মাজাহির উলুম সাহারানপুর

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
(মাজাহির উলুম থেকে পুনর্নির্দেশিত)
জামিয়া মাজাহির উলূম সাহারানপুর
ধরনইসলামী বিশ্ববিদ্যালয়
স্থাপিত৯ নভেম্বর ১৮৬৬ (১৫৭ বছর আগে) (1866-11-09)
প্রতিষ্ঠাতাগণআহমদ আলী সাহারানপুরি, মাজহার নানুতুবি এবং মাওলানা সাদাদ আলী
আচার্যমাওলানা সালমান মাজাহিরি
অবস্থান
সংক্ষিপ্ত নাম মাজাহির
ওয়েবসাইটjamiamazahiruloom.com
মানচিত্র

মাজাহির উলুম সাহারানপুর (উর্দু: مظاہر علوم سہارنپور‎‎) ভারতের উত্তরপ্রদেশের সাহারানপুর জেলায় অবস্থিত একটি মাদ্রাসা। এটি ভারতের বৃহত্তম দেওবন্দি মাদ্রাসাগুলোর মধ্যে অন্যতম।[১] ছাত্রসংখ্যা ও ধর্মতাত্ত্বিক শিক্ষার আগ্রহের ক্ষেত্রে দারুল উলুম দেওবন্দের পরেই এর অবস্থান।[২] দারুল উলুম দেওবন্দের অনুসরণে ১৮৬৬ সালের মে মাসে দেওবন্দ প্রতিষ্ঠার ৬ মাস পর সাদাত আলী সাহারানপুরীর হাতে এর ভিত্তিপ্রস্তর স্থাপিত হয়।[৩] মাজহার নানুতুবির নামে এই মাদ্রাসার নামকরণ করা হয়েছে।[২] মাদ্রাসাটির প্রাথমিক উন্নয়নে আহমদ আলী সাহারানপুরির গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। প্রতিষ্ঠালগ্ন থেকে পর্যায়ক্রমে রশিদ আহমদ গাঙ্গুহি, খলিল আহমদ সাহারানপুরী, আশরাফ আলী থানভী এই মাদ্রাসার পৃষ্ঠপোষকতা করেছেন।[২] এই মাদ্রাসার সাথে সংযুক্ত পণ্ডিতরা হাদিস অধ্যয়নের ক্ষেত্রে উল্লেখযোগ্য অবদান রেখেছেন এবং বিংশ শতাব্দীর গোড়ার দিকে ভারতে উদ্ভূত একটি বিশ্বব্যাপী ধর্মীয় আন্দোলন, তাবলিগ জামাতের সাথে ঘনিষ্ঠ সম্পর্ক বজায় রেখেছেন।[১]

ইতিহাস[সম্পাদনা]

দারুল উলূম দেওবন্দ প্রতিষ্ঠার ছয় মাস পরে মাওলানা আহমদ আলী সাহারানপুরী, মাওলানা মাজহার আলী নানোতাভী এবং মাওলানা সাদাদ আলী ফকিহ ৯ নভেম্বর ১৮৬৬ সালে মাজাহির উলূম প্রতিষ্ঠা করেছিলেন। [৪]

এটি প্রথমে মাওলানা রশিদ আহমদ গঙ্গোহী দ্বারা পৃষ্ঠপোষকতা লাভ করেছিল। মাওলানা খলিল আহমদ সাহারানপুরীর সময় এটি খ্যাতির সর্বোচ্চ শিখরে পৌছেছিল।[৪]

১৯৮৮ সালে মাদ্রাসায় আমেন-এ-আম (সাধারণ সম্পাদক) পদটি প্রতিষ্ঠিত হয় এবং মুহাম্মদ তালহা কান্ধলভী এর প্রথম সাধারণ সম্পাদক হন। তিনি ১৯৯৩ সাল পর্যন্ত এই পদে ছিলেন। [৫]

মুহাম্মদ জাকারিয়া কান্ধলভী [৬] এবং মুহাম্মদ ইউনূস জৌনপুরী মাজাহিরের হাদীসের অধ্যাপক ছিলেন।

১৯৯৫ সালে এখান থেকে আল মাজাহির প্রকাশিত হয়।

উল্লেখযোগ্য প্রাক্তন ছাত্র[সম্পাদনা]

শিক্ষক[সম্পাদনা]

আরো দেখুন[সম্পাদনা]

তথ্যসূত্র[সম্পাদনা]

উদ্ধৃতি[সম্পাদনা]

  1. Esposito, John L. (২০০৩)। Mazahir al-UlumThe Oxford Dictionary of Islam (ইংরেজি ভাষায়)। Oxford University Press। আইএসবিএন 978-0-19-512558-0 
  2. নদভী, আবুল হাসান আলী হাসানী (১৯৮০)। Muslims in India। লখনউ, ভারত: মজলিসে তাহকিকাত ওয়া নাশরিয়াতে ইসলাম। পৃষ্ঠা ৯১। আইএসবিএন 1905837534 
  3. রিজভী, সৈয়দ মেহবুব (১৯৮১)। History of Darul Uloom Deoband [দারুল উলুম দেওবন্দের ইতিহাস]। । এফ. কুরাইশি, মুরতাজ হুসাইন কর্তৃক অনূদিত। দেওবন্দ: ইদারায়ে এহতেমাম। পৃষ্ঠা ১৮০। ওসিএলসি 20222197 
  4. সৈয়দ মেহবুব রিজভীHistory of The Dar al-Ulum Deoband (খণ্ড ১) (১ম মুদ্রণ, ১৯৮০ সংস্করণ)। ইদারা-ই-এহতেমাম, দার আল-উলুম দেওবন্দ। পৃষ্ঠা ৩৫৬। 
  5. Rafiuddin Haneef Qasmi (সেপ্টেম্বর ২০১৯)। "Mawlana Muhammad Talha: Life and Services"দারুল উলুম দেওবন্দ। সংগ্রহের তারিখ ৫ এপ্রিল ২০২০ 
  6. "Madrasa Mazahir Uloom Saharanpur 1866-2011"Deoband.net। ২৩ অক্টোবর ২০২১ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৭ এপ্রিল ২০১৯ 
  7. "Shaykh Zafar Ahmad Uthmani"। ১৮ জানুয়ারি ২০১১। সংগ্রহের তারিখ ২৬ এপ্রিল ২০২০ 

গ্রন্থপঞ্জি[সম্পাদনা]