মহেঞ্জোদারোর নৃত্যরতা যুবতী
মহেঞ্জোদাড়োর নৃত্যরতা যুবতী | |
---|---|
শিল্পী | অজ্ঞাত, প্রাগৈতিহাসিক |
বছর | ২৫০০ খ্রি:পূ: |
ধরন | ব্রোঞ্জ[১] |
আয়তন | ১০.৫ সে:মি × ৫ সে:মি: (৪.১ ইঞ্চি × ২ ইঞ্চি ) |
অবস্থান | জাতীয় জাদুঘর, নতুন দিল্লি |
নৃত্যরত যুবতী (ইংরেজি: The Dancing Girl), হল সিন্ধু সভ্যতার মহেঞ্জোদারোতে প্রায় ২৫০০ খ্রী:পূর্বে আবিস্কৃত একটি ব্রোঞ্জ মূর্তি।
বিবরন
[সম্পাদনা]"নৃত্যরত যুবতী" একটি ব্রোঞ্জ মূর্তি যার উচ্চতা ১০.৫ সেন্টিমিটার (৪.১ ইঞ্চি) এবং কিছু ৪,৫০০ বছর বয়সী মূর্তি, ১৯২৬ সালে মহেঞ্জোদাড়োর "এইচআর অঞ্চলে" পাওয়া যায়। ১৯৭৩ সালে ব্রিটিশ প্রত্নতত্ত্ববিদ মট্রিমার হুইলার এটিকে তার প্রিয় শিলারুপ হিসাবে বর্ণনা করেন। মহেন্জোদারোতে প্রাপ্ত সিন্ধু সভ্যতার অন্যতম নিদর্শন এই দ্যান্সিংগার্ল অব মহেন্জোদারো। [২] ভাস্কর্য টি একটি ক্ষুদ্র মূর্তি যেটি সহজে মানুষের দৃষ্টি আকর্ষণ করে তার শিল্প শৈলির কারণে। একটি নিত্যরত তরুনীর, বলা যায় ভাস্কর্য টি একটি বাস্তববাদী শিল্পকলার উধাহরন, দন্ডায়মান এই মূরর্তিটির গলায় রয়েছে হার এবং দুই হাত ভরা চুড়ি, নিগ্র চেহারার এই মূর্তিটি ঋগ্বেদে বর্ণিত দাসী বলে ধারণা করা হয়। সার্বিক বিষয় ভাস্কর্যটি কে অনেক আবেদনময়ী করে তুলেছে। [৩]
তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ "Dancing girl"। nationalmuseumindia.gov.in। National Museum, New Delhi। ৬ জানুয়ারি ২০১৯ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৫ নভেম্বর ২০১৪।
- ↑ McIntosh, Jane R. (২০০৮)। The Ancient Indus Valley : New Perspectives। Santa Barbara, California: ABC-CLIO। পৃষ্ঠা 281, 407। আইএসবিএন 9781576079072। সংগ্রহের তারিখ ১৫ নভেম্বর ২০১৪।
- ↑ Singh, Upinder (২০০৮)। A History of Ancient and Aarly Medieval India : from the Stone Age to the 12th century। New Delhi: Pearson Education। পৃষ্ঠা 162। আইএসবিএন 9788131711200। সংগ্রহের তারিখ ১৫ নভেম্বর ২০১৪।