বিষয়বস্তুতে চলুন

মাটির স্বর্গ

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
মাটির স্বর্গ
পরিচালকঅনিল চৌধুরী
প্রযোজকগিরিশ চৌধুরী
কাহিনিকারগিরিশ চৌধুরী
সুরকারজিতেন দেব, বীরেন্দ্র দেব
চিত্রগ্রাহকসুবোধ বন্দ্যোপাধ্যায়
সম্পাদকঅজিত দাস
পরিবেশকইস্টার্ণ ইন্ডিয়া ডিষ্ট্রিবিউটর্‌চ
মুক্তি১ মার্চ, ১৯৬৩
দেশভারত ভারত
ভাষাঅসমীয়া

মাটির স্বর্গ ১৯৬৩ সালের ১ মার্চে মুক্তি পাওয়া একটি অসমীয়া চলচ্চিত্র। এটির পরিচালক অনিল চৌধুরী। চৌধুরী চিত্রায়নের ব্যানারে গিরিশ চৌধুরী ছবিটির প্রযোজনা করা ছাড়াও কাহিনী এবং সংলাপও লিখেছিলেন। সঙ্গীত জিতেন দেব এবং বীরেন্দ্র কুমারের।[] ছবিটিতে একটি অভাব-অনটনে লড়াই করা গৃহস্থ এবং অন্য একটি বিলাস-বৈভবে উপচে থাকা গৃহস্থের চিত্রায়ন করা হয়েছে। কিন্তু, উক্ত দুজন গৃহস্থ যখন দুখ-কষ্ট সইতে হয় তখন কে কীভাবে এর প্রতিকার করে, এখানে তাই দেখানো হয়েছে।[]

শিল্পী এবং কলা-কুশলী

[সম্পাদনা]
(তথ্যছকত না থাকা)
  • শব্দগ্রহণ- জে ডি ইরাণী, শিশির চ্যাটার্জী
  • কলা নির্দেশন- নরেশ ঘোষ
  • অভিনয়- প্রসন্ন গোস্বামী, গিরিশ চৌধুরী, জমি দেওয়ান, মোবাজ্জিন আলী, সর্বেশ্বর দত্ত, বিমল নাথ, ইভা আচাও, বরুণা চৌধুরী, অর্চনা দাস, পদ্মা চৌধুরী ইত্যাদি।[]
ক্রমিক নং গানের শীর্ষক গীতিকার কণ্ঠ
পূজা কী বাজার বহুত মজার, পুতুল খেলা গরা কইনা নবকান্ত বরুয়া অসিত কুমার
দিগন্তর পারেপারে বগাকৈ বগলী উরে, কিনো মায়া জাগে পরাণত পুরুষোত্তম দাস গুণদা দাস
কান্দে রাধারাণী যমুনা পুলিনে, লোতক মুকুতামালা সরে দুনয়নে মুক্তিনাথ বরদলৈ বীরেন্দ্র কুমার
চুমুকে চুমুকে চুম ছন-নন বাজে, রুণুজুনু রুণুজুনি নুপুরর ধ্বনি জীতেন দেব গুণদা দাস
জয়ত্তং দেবী চামুণ্ডে জয় ভূতপহারিণী, জয় সর্বগতে দেবী কালরাত্রি নমোহস্তুতে জীতেন দেব বীরেন্দ্র কুমার
জীবনের এই সাঁকোত কোনো সাজতে খুজিলি রংমহল নবকান্ত বরুয়া শরদিন্দু দাশগুপ্ত[]

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. Arunlochan Das (২০১৩)। 100 Asomiya Chalachchitror kahini Aru Geet। Sashi-Sishu Prakashan, Guwahati। পৃষ্ঠা 120। 
  2. "এফালে অভাব; আনফালে বিলাসঃ দুটি দিককে কেন্দ্র করে নির্মিত ছবি "মাটির স্বর্গ""। সংগ্রহের তারিখ ২৫ এপ্রিল ২০২০ 
  3. Babul Das (১৯৮৫)। Asomiya Bolchabir Geetor Sankalan। Bani Prakash, Dibrugarh। পৃষ্ঠা 87।