মাখনলাল ঘোষ

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

মাখনলাল ঘোষ (১৯০১ ― ২৯ ডিসেম্বর ১৯১৯) একজন ভারতীয় স্বাধীনতা আন্দোলনের শহীদ।

অবদান[সম্পাদনা]

মাখনলাল ঘোষ উত্তর ২৪ পরগণা জেলার আলমবাজারে জন্মগ্রহণ করেন। পিতার নাম ছিল অক্ষয়কুমার। তিনি বরানগর, আলমবাজারের নিকটস্থানীয় স্কুলের ছাত্র ছিলেন।[১] ১৯১৬ সালের মার্চ মাসে তার বয়েস যখন পনেরো বছর পুলিস তাঁকে গ্রেপ্তার করে রাজনৈতিক ডাকাতি মামলার আসামী বলে আদালতে হাজির করে। বিচারে ছাড়া পেলেও ভারতরক্ষা বিধানে তৎক্ষণাৎ পুনরায় গ্রেপ্তার করে বাংলার বিভিন্ন জেল ও অস্বাস্থ্যকর গ্রামে তাঁকে অন্তরীণ করে রাখে। পুলিসী অত্যাচার অবহেলার ফলে ১৯১৯ সালে তাঁর মৃত্যু ঘটলে সরকারী নথিতে তাঁর মৃত্যুকে আত্মহত্যা বলা হয়।[২]

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. Ghosh, Kali Charan (১৯৭২)। Jāgaraṇa o bisphoraṇa। Iṇḍiẏāna Ayāsosiẏeṭeḍa Pābaliśiṃ Koṃ.। 
  2. বসু, অঞ্জলি; সেনগুপ্ত, সুবোধচন্দ্র, সম্পাদকগণ, প্রথম খন্ড (২০০২)। সংসদ বাঙালি চরিতাভিধান। কলকাতা: সাহিত্য সংসদ। পৃষ্ঠা ৪১০। আইএসবিএন 978-8179551356