মানকাচর বিধানসভা কেন্দ্র

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
মানকাচর
বিধানসভা কেন্দ্র
আসামের ১২৬ টি বিধানসভা কেন্দ্রের ২১ নং চিহ্নিত কেন্দ্রটি মানকাচর
আসামের ১২৬ টি বিধানসভা কেন্দ্রের ২১ নং চিহ্নিত কেন্দ্রটি মানকাচর
দেশ ভারত
রাজ্যআসাম
বিভাগনিম্ন আসাম
জেলাদক্ষিণ শালমারা-মানকাচর
কেন্দ্র নং.২১
লোকসভা কেন্দ্র৪. ধুবড়ী
নির্বাচনী বছর২,২৬,৬৪৯ (২০২১)

মানকাচর বিধানসভা উত্তর-পূর্ব ভারতের আসাম রাজ্যের বিধানসভার ১২৬টি নির্বাচনী এলাকার মধ্যে অন্যতম। এই আসনটি সংরক্ষিত নয়।[১][২] এই বিধানসভা কেন্দ্রটি ১৯৫২ সাল থেকে কার্যকর এবং সর্বাধিকবার বিজিত দলটি হলো ভারতীয় জাতীয় কংগ্রেস (ছয় বার)।

ভোটার পরিসংখ্যান[সম্পাদনা]

২০২১ খ্রিস্টাব্দে সংঘটিত বিধানসভা নির্বাচনে এই কেন্দ্র থেকে মোট যোগ্য ভোটারের সংখ্যা ২,২৬,৬৪৯ জন যার মধ্যে পুরুষ ভোটার ১,১৪,৪৫২ জন এবং নারী ভোটার ১,১২,১৯২ জন। এছাড়াও পাঁচজন নথিভূক্ত ভোটার নিজেদের তৃতীয় লিঙ্গ বলে উল্লেখ করেছেন। মানকাচর বিধানসভা কেন্দ্রে ২০২১ ভোটার লিঙ্গানুপাত ৯৮০।

২০১৬ খ্রিস্টাব্দে সংঘটিত বিধানসভা নির্বাচনে এই কেন্দ্র থেকে মোট যোগ্য ভোটারের সংখ্যা ছিলো ১,৮২,৭৯১ জন যার মধ্যে পুরুষ ভোটার ৯২,৯২৬ জন এবং নারী ভোটার ৮৯,৮৬৫ জন। আবার ২০১১ খ্রিস্টাব্দে সংঘটিত বিধানসভা নির্বাচনে এই কেন্দ্র থেকে মোট যোগ্য ভোটারের সংখ্যা ১,৫৫,১৭৮ জন যার মধ্যে পুরুষ ভোটার ৭৯,১৯৯ জন এবং নারী ভোটার ৭৫,৯৭৯ জন।[৩]

বিধানসভার সদস্য[সম্পাদনা]

স্বাধীনতার পূর্বে ১৯৩৭ খ্রিস্টাব্দে এই আসন থেকে নিখিল ভারত মুসলিম লীগের মৌলানা ভাসানী ভোটে জয়লাভ করেন।[৪] পরের বার ১৯৪৬ খ্রিস্টাব্দে জয়লাভ করেন মুসলিম লীগের মোহাম্মদ আবদুল কাশেম।[৫] তখন এই আসনটি ধুবড়ী দক্ষিণ নামে পরিচিত ছিল।

বর্তমান বিধানসভা কেন্দ্র: মানকাচর [৬][সম্পাদনা]

নির্বাচন বিধায়ক রাজনৈতিক দল সময়কাল
১৯৫২ কোবাদ হোসেন আহমেদ আইএনসি ১৯৫২-৬২
১৯৫৭
১৯৬২ জাহিরুল ইসলাম স্বতন্ত্র ১৯৬২-৭২
১৯৬৭
১৯৭২ নুরুল ইসলাম আইএনসি ১৯৭২-৭৮
১৯৭৮ জাহিরুল ইসলাম জেপি ১৯৭৮-৮৫
১৯৮৩ আইএনসি
১৯৮৫ আমিনুল ইসলাম স্বতন্ত্র ১৯৮৫-৯১
১৯৯১ জাহিরুল ইসলাম আইএনসি ১৯৯১-৯৬
১৯৯৬ আমিনুল ইসলাম অগপ ১৯৯৬-২০০১
২০০১ হোসেনরা ইসলাম

এনসিপি

২০০১-০৬
২০০৬ ড. মতিউর রোহমান মণ্ডল স্বতন্ত্র ২০০৬-১১
২০০১ জাবেদ ইসলাম ২০১১-১৬
২০১৬ ড. মতিউর রোহমান মণ্ডল আইএনসি ২০১৬-২১
২০২১ আমিনুল ইসলাম এআইইউডিএফ ২০২১-বর্তমান

নির্বাচনী ফলাফল[সম্পাদনা]

২০২১ ফলাফল[সম্পাদনা]

আসাম বিধানসভা নির্বাচন, ২০২১: মানকাচর[৭][৮]
দল প্রার্থী ভোট % ±%
গণতান্ত্রিক মোর্চা আমিনুল ইসলাম ১,২৫,৮৭৩ ৬০.৭২ +৩১.৬৭
অগপ জাবেদ ইসলাম ৬৯,০৩৩ ৩৩.৩০
স্বতন্ত্র জামির আলি ৪,২০০ ২.০৩
স্বতন্ত্র মনোয়ার হোসেন ২,৬৩৭ ১.২৭
স্বতন্ত্র রুকুনুর জামান ১,০০৩ ০.৪৮
এসইউসিআই(সি) শহীদুল আলম ৭৩৯ ০.৩৬
এসপি সৈয়দ হোসেন ইমন ৯১৯ ০.৪৪
ন্যাশনাল পিপল'স পার্টি (ভারত) আমিনুল ইসলাম ১,৯৬৭ ০.৯৫
উপরের কোনোটিই নয় উপরের কোনোটিই নয় ৯২১ ০.৪৪
সংখ্যাগরিষ্ঠতা ৫৬,৮৪০ ৩১.৬৭
ভোটার উপস্থিতি ২,০৮,১৪২ ৯১.৮৩
কংগ্রেস থেকে গণতান্ত্রিক মোর্চা অর্জন করেছে সুইং

২০১৬ ফলাফল[সম্পাদনা]

আসাম বিধানসভা নির্বাচন, ২০১৬: মানকাচর
দল প্রার্থী ভোট % ±%
কংগ্রেস মোতিউর রহমান মন্ডল ৫৪,১৮১ ৩১.৫৬
গণতান্ত্রিক মোর্চা আমিনুল ইসলাম ৪৯,৮৬৮ ২৯.০৫
স্বতন্ত্র জাবেদ ইসলাম ৪৮,৩৫৮ ২৮.১৭
বিজেপি আব্দুল সালাম শাহ ৮,৪৯০ ৪.৯৪
স্বতন্ত্র আমিনুল ইসলাম ৬,৭১৮ ৩.৯১
স্বতন্ত্র রুকুনুর জামান ১,৩৯৯ ০.৮১
এসইউসিআই(সি) পেহচান আলি ১,১৮৬ ০.৬৯
এসপি মোস্তাক মহ. মোকজেদুর হাসান ৫৯০ ০.৩৪
উপরের কোনোটিই নয় উপরের কোনোটিই নয় ৮৩৫ ০.৪৮
সংখ্যাগরিষ্ঠতা ৪,৩১৩ ২.৫১
ভোটার উপস্থিতি ১,৭১,৬২৫ ৯৩.৮৯
স্বতন্ত্র থেকে কংগ্রেস অর্জন করেছে সুইং

২০১১ ফলাফল[সম্পাদনা]

আসাম বিধানসভা নির্বাচন, ২০১১: মানকাচর
দল প্রার্থী ভোট % ±%
স্বতন্ত্র জাবেদ ইসলাম ৬৪,৬৩৯ ৪৫.৮৬
কংগ্রেস মোতিউর রহমান মন্ডল ৫৩,৮৫২ ৩৮.২১
গণতান্ত্রিক মোর্চা গালিব ইসলাম ১৪,২৫২ ১০.১১
অগপ আব্দুল সালাম শাহ ৫,৩৩৪ ৩.৭৮
এসইউসিআই(সি) সুরত জামান মন্ডল ১,০৩৪ ০.৭৩
বিজেপি বনোয়ারী লাল আগরওয়ালি ৯৬৬ ০.৬৯
তৃণমূল নীতীশ আলেম্মান (দাস) ৪৯০ ০.৩৫
এনসিপি আব্দুল মান্নান ৩৭৯ ০.২৭
সংখ্যাগরিষ্ঠতা ১০,৭৮৭ ৭.৬৫
ভোটার উপস্থিতি ১,৪০,৯৪৬ ৯০.৮৩
স্বতন্ত্র নির্বাচনী এলাকা ধরে রাখে সুইং

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. "Delimitation of Parliamentary and Assembly Constituencies Order, 2008" (পিডিএফ)। The Election Commission of India। পৃষ্ঠা 42, 72। ৫ অক্টোবর ২০১০ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৮ জুন ২০১৬ 
  2. "About mankachar constituency"Election.in (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ১৬ মে ২০২১ 
  3. https://www.news18.com/assembly-elections-2021/assam/mankachar-election-result-s03a021/
  4. "Assam Legislative Assembly - MLA 1937-46"assamassembly.gov.in। সংগ্রহের তারিখ ২০২১-০৮-০৪ 
  5. "Assam Legislative Assembly - MLA 1946-1952"assamassembly.gov.in। সংগ্রহের তারিখ ২০২১-০৮-০৪ 
  6. "List of Wiining MLA's from Patharkandi Till Date"। elections.in। সংগ্রহের তারিখ অক্টো ১৬, ২০২১ 
  7. TimesNow। "Mankachar Assembly Election Results 2021 LIVE - Mankachar Vidhan Sabha Election Results"TimesNow (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০২১-০৫-১২ 
  8. "Mankachar Assembly Constituency Election Result - Legislative Assembly Constituency"resultuniversity.com। সংগ্রহের তারিখ ২০২১-০৬-১৪