব শাহানারা খাতুন, সহযোগী অধ্যাপক, বিভাগীয় প্রধান

জনাব মুর্শিদ জাহান, সহকারী অধ্যাপক

জনাব আমিনুল ইসলাম, প্রভাষক

জনাব মোঃ নূরুন্নবী, প্রভাষক বাংলা

ইংরেজিঃ

জনাব অজিত কুমার মন্ডল, সহযোগী অধ্যাপক, বিভাগীয় প্রধান

জনাব এস এম হাবিবুর রহমান, সহযোগী অধ্যাপক (ইনসিটু)

জনাব মোহাম্মদ মোফাজ্জল হোসেন খান, সহকারী অধ্যাপক (ইনসিটু)

জনাব হাসান মোঃ মোস্তাফিজুর রহমান (ইনসিটু)

রাষ্ট্রবিজ্ঞানঃ

জনাব মুহাম্মদ ইমাম মেহেদী, সহকারী অধ্যাপক (বিভাগীয় প্রধান)

জনাব মনি সাহা, প্রভাষক

জনাব মোঃ জাহিদুল ইসলাম

ইতিহাসঃ

ড. বেগম হোসনে আরা, সহযোগী অধ্যাপক (ইনসিটু)

জনাব হারুন-অর-রশীদ, সহকারী অধ্যাপক (ইনসিটু)

ইসলামের ইতিহাস ও সংস্কৃতিঃ

জনাব মোঃ আবুবকর ছিদ্দীক মোল্লা, সহযোগী অধ্যাপক (ইনসিটু) বিভাগীয় প্রধান

জনাব শামীম আহমেদ, সহকারী অধ্যাপক (ইনসিটু) (সংযুক্ত মাউশি)

জনাব সেলিম, প্রভাষক

অর্থনীতিঃ

জনাব এস এম সিরাজুল হক, সহযোগী অধ্যাপক (ইনসিটু)

জনাব মোঃ মাজহারুল ইসলাম, প্রভাষকদর্শনঃ

জনাব মোঃ আবদুর রহমান খান, সহকারী অধ্যাপক

জবাব শারমিন আক্তার, সহকারী অধ্যাপক (ইনসিটু)

জনাব ইয়াসমিন আক্তার, প্রভাষক

ভূগোলঃ

জনাব আবিদা সুলতানা, সহকারী অধ্যাপক (ইনসিটু)

জনাব শিরিন আক্তার, প্রভাষক

রসায়নঃ

জনাব মোঃ রফিকুল ইসলাম, সহযোগী অধ্যাপক (ইনসিটু)

জনাব কৃষ্ণ চন্দ্র দাম, প্রভাষক

পদার্থবিজ্ঞানঃ

জনাব এস এস সাইদুজ্জামান, সহকারী অধ্যাপক

জনাব নাজনীন আরা পারভীন

গণিতঃ

জানব মোহাম্মদ আবুবকর সিদ্দিক, সহকারী অধ্যাপক

জনাব মোঃ রাসের মিয়া

জীববিজ্ঞানঃ

ড. মোসাম্মৎ সাজেদা আকন্দ, সহযোগী অধ্যাপক (ইনসিটু)

হিসাববিজ্ঞানঃ

জনাব মোহাম্মদ রফিকুল ইসলাম, সহযোগী অধ্যাপক (ইনসিটু)

জনাব মুরাদ রায়হান রানা, প্রভাষক

ব্যবস্থাপনাঃ

জনাব নাসিমা আক্তার, প্রভাষক

গার্হস্ত্য বিজ্ঞানঃ

জনাব ইয়াফা খন্দকার

শরীরচর্চা শিক্ষক

জানাব মোঃ রাশেদ মিয়া

[]

অনুষদ এবং বিভাগ

[সম্পাদনা]

মানিকগঞ্জ সরকারি মহিলা কলেজে শুধুমাত্র কলা অনুষদ ও সামাজিক বিজ্ঞান অনুষদ রয়েছে । এই অনুষদ রয়েছে পাঁচটি বিভাগ ।

  • বাংলা বিভাগ
  • ইংরেজি বিভাগের
  • রাষ্ট্রবিজ্ঞান বিভাগ
  • ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগ
  • দর্শন বিভাগ
[]
ডিগ্রী (পাস) কোর্স
  • ডিগ্রী (পাস) বিএ ও বিএসএস []

আরও দেখুন

[সম্পাদনা]

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. "Manikgonj govt mohila college"infomap24.com। ১৪ মে ২০১৬ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১২ অক্টোবর ২০১৮ 
  2. "Manikganj Mohila College"moumachi.com। ১৭ অক্টোবর ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১২ অক্টোবর ২০১৮ 
  3. "MANIKGANJ MAHILA COLLEGE - 5802"nubd.info 

বহিঃসংযোগ

[সম্পাদনা]