মাথাভাঙ্গা ১ সমষ্টি উন্নয়ন ব্লক

স্থানাঙ্ক: ২৬°১৭′২৮″ উত্তর ৮৯°১৩′৫৩″ পূর্ব / ২৬.২৯১১৬১০° উত্তর ৮৯.২৩১৪৬১০° পূর্ব / 26.2911610; 89.2314610
উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
মাথাভাঙ্গা ১
মাথাভাঙ্গা ১ সমষ্টি উন্নয়ন ব্লক
সমষ্টি উন্নয়ন ব্লক
মাথাভাঙ্গা ১ পশ্চিমবঙ্গ-এ অবস্থিত
মাথাভাঙ্গা ১
মাথাভাঙ্গা ১
ভারত তথা পশ্চিমবঙ্গে অবস্থান
স্থানাঙ্ক: ২৬°১৭′২৮″ উত্তর ৮৯°১৩′৫৩″ পূর্ব / ২৬.২৯১১৬১০° উত্তর ৮৯.২৩১৪৬১০° পূর্ব / 26.2911610; 89.2314610
রাষ্ট্র ভারত
রাজ্যপশ্চিমবঙ্গ
জেলাকোচবিহার
সরকার
 • ধরনসমষ্টি উন্নয়ন ব্লক
আয়তন
 • মোট৩০০.৬১ বর্গকিমি (১১৬.০৭ বর্গমাইল)
জনসংখ্যা (২০১১)
 • মোট২,১৮,১৯১
 • জনঘনত্ব৭৩০/বর্গকিমি (১,৯০০/বর্গমাইল)
ভাষা
 • দাপ্তরিকবাংলা, ইংরাজী
সময় অঞ্চলভারতীয় প্রমাণ সময় (ইউটিসি+৫:৩০)
লোকসভা নির্বাচন কেন্দ্রকোচবিহার
বিধানসভা নির্বাচন কেন্দ্রমাথাভাঙ্গা, শীতলকুচি
ওয়েবসাইটcoochbehar.gov.in

পূর্ব ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের জলপাইগুড়ি বিভাগে অবস্থিত কোচবিহার জেলার মাথাভাঙ্গা মহকুমার অবস্থিত একটি ব্লক হলো মাথাভাঙ্গা ১ সমষ্টি উন্নয়ন ব্লক। ব্লকটির ব্লকসদর মাথাভাঙ্গাতে অবস্থিত৷ [১][২]

ভূগোল[সম্পাদনা]

কোচবিহার জেলা মূলত নিম্ন ডুয়ার্স অঞ্চলে অবস্থিত। এবং জলঢাকা নদীকে প্রমাণ ধরে কোচবিহার সমতলভূমি কে পূর্ব এবং পশ্চিম দুটি ভাগে বিভক্ত করা হয়। পশ্চিম দিকে অবস্থিত সমতলভূমি অর্থাৎ মাথাভাঙ্গা ১ সমষ্টি উন্নয়ন ব্লক তুলনামূলকভাবে অধিক উচ্চতা বিশিষ্ট। এই ব্লকের নদ-নদীগুলি উত্তর থেকে দক্ষিণ-পূর্ব দিকে প্রবাহিত। নদী গুলি হল যথাক্রমে, জলঢাকা, সুটুঙ্গা, নেন্দা, মানসাই এবং ধরলা নদী[৩]

মাথাভাঙ্গা ১ সমষ্টি উন্নয়ন ব্লক এর উত্তর ও পূর্ব দিকে রয়েছে মাথাভাঙ্গা ২ সমষ্টি উন্নয়ন ব্লক, পশ্চিম দিকে রয়েছে মেখলিগঞ্জ সমষ্টি উন্নয়ন ব্লক, দক্ষিণ দিকে রয়েছে শীতলকুচি সমষ্টি উন্নয়ন ব্লক। এছাড়াও আন্তর্জাতিকভাবে ব্লকটির দক্ষিণ পশ্চিম প্রান্তে রয়েছে বাংলাদেশের লালমনিরহাট জেলার পাটগ্রাম উপজেলা[৪][৫]

মাথাভাঙ্গা ১ সমষ্টি উন্নয়ন ব্লকটির সর্বমোট গ্রামীণ ক্ষেত্রফল ৩০০. ৬১ বর্গকিলোমিটার৷ [২] এখানে একটি পঞ্চায়েত সমিতি দশটি গ্রাম পঞ্চায়েত, ১৩৭ টি গ্রাম সংসদ, ১০২ টি মৌজা এবং ১০১ টি জনাধিষ্ঠিত গ্রাম রয়েছে। [৬] মাথাভাঙ্গা পুলিশ থানাটি এই ব্লকে পরিষেবা দান করে। [৭]

মাথাভাঙ্গা ১ সমষ্টি উন্নয়ন ব্লকের গ্রাম পঞ্চায়েতগুলি হলো; বৈরাগীরহাট, গোপালপুর, হাজরাহাট ১ ও ২, জোড়পাটকি, কেদারহাট, কুর্শামারী, নয়ারহাট, পঞ্চগড় এবং শিকারপুর।[৮]

জনতত্ত্ব[সম্পাদনা]

জনসংখ্যা[সম্পাদনা]

২০১১ খ্রিস্টাব্দের ভারতের জনগণনা অনুসারে মাথাভাঙ্গা ১ সমষ্টি উন্নয়ন ব্লকের মোট জনসংখ্যা ২,১৮,১৯১ জন, যার সমগ্রই গ্রামীণ৷ ব্লকটিতে ১,১২,৪৯৭ জন পুরুষ এবং ১,০৫,৬৯৪ জন মহিলা অর্থাৎ প্রতি হাজার পুরুষে ৯৪০ জন মহিলা থাকেন। ছয় বৎসর অনূর্ধ্ব শিশু সংখ্যা ৩০,০৮৭। ব্লকের ৬৮.৭৭ শতাংশ অর্থাৎ ১,৫০,০৫৭ জন তপশিলি জাতি এবং ০.০৬ শতাংশ অর্থাৎ ১৪০ জন তপশিলি উপজাতি সম্প্রদায়ের অন্তর্ভুক্ত। [৯][১০]

২০১১ খ্রিস্টাব্দের জনগণনা অনুযায়ী মাথাভাঙ্গা ১ ব্লকে একটিও জনগণনা শহর না থাকলেও এই ব্লকে অবস্থিত চার হাজারেরও অধিক জনসংখ্যা বিশিষ্ট গ্রাম গুলি হল: জোড়শিমুলি (৪৯৮৪), ভোগরামগুড়ি (৭৬৪০), বুড়াবুড়ি (৪২২০), চেঙ্গারখাতা খাগড়িবাড়ী (৪৭৯২), ছোট কেশরীবাড়ী (৪৬৬৪), পানিগ্রাম (৮৫২২), গেন্দুগুড়ি (৪৪৪৫), ভাঙামোড় (৭২৫৯), অশোকবাড়ী প্রথমখণ্ড (৫৯৩৪), বড়ঘরিয়া গড়কুটা (৪৫৩১), কৌয়ারদাড়া (৪৫০৬), বাইশগুড়ি (৪৬৪২), পচ্ছগড় (৫৮০০), খাটেরবাড়ী (৮৪১৪) এবং জোড়পাটকি (৫৮৩৬)।[৯]

২০০১ খ্রিস্টাব্দে ব্লকটির জনসংখ্যা ছিল ১,৮৬,৬৮৩ জন। ২০০১ থেকে ২০১১ খ্রিস্টাব্দের মধ্যে মাথাভাঙ্গা ১ সমষ্টি উন্নয়ন ব্লকে জনসংখ্যা বৃদ্ধির হার ১৬.৮৮ শতাংশ।

সাক্ষরতা[সম্পাদনা]

সর্বশেষ ২০১১ খ্রিস্টাব্দের জনগণনা অনুসারে মাথাভাঙ্গা ১ সমষ্টি উন্নয়ন ব্লকে মোট সাক্ষর সংখ্যা ১৩৪,৫১৭ জন যা ব্লকটির ছয় বৎসরোর্ধ্ব জনসংখ্যার ৭১.৫১ শতাংশ, যেখানে পুরুষ সাক্ষরতার হার ৭৮.৮৩ শতাংশ অর্থাৎ ৭৬,৫০০ জন এবং নারী সাক্ষরতার হার ৬৩.৭১ শতাংশ অর্থাৎ ৫৮,০১৭ জন। [৯]

ভাষা ও ধর্ম[সম্পাদনা]

মাথাভাঙ্গা মহকুমার তিনটি ব্লক ও একটি পুরসভা শহরে প্রচলিত ভাষা, বিভিন্ন ধর্মাবলম্বী ও তাদের শতকরা হার নিম্নরূপ,

ভাষা[সম্পাদনা]

মাথাভাঙ্গা মহকুমাটিতে সর্বাধিক প্রচলিত ভাষাটি হলো বাংলা যা সমগ্র মহকুমার ৪৬৯৪৭৮ জনের মধ্যে ৪৬১২৪৭ (৯৮.২৫%) জনের মাতৃভাষা ৷

ক্রম সমষ্টি উন্নয়ন ব্লকের নাম সর্বমোট জনসংখ্যা - ২০১১ সর্বাধিক প্রচলিত ভাষা দ্বিতীয় সর্বাধিক প্রচলিত ভাষা তৃৃতীয় সর্বাধিক প্রচলিত ভাষা চতুর্থ সর্বাধিক প্রচলিত ভাষা অন্যান্য ভাষাসমূহের জনসংখ্যা পাই চিত্র
মাথাভাঙ্গা ১ ২,১৮,১৯১ বাংলা - ২,১৭,৬৬১ (৯৯.৭৬%) অন্যান্য - ৫৩০

মাথাভাঙ্গা ১ এ ভাষার পাই চিত্র

  বাংলা (৯৯.৭৬%)
  অন্যান্য (০.২৪%)
মাথাভাঙ্গা ২ ২,২৭,৩৯৭ বাংলা - ২,২১,৬৬৯ (৯৭.৪৮%) হিন্দি - ৪,৭২২ (২.০৮%) অন্যান্য - ১০০৬

মাথাভাঙ্গা ২ এ ভাষার পাই চিত্র

  বাংলা (৯৭.৪৮%)
  হিন্দি (২.০৮%)
  অন্যান্য (০.৪৪%)
শীতলকুচি ১,৮৫,৩৫৩ বাংলা - ১,৮৪,৯৯৮ (৯৯.৮১%) অন্যান্য - ৩৫৫

শীতলকুচিতে ভাষার পাই চিত্র

  বাংলা (৯৯.৮১%)
  অন্যান্য (০.১৯%)
* মাথাভাঙ্গা পৌরসভা ২৩,৮৯০ বাংলা - ২১,৯১৭ (৯১.৭৪%) হিন্দি - ১,৯১১ (৮.০০%) অন্যান্য - ৬২

মাথাভাঙ্গা পৌরসভা এ ভাষার পাই চিত্র

  বাংলা (৯১.৭৪%)
  হিন্দি (৮.০০%)
  অন্যান্য (০.২৬%)

ধর্ম[সম্পাদনা]

ক্রম সমষ্টি উন্নয়ন ব্লকের নাম সর্বমোট জনসংখ্যা ২০১১ - ৬,৫৪,৮৩১ হিন্দু ধর্মাবলম্বী জনসংখ্যা ২০১১ - ৫,০৯,৬২৪ (৭৭.৮৩%) ইসলাম ধর্মাবলম্বী জনসংখ্যা ২০১১ - ১,৪২,৭০৯ (২১.৭৯%) খ্রিস্টান ধর্মাবলম্বী জনসংখ্যা ২০১১ - ৬২৪ শিখ ধর্মাবলম্বী জনসংখ্যা ২০১১ - ৯১ বৌদ্ধ ধর্মাবলম্বী জনসংখ্যা ২০১১ - ৩৯ জৈন ধর্মাবলম্বী জনসংখ্যা ২০১১ - ১৮২ অন্যান্য ধর্মাবলম্বী জনসংখ্যা ২০১১ - ১৫৬২ সংখ্যাগরিষ্ঠ ধর্ম ২০১১ - হিন্দু
মাথাভাঙ্গা ১ ২,১৮,১৯১ ১,৭৬,২২৫ (৮০.৭৭%) ৪০,৬১৫ (১৮.৬১%) ৪৭ ২৫ ১২ ১২৫৮ (০.৫৮%) হিন্দু
মাথাভাঙ্গা ২ ২,২৭,৩৯৭ ১,৯২,০৫৪ (৮৪.৪৬%) ৩৪,৬৯২ (১৫.২৬%) ৪১৩ ৫৪ ৩৪ ১৪২ হিন্দু
শীতলকুচি ১,৮৫,৩৫৩ ১,১৯,৬০৩ (৬৪.৫৩%) ৬৫,৪৪৬ (৩৫.৩১%) ১৩৬ ১৫ ১৩৭ হিন্দু
* মাথাভাঙ্গা পৌরসভা ২৩,৮৯০ ২১,৭৪২ (৯১.০১%) ১,৯৫৬ (৮.১৯%) ২৮ ১২ ১২৪ (০.৫২%) ২৫ হিন্দু

পরিবহন[সম্পাদনা]

এই ব্লকে নিউ মাল-চ্যাংড়াবান্ধা-নিউ কোচবিহার লাইনের কুড়ি কিলোমিটার দীর্ঘ রেলপথ রয়েছে এবং এই পথে অবস্থিত দুটি রেলস্টেশন হলো:[১১][১২]

এই ব্লকের উপর দিয়ে ১২ এ নং রাজ্য সড়ক দীর্ঘায়িত। [৫]

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. "Contact details of Block Development Officers"Cooch Behar district। West Bengal Government। ২০১১-০৯-০২ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০১১-০৩-২০ 
  2. "Census of India 2001, Provisional Population Totals, West Bengal, Table - 4"Cooch Behar District (03)। Government of West Bengal। সেপ্টেম্বর ২৭, ২০০৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০১২-০৪-১২ 
  3. https://bartamanpatrika.com/detailNews.php?cID=16&nID=184378&P=5
  4. https://m.mapsofindia.com/maps/west-bengal/tehsil/koch-bihar-amppage.html
  5. Google maps
  6. http://coochbehar.nic.in/Htmfiles/District_Administration.html
  7. http://coochbehar.nic.in/Htmfiles/CoB_Police.html
  8. "Relation between Blocks & Gram Panchayats (GPs)"। Cooch Behar District Administration। সংগ্রহের তারিখ ২০১১-০৩-২০ 
  9. "C.D. Block Wise Primary Census Abstract Data(PCA)"West Bengal – District-wise CD Blocks। Registrar General and Census Commissioner, India। সংগ্রহের তারিখ ২১ অক্টোবর ২০১৮ 
  10. http://coochbehar.nic.in/HTMfiles/Population_total.html
  11. https://indiarailinfo.com/station/map/mathabhanga-mhba/11006
  12. https://indiarailinfo.com/station/map/mathabhanga-mhba/11008