বিষয়বস্তুতে চলুন

মাত্তি সরফতি হরকাভি

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
মাত্তি সরফতি হরকাভি
নেসেটের সদস্য
2022–Yesh Atid
ব্যক্তিগত বিবরণ
জন্ম (1962-08-13) ১৩ আগস্ট ১৯৬২ (বয়স ৬২)
Kiryat Ata, Israel

মাত্তি সরফাতি হারকাভি (হিব্রু ভাষায়: מטי צרפתי הרכבי‎, জন্ম ১৩ আগস্ট ১৯৬২) একজন ইসরায়েলি রাজনীতিবিদ যিনি বর্তমানে ইয়েশ আতিদের জন্য নেসেটের সদস্য হিসাবে কাজ করছেন।

জীবনী

[সম্পাদনা]

সারফাতি হারকাভি জেরুজালেমের হিব্রু বিশ্ববিদ্যালয় থেকে বিএসসি এবং পিএইচডি অর্জন করেন এবং হাজেরা জেনেটিক্সে উদ্ভিদ জেনেটিসিস্ট হিসেবে কাজ করেন।[][] তিনি ২০১১ সালে ইওভ আঞ্চলিক পরিষদের মেয়র হন, [] এবং ২০১৮ সালের পৌরসভা নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় পুনরায় নির্বাচিত হন।[]

২০২২ সালের নেসেট নির্বাচনের আগে সরফতি হরকাভি ইয়েশ আতিদের তালিকায় অষ্টাদশ স্থানে ছিলেন।[] তিনি নেসেটে নির্বাচিত হন কারণ দলটি ২৪টি আসন জিতেছিল।

তথ্যসূত্র

[সম্পাদনা]

বহিঃসংযোগ

[সম্পাদনা]