মহেশ চাই

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

মহেশ ছাই অরুণাচল প্রদেশের একজন ভারতীয় রাজনীতিবিদ। [১]

২০১৪ সালের অরুণাচল প্রদেশ বিধানসভা নির্বাচনে তিনি তেজু আসন থেকে বিজেপির হয়ে বিধানসভা সদস্য নির্বাচিত হয়েছিলেন। রাজনীতিতে যোগদানের আগে তিনি অরুণাচল প্রদেশে একজন বক্ষব্যাধি বিশেষজ্ঞ ছিলেন। তিনি তেজুর সরকারী উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী। তিনি বেঙ্গালুরুর আম্বেদক মেডিকেল কলেজ থেকে এমবিবিএস পাশ করেন। তিনি ইম্ফালের আঞ্চলিক ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্সেস থেকে এমডি শেষ করেন। ২০১৭ সালে তিনি অরুণাচল প্রদেশ সরকারের মন্ত্রিসভার মন্ত্রী হিসাবেও নির্বাচিত হয়েছিলেন।

তিনি প্রয়াত শ্রী তংকাকসো চাই এবং শ্রীমতি জাহিলু চাইয়ের পুত্র।

বর্তমানে মহেশ চাই অধিকন্তু ভেটেরিনারি, পশুপালন, ক্রীড়া ও যুব বিষয়ক, অরুণাচল প্রদেশের উদ্যান, কৃষি মন্ত্রী।

আরো দেখুন[সম্পাদনা]

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. CEO Arunachal Pradesh. "List of contesting candidates" ওয়েব্যাক মেশিনে আর্কাইভকৃত ২০১৪-০৮-০২ তারিখে

 

বহিঃসংযোগ[সম্পাদনা]