মাটির স্বর্গ
অবয়ব
মাটির স্বর্গ | |
---|---|
পরিচালক | অনিল চৌধুরী |
প্রযোজক | গিরিশ চৌধুরী |
কাহিনিকার | গিরিশ চৌধুরী |
সুরকার | জিতেন দেব, বীরেন্দ্র দেব |
চিত্রগ্রাহক | সুবোধ বন্দ্যোপাধ্যায় |
সম্পাদক | অজিত দাস |
পরিবেশক | ইস্টার্ণ ইন্ডিয়া ডিষ্ট্রিবিউটর্চ |
মুক্তি | ১ মার্চ, ১৯৬৩ |
দেশ | ভারত ![]() |
ভাষা | অসমীয়া |
মাটির স্বর্গ ১৯৬৩ সালের ১ মার্চে মুক্তি পাওয়া একটি অসমীয়া চলচ্চিত্র। এটির পরিচালক অনিল চৌধুরী। চৌধুরী চিত্রায়নের ব্যানারে গিরিশ চৌধুরী ছবিটির প্রযোজনা করা ছাড়াও কাহিনী এবং সংলাপও লিখেছিলেন। সঙ্গীত জিতেন দেব এবং বীরেন্দ্র কুমারের।[১] ছবিটিতে একটি অভাব-অনটনে লড়াই করা গৃহস্থ এবং অন্য একটি বিলাস-বৈভবে উপচে থাকা গৃহস্থের চিত্রায়ন করা হয়েছে। কিন্তু, উক্ত দুজন গৃহস্থ যখন দুখ-কষ্ট সইতে হয় তখন কে কীভাবে এর প্রতিকার করে, এখানে তাই দেখানো হয়েছে।[২]
শিল্পী এবং কলা-কুশলী
[সম্পাদনা]- (তথ্যছকত না থাকা)
- শব্দগ্রহণ- জে ডি ইরাণী, শিশির চ্যাটার্জী
- কলা নির্দেশন- নরেশ ঘোষ
- অভিনয়- প্রসন্ন গোস্বামী, গিরিশ চৌধুরী, জমি দেওয়ান, মোবাজ্জিন আলী, সর্বেশ্বর দত্ত, বিমল নাথ, ইভা আচাও, বরুণা চৌধুরী, অর্চনা দাস, পদ্মা চৌধুরী ইত্যাদি।[১]
গীত
[সম্পাদনা]ক্রমিক নং | গানের শীর্ষক | গীতিকার | কণ্ঠ |
---|---|---|---|
১ | পূজা কী বাজার বহুত মজার, পুতুল খেলা গরা কইনা | নবকান্ত বরুয়া | অসিত কুমার |
২ | দিগন্তর পারেপারে বগাকৈ বগলী উরে, কিনো মায়া জাগে পরাণত | পুরুষোত্তম দাস | গুণদা দাস |
৩ | কান্দে রাধারাণী যমুনা পুলিনে, লোতক মুকুতামালা সরে দুনয়নে | মুক্তিনাথ বরদলৈ | বীরেন্দ্র কুমার |
৪ | চুমুকে চুমুকে চুম ছন-নন বাজে, রুণুজুনু রুণুজুনি নুপুরর ধ্বনি | জীতেন দেব | গুণদা দাস |
৫ | জয়ত্তং দেবী চামুণ্ডে জয় ভূতপহারিণী, জয় সর্বগতে দেবী কালরাত্রি নমোহস্তুতে | জীতেন দেব | বীরেন্দ্র কুমার |
৬ | জীবনের এই সাঁকোত কোনো সাজতে খুজিলি রংমহল | নবকান্ত বরুয়া | শরদিন্দু দাশগুপ্ত[৩] |
তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ ক খ Arunlochan Das (২০১৩)। 100 Asomiya Chalachchitror kahini Aru Geet। Sashi-Sishu Prakashan, Guwahati। পৃষ্ঠা 120।
- ↑ "এফালে অভাব; আনফালে বিলাসঃ দুটি দিককে কেন্দ্র করে নির্মিত ছবি "মাটির স্বর্গ""। সংগ্রহের তারিখ ২৫ এপ্রিল ২০২০।
- ↑ Babul Das (১৯৮৫)। Asomiya Bolchabir Geetor Sankalan। Bani Prakash, Dibrugarh। পৃষ্ঠা 87।