মাগোদ বাসপ্পা রবীন্দ্রনাথ

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
মাগোদ বাসপ্পা রবীন্দ্রনাথ

কর্নেল মাগোদ বাসপ্পা রবীন্দ্রনাথ ভিআরসি (১৯৫৯ - ২০০৮) ছিলেন ভারতীয় সেনার ২ রাজপুতানা রাইফেলস ব্যাটালিয়নের একজন কর্মকর্তা এবং ১৯৯৯ সালে কার্গিল যুদ্ধের সময় টোলোলিং যুদ্ধে তাঁর কর্মের জন্য তিনি ভারতের তৃতীয় সর্বোচ্চ সামরিক পুরস্কার বীর চক্রে ভূষিত হন। তিনি ভারতীয় সেনাবাহিনীর ২ রাজপুতানা রাইফেলস ব্যাটালিয়নের কমান্ডিং অফিসার ছিলেন যা শ্রীনগর - লেহ হাইওয়ে ( জাতীয় সড়ক ১ ) তে আধিপত্য বিস্তারকারী দ্রাস সেক্টরের টলোলিং, পয়েন্ট ৪৫৯০ এবং ব্ল্যাক রকের কৌশলগত দখল করেছিল, প্রথম বড় বিজয় যা কার্গিল যুদ্ধের পথ পরিবর্তন করেছিল। [১]

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. "Tololing peak: The battle that probably changed the course of Kargil war"। IndiaToday.in। জুলাই ৫, ১৯৯৯।