মাদেহা বিনতে আহমেদ বিন নাসির আল শিবানীয়া

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
মাদেহা বিনতে আহমেদ বিন নাসির আল শিবানীয়া
জাতীয়তা ওমান
পেশারাজনীতিবিদ

মাদেহা বিনতে আহমেদ বিন নাসির আল শিবানীয়া একজন ওমানি রাজনীতিবিদ। তিনি ওমান সরকারের শিক্ষা মন্ত্রণালয়ের মন্ত্রী।

শিক্ষা[সম্পাদনা]

মাদেহা বিনতে আহমেদ বিন নাসির আল শিবিনিয়াহ শিক্ষা বিষয়ে ইউনিভার্সিটি অব ক্যালিফোর্নিয়া, সান্তা বারবারা থেকে পিএইচডি ডিগ্রী লাভ করেন।

কর্মজীবন[সম্পাদনা]

তিনি ওমানি জাতীয় শিক্ষা, সংস্কৃতি, এবং বিজ্ঞান জাতীয় কমিশনের চেয়ারপারসন। তিনি ওমানের শিক্ষা মন্ত্রী। ২০১৭ সালে ফোর্বস মধ্য প্রাচ্যে বিভিন্ন সরকারের প্রভাবশালী আরব নারীদের তালিকায় তাকে সপ্তম স্থানে রেখেছিল।[১] ২০১১ সালে তিনি সুলতান কাবুস বিন সাইদ আল সাইদ কর্তৃক শিক্ষা মন্ত্রী নিযুক্ত হন। ওমানের ইতিহাসে সরকারের মন্ত্রিপরিষদ পদে অধিষ্ঠিত তিনি তৃতীয় নারী মন্ত্রী ছিলেন। তিনি পূর্ববর্তী শিক্ষা মন্ত্রী ইয়াহিয়া বিন সৌদ আল সুলাইমি এর পদে অধিষ্ঠিত হন।[২] ২০১৪ সালে তিনি জাপানে একটি সরকারি সফরে যান।[৩] তিনি ওমানের ন্যানো প্রযুক্তি বিষয়ে দ্বিতীয় উপসাগরীয় ফোরাম আয়োজন এবং পৃষ্ঠপোষকতা করেন।[৪] তিনি ওমানের শিক্ষকদের পেশাগত প্রশিক্ষণের জন্য বিশেষ কেন্দ্রের সুপারভাইজার কমিটির চেয়ারপার্সন। ২০১৬ সালে তিনি কেন্দ্রীয় লাইব্রেরি উদ্বোধন করেন এবং এটির ওয়েবসাইট ও সোশ্যাল মিডিয়ার পৃষ্ঠাগুলির উপর নজর রাখেন।[৫]

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. "Top 10 Most Powerful Arab Women In Government 2017"Forbes Middle East। ১ ডিসেম্বর ২০১৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৭ নভেম্বর ২০১৭ 
  2. Nath, Ravindra। "Sultan Qaboos names new minister"khaleejtimes.com। সংগ্রহের তারিখ ১৭ নভেম্বর ২০১৭ 
  3. "Japan-Oman Relations (Basic Data)"mofa.go.jp (জাপানি ভাষায়)। Ministry of Foreign Affairs of Japan। সংগ্রহের তারিখ ১৭ নভেম্বর ২০১৭ 
  4. "SQU to host second Gulf forum on nanotechnology awareness"nanoisola.com (ইংরেজি ভাষায়)। ১ ডিসেম্বর ২০১৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৭ নভেম্বর ২০১৭ 
  5. "H.E. Dr. Madiha bint Ahmed bin Nassir al-Shaibaniyah, Minister of Education, heads meeting of the Supervisory Committee of the Specialised Centre for Professional Training of Teachers"havasapps.com। Specialised Training Centre। সংগ্রহের তারিখ ১৭ নভেম্বর ২০১৭